নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

যশোর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫২
Thumbnail image

যশোরের চাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা পান্নু ও তাঁর সমর্থকের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন এই অভিযোগ করেছেন দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা। যাকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৌকা বিরোধী প্রচারে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়াসহ অনেকে।

মানববন্ধনে তাঁরা বলেন, এ পর্যন্ত সেলিম রেজা পান্নুর কর্মী–সমর্থকদের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। বিরোধী প্রার্থীদের পোস্টার পুড়িয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী অফিস ভেঙে ফেলা হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও এর কোনো প্রতিকার মেলেনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ডিসেম্বর ভাতুড়িয়া বাজারে পান্নুর নেতৃত্বে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা। প্রার্থীর নির্বাচনী কর্মসভায় হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন জাহিদ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক। ২৫ ডিসেম্বর ইউনিয়নের অন্তত ১২টি স্থানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে নৌকার প্রার্থী সেলিম রেজা পান্নুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত