মেহরাব মাসাঈদ হাবিব
দেশে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে চালকের সংখ্যাও। কেউ গাড়ি চালানো শিখছেন প্রয়োজনে, কেউবা শখে। অনেকেই আছেন যাঁরা প্রয়োজনের বাইরে গাড়ি চালাতে ভালোবাসেন। তাঁদের শৌখিন চালক বলা যায়। আমাদের দেশে অনেক তরুণই এখন গাড়ি চালানোর বয়স হলেই চালানো শিখে ফেলছেন। অনেক ক্ষেত্রে গাড়ি চালানো শেখার প্রতিষ্ঠানগুলো অনেক কিছু শেখায় না। গাড়ি চালানো শেখার পাশাপাশি সেসব বিষয় জেনে নেওয়া প্রয়োজন। বিষয়গুলো যদি একজন চালকের জানা থাকে, তাহলে গাড়ি চালানো আরও সহজ হবে।
মিরর ঠিক করে নিন
মিররকে আমাদের দেশে অনেকেই লুকিং গ্লাস বলে থাকেন। গাড়ির সামনের দুটো দরজার সঙ্গে এ রকম লুকিং গ্লাস লাগানো থাকে। সাধারণত উত্তল দর্পণ দিয়ে এ ধরনের গ্লাস তৈরি করা হয়। মিরর বা লুকিং গ্লাস গাড়ি চালানো শুরুর আগেই ঠিক করে নিতে হবে। এতে আপনার গাড়ির পেছনে বা পাশে কোথাও গাড়ি বা অন্য কিছু আছে কি না, তা সহজে দেখে নিতে পারবেন। এর ফলে আপনার গাড়ি চালানো অনেকটাই সহজ ও নিরাপদ হবে। যদি লুকিং গ্লাস ঠিক করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় পেছনে কী আছে দেখা যায় না এবং কখনো কখনো নিজের গাড়িই লুকিং গ্লাসে দেখা যায়।
চাকার অবস্থান বুঝতে চেষ্টা করুন
গাড়ি গর্তে পড়ুক বা পার্কিংয়ের সময় পেছনে স্ক্র্যাচ পড়ুক এটা কেউ চান না। সে ক্ষেত্রে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে চাকা কোন অবস্থানে আছে। আপনি নিজে চাকার অবস্থান বোঝার দক্ষতা অর্জন করার জন্য নিজেই অনুশীলন করতে পারবেন খুব সহজে। প্রথমে একটি খালি প্লাস্টিকের বোতল মুচড়ে ফেলে রাস্তার ওপর রাখুন। এরপর গাড়ির সামনের চাকা ডানে-বামে ঘুরিয়ে বোতলের ওপর দিয়ে গাড়ি চালান। এ কাজ করার সময় গাড়ির জানালা খোলা রাখবেন এবং বোতল চ্যাপ্টা হয়ে যাওয়ার শব্দও শোনার চেষ্টা করবেন। এভাবে কয়েকবার অনুশীলন করলে সহজেই আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির চাকা কীভাবে আছে।
ব্রেক শুকিয়ে নিন
অনেক সময় গাড়ি চালাতে গেলে রাস্তায় পানি বা কাদার ওপর দিয়ে গাড়ি চলে যায়। এ ক্ষেত্রে আপনি পানি বা কাদায় গাড়ি চলার আগেই গাড়ির স্পিড কমিয়ে ফেলুন। তবে অনেক সময় গাড়ি দ্রুতগতিতে চলে—স্পিড কমানোর উপায় বা সুযোগ থাকে না। সে ক্ষেত্রে অনেক সময় পানি বা কাদার ওপর দিয়ে গাড়ি চলে গেলে গাড়ির ইগনিশন সিস্টেমে পানি ঢুকে যেতে পারে। এতে গাড়ির ইঞ্জিনের দক্ষতা কমে যাবে এবং কখনো কখনো চালক গাড়ির নিয়ন্ত্রণও হারিয়ে ফেলতে পারেন। এ জন্য কাদা বা পানির ওপর দিয়ে দ্রুত গাড়ি চালালে গাড়ির স্পিড কমিয়ে ফেলবেন না বা ইঞ্জিন বন্ধ করে দেবেন না। আপনি সে সময় কয়েকবার এক্সিলারেটরে ও ব্রেক প্যাডেলে পা দিয়ে হালকা চাপ দিন। এর ফলে ঘর্ষণ সৃষ্টি হবে ব্রেক সিস্টেমে, যা তাপ উৎপন্ন করবে। সেই তাপ ভেতরে ঢুকে যাওয়া পানিকে বাষ্পীভূত করে ফেলবে।
উঁচু গাড়ির চলাচল লক্ষ করুন
রাস্তায় চলাচলের সময় নিজের গাড়ির চেয়ে উঁচু গাড়ির চলাচল লক্ষ করতে হবে। প্রশ্ন জাগতেই পারে—কেন নিজের গাড়ির চেয়ে উঁচু গাড়ির চলাচল লক্ষ করতে হবে? কেন আপনার গাড়ির সমান উচ্চতার গাড়ি বা তার চেয়ে নিচু গাড়ির দিকে নজর দেবেন না? উত্তর হলো, নিশ্চয় নজর দেবেন। তবে উঁচু গাড়ির দিকে নজর দেওয়ার একটি কারণ আছে। ধরা যাক, আপনি টয়োটা করলা চালাচ্ছেন। আপনার ঠিক সামনেই আছে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। আপনি করলায় বসে রাস্তার অবস্থা যতটা দেখতে বা বুঝতে পারবেন, ল্যান্ড ক্রুজারের চালক কিন্তু তার চেয়ে বেশি দেখতে বা বুঝতে পারবেন গাড়িউঁচু হওয়ার জন্য।
এখন যদি ল্যান্ড ক্রুজারের চালক তাঁর গাড়িকে অন্য লেনে নিয়ে যান, তখন বুঝতে হবে চালক নিশ্চয় রাস্তায় কিছু দেখেছেন। সে জন্য লেন পরিবর্তন করেছেন। এতে একদিকে আপনি যেমন নিরাপদে গাড়ি চালাতে পারবেন, অন্যদিকে পরবর্তী করণীয় বিষয়ে দ্রুত সিদ্ধান্তও নিতে পারবেন।
গাড়ি স্টার্ট হচ্ছে না
কখনো কখনো গাড়ির ব্যাটারি বসে গেলে গাড়ি স্টার্ট নিতে চায় না। এ ক্ষেত্রে হাই বিম কয়েকবার অন-অফ করুন। এতে ব্যাটারি সচল হবে। হাই বিম অন না করতে চাইলে গাড়ির ইন্ডিকেটর লাইট অন-অফ করেও দেখতে পারেন।
উল্লিখিত বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, আপনার গাড়ি চালানো আরও সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
দেশে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে চালকের সংখ্যাও। কেউ গাড়ি চালানো শিখছেন প্রয়োজনে, কেউবা শখে। অনেকেই আছেন যাঁরা প্রয়োজনের বাইরে গাড়ি চালাতে ভালোবাসেন। তাঁদের শৌখিন চালক বলা যায়। আমাদের দেশে অনেক তরুণই এখন গাড়ি চালানোর বয়স হলেই চালানো শিখে ফেলছেন। অনেক ক্ষেত্রে গাড়ি চালানো শেখার প্রতিষ্ঠানগুলো অনেক কিছু শেখায় না। গাড়ি চালানো শেখার পাশাপাশি সেসব বিষয় জেনে নেওয়া প্রয়োজন। বিষয়গুলো যদি একজন চালকের জানা থাকে, তাহলে গাড়ি চালানো আরও সহজ হবে।
মিরর ঠিক করে নিন
মিররকে আমাদের দেশে অনেকেই লুকিং গ্লাস বলে থাকেন। গাড়ির সামনের দুটো দরজার সঙ্গে এ রকম লুকিং গ্লাস লাগানো থাকে। সাধারণত উত্তল দর্পণ দিয়ে এ ধরনের গ্লাস তৈরি করা হয়। মিরর বা লুকিং গ্লাস গাড়ি চালানো শুরুর আগেই ঠিক করে নিতে হবে। এতে আপনার গাড়ির পেছনে বা পাশে কোথাও গাড়ি বা অন্য কিছু আছে কি না, তা সহজে দেখে নিতে পারবেন। এর ফলে আপনার গাড়ি চালানো অনেকটাই সহজ ও নিরাপদ হবে। যদি লুকিং গ্লাস ঠিক করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় পেছনে কী আছে দেখা যায় না এবং কখনো কখনো নিজের গাড়িই লুকিং গ্লাসে দেখা যায়।
চাকার অবস্থান বুঝতে চেষ্টা করুন
গাড়ি গর্তে পড়ুক বা পার্কিংয়ের সময় পেছনে স্ক্র্যাচ পড়ুক এটা কেউ চান না। সে ক্ষেত্রে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে চাকা কোন অবস্থানে আছে। আপনি নিজে চাকার অবস্থান বোঝার দক্ষতা অর্জন করার জন্য নিজেই অনুশীলন করতে পারবেন খুব সহজে। প্রথমে একটি খালি প্লাস্টিকের বোতল মুচড়ে ফেলে রাস্তার ওপর রাখুন। এরপর গাড়ির সামনের চাকা ডানে-বামে ঘুরিয়ে বোতলের ওপর দিয়ে গাড়ি চালান। এ কাজ করার সময় গাড়ির জানালা খোলা রাখবেন এবং বোতল চ্যাপ্টা হয়ে যাওয়ার শব্দও শোনার চেষ্টা করবেন। এভাবে কয়েকবার অনুশীলন করলে সহজেই আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির চাকা কীভাবে আছে।
ব্রেক শুকিয়ে নিন
অনেক সময় গাড়ি চালাতে গেলে রাস্তায় পানি বা কাদার ওপর দিয়ে গাড়ি চলে যায়। এ ক্ষেত্রে আপনি পানি বা কাদায় গাড়ি চলার আগেই গাড়ির স্পিড কমিয়ে ফেলুন। তবে অনেক সময় গাড়ি দ্রুতগতিতে চলে—স্পিড কমানোর উপায় বা সুযোগ থাকে না। সে ক্ষেত্রে অনেক সময় পানি বা কাদার ওপর দিয়ে গাড়ি চলে গেলে গাড়ির ইগনিশন সিস্টেমে পানি ঢুকে যেতে পারে। এতে গাড়ির ইঞ্জিনের দক্ষতা কমে যাবে এবং কখনো কখনো চালক গাড়ির নিয়ন্ত্রণও হারিয়ে ফেলতে পারেন। এ জন্য কাদা বা পানির ওপর দিয়ে দ্রুত গাড়ি চালালে গাড়ির স্পিড কমিয়ে ফেলবেন না বা ইঞ্জিন বন্ধ করে দেবেন না। আপনি সে সময় কয়েকবার এক্সিলারেটরে ও ব্রেক প্যাডেলে পা দিয়ে হালকা চাপ দিন। এর ফলে ঘর্ষণ সৃষ্টি হবে ব্রেক সিস্টেমে, যা তাপ উৎপন্ন করবে। সেই তাপ ভেতরে ঢুকে যাওয়া পানিকে বাষ্পীভূত করে ফেলবে।
উঁচু গাড়ির চলাচল লক্ষ করুন
রাস্তায় চলাচলের সময় নিজের গাড়ির চেয়ে উঁচু গাড়ির চলাচল লক্ষ করতে হবে। প্রশ্ন জাগতেই পারে—কেন নিজের গাড়ির চেয়ে উঁচু গাড়ির চলাচল লক্ষ করতে হবে? কেন আপনার গাড়ির সমান উচ্চতার গাড়ি বা তার চেয়ে নিচু গাড়ির দিকে নজর দেবেন না? উত্তর হলো, নিশ্চয় নজর দেবেন। তবে উঁচু গাড়ির দিকে নজর দেওয়ার একটি কারণ আছে। ধরা যাক, আপনি টয়োটা করলা চালাচ্ছেন। আপনার ঠিক সামনেই আছে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। আপনি করলায় বসে রাস্তার অবস্থা যতটা দেখতে বা বুঝতে পারবেন, ল্যান্ড ক্রুজারের চালক কিন্তু তার চেয়ে বেশি দেখতে বা বুঝতে পারবেন গাড়িউঁচু হওয়ার জন্য।
এখন যদি ল্যান্ড ক্রুজারের চালক তাঁর গাড়িকে অন্য লেনে নিয়ে যান, তখন বুঝতে হবে চালক নিশ্চয় রাস্তায় কিছু দেখেছেন। সে জন্য লেন পরিবর্তন করেছেন। এতে একদিকে আপনি যেমন নিরাপদে গাড়ি চালাতে পারবেন, অন্যদিকে পরবর্তী করণীয় বিষয়ে দ্রুত সিদ্ধান্তও নিতে পারবেন।
গাড়ি স্টার্ট হচ্ছে না
কখনো কখনো গাড়ির ব্যাটারি বসে গেলে গাড়ি স্টার্ট নিতে চায় না। এ ক্ষেত্রে হাই বিম কয়েকবার অন-অফ করুন। এতে ব্যাটারি সচল হবে। হাই বিম অন না করতে চাইলে গাড়ির ইন্ডিকেটর লাইট অন-অফ করেও দেখতে পারেন।
উল্লিখিত বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, আপনার গাড়ি চালানো আরও সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে