চিন্ময় ভূঁইয়া
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। করোনা অতিমারির কারণে তোমাদের এসএসসি পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও অবশেষে শুরু হতে যাচ্ছে ১৯ জুন। করোনা পরিস্থিতির বিবেচনায় পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে তোমাদের সিলেবাস হয়েছে সংক্ষেপিত। পরীক্ষার ধরনেও এসেছে পরিবর্তন। আজ আমি কথা বলব পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে।
সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজন একটি ভালো ফলাফল। আর তার জন্য দরকার ভালো প্রস্তুতি। আমি বিশ্বাস করি তোমরা সেই লক্ষ্যে যথেষ্টই চেষ্টা করেছ। এখন পরীক্ষা তো নাকের ডগায় কড়া নাড়ছে। দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি।
তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে ৮টি অধ্যায়-১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ও ১১শ অধ্যায়। তোমাদের পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা—সৃজনশীল ১ ঘণ্টা ৪০ মিনিট আর বহুনির্বাচনি পরীক্ষা ২০ মিনিট। মোট সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। উত্তর করতে হবে ৩টির। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২৫টি। উত্তর করতে হবে ১৫টি প্রশ্নের।
সৃজনশীল অংশ
এখানে ৮টি থেকে ৩টির উত্তর করতে হবে বিধায় প্রস্তুতি তুলনামূলক সহজ হয়ে গেল। ৮টি অধ্যায়ের প্রতিটি থেকে একটি করে প্রশ্ন থাকলে ৩টি অধ্যায়ের ওপর প্রস্তুতি নিলে ৩টি কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কোনোটা থেকে ২টি প্রশ্ন থাকে আর তুমি যা পড়লে তার থেকে একটি অধ্যায় থেকে প্রশ্ন না এলে কিন্তু তুমি আর ৩টি উত্তর করতে পারবে না। তাই একেবারে মুখোমুখি না করাই ভালো। নিরাপদ হলো কমপক্ষে ৫টি অধ্যায় পড়া। এখন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, এটা খোঁজার দরকার নেই। কারণ অধ্যায় আছে ৮টা আর প্রশ্নও থাকবে ৮টা। তাই যেকোনো অধ্যায় থেকেই আসতে পারে। সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। সুতরাং যে যে অধ্যায় তুমি সব থেকে ভালো পারো, সেই ৫টি অধ্যায়ের ওপরই প্রস্তুতি নিতে পারো। তাতেই আশা করা যায় কমন পাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন কখনোই পড়বে না, যদি সেই প্রশ্ন মৌলিক হয়। আর বোর্ডের প্রশ্ন মৌলিকই হয়ে থাকে। তাই এখানে হুবহু কমন পড়বে না ধরেই প্রস্তুতি নেবে। তবে নিয়ম কমন পড়তেই পারে। বইতে যা আছে তার বাইরে তো আর প্রশ্ন করার সুযোগ নেই। তাই যে অধ্যায় পড়বে, সেটা খুব ভালো করেই পড়বে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বইয়ে যেভাবে দেওয়া থাকে, সেভাবেই লিখতে হয় আর অনুধাবনের প্রশ্নে জ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হয়। আর প্রয়োগমূলক প্রশ্নে পদার্থবিজ্ঞান বিষয়ে সাধারণত গাণিতিক সমস্যা তথা অঙ্কই থাকে। যে অধ্যায় পড়বে, সেই অধ্যায়ে যত নিয়ম আছে তার সব নিয়মের অঙ্ক চর্চা করবে। তাহলে অবশ্যই সফল হবে।
আর একটি বিষয় হয়তো লক্ষ করে থাকবে, ২০২১ সালের ঢাকা বোর্ডের প্রশ্নে দেখবে গ্রাফভিত্তিক প্রশ্ন এসেছে বেশি। কাজেই গ্রাফের প্রয়োগ কিন্তু থাকতে পারে। কারণ বেশির ভাগ ঘটনাকেই গ্রাফের সাহায্যে প্রকাশ করা যায়। তাই গ্রাফের ব্যবহার শিখবে।
বহুনির্বাচনি প্রশ্ন
যেহেতু এখানেও অপশন পাচ্ছ, সেহেতু সহজে ভালো করার সুযোগ আছে। তোমরা প্রথম যে প্রশ্নগুলো ভালো পারো, সেগুলো আগে দাগিয়ে ফেলবে। দেখা যাবে ওর মাঝে তোমার ১৫টা হয়তো হয়েও যাবে। চেষ্টা করতে পারো আগে জ্ঞান অনুধাবনের প্রশ্নের উত্তর করতে। তাতে তোমার জন্য কাজটা সহজ হতে পারে। তবে অপশন পেয়ে খুশিতে আত্মহারা হলে কিন্তু বিপদ। প্রশ্নের নম্বর আর উত্তরপত্রের ক্রমিক নম্বর মিলিয়ে তারপর দাগাবে।
পরীক্ষার হলে যথাসময়ে অবশ্যই পৌঁছাতে হবে। তাই একটু আগেই রওনা হবে, যাতে কোনোভাবেই দেরি না হয়ে যায়। রওনা হওয়ার আগে অবশ্যই দেখে নেবে কলম, পেনসিল, স্কেল, ক্যালকুলেটর সব ঠিকঠাক নিয়েছ কি না। আর পরীক্ষা চলাকালে কোনোভাবেই অস্থির হবে না। হয়তো কোনো প্রশ্ন মনে পড়ছে না বা মাঝখানে এসে গুলিয়ে গেল, সেটা নিয়ে সময় নষ্ট করবে না। পরের প্রশ্ন উত্তর করা শুরু করবে। অন্যগুলো শেষ করে পরে ওই প্রশ্ন আবার দেখবে। এতে সময় অপচয় হবে না। নয়তো দেখা গেল ওই একটা প্রশ্ন নিয়েই সময় চলে যাচ্ছে। সব প্রশ্ন উত্তর করা যাচ্ছে না। মনে রাখবে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিতে। কোনো প্রশ্ন যেন বাদ না থাকে।
আমি বিশ্বাস করি, তোমরা সবাই এই কোভিড মহামারিকে জয় করে সাফল্যের দ্বারে পৌঁছাতে যতটুকু সময় পেয়েছ তার পুরো সদ্ব্যবহার করেছ, নিজেকে তৈরি করেছ। এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। ভালোভাবে পরীক্ষা দাও সবাই।
চিন্ময় ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা ঢাকা।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। করোনা অতিমারির কারণে তোমাদের এসএসসি পরীক্ষা কিছুটা বিলম্বিত হলেও অবশেষে শুরু হতে যাচ্ছে ১৯ জুন। করোনা পরিস্থিতির বিবেচনায় পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে তোমাদের সিলেবাস হয়েছে সংক্ষেপিত। পরীক্ষার ধরনেও এসেছে পরিবর্তন। আজ আমি কথা বলব পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে।
সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে প্রয়োজন একটি ভালো ফলাফল। আর তার জন্য দরকার ভালো প্রস্তুতি। আমি বিশ্বাস করি তোমরা সেই লক্ষ্যে যথেষ্টই চেষ্টা করেছ। এখন পরীক্ষা তো নাকের ডগায় কড়া নাড়ছে। দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি।
তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে ৮টি অধ্যায়-১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ও ১১শ অধ্যায়। তোমাদের পরীক্ষার মোট সময় ২ ঘণ্টা—সৃজনশীল ১ ঘণ্টা ৪০ মিনিট আর বহুনির্বাচনি পরীক্ষা ২০ মিনিট। মোট সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। উত্তর করতে হবে ৩টির। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২৫টি। উত্তর করতে হবে ১৫টি প্রশ্নের।
সৃজনশীল অংশ
এখানে ৮টি থেকে ৩টির উত্তর করতে হবে বিধায় প্রস্তুতি তুলনামূলক সহজ হয়ে গেল। ৮টি অধ্যায়ের প্রতিটি থেকে একটি করে প্রশ্ন থাকলে ৩টি অধ্যায়ের ওপর প্রস্তুতি নিলে ৩টি কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি কোনোটা থেকে ২টি প্রশ্ন থাকে আর তুমি যা পড়লে তার থেকে একটি অধ্যায় থেকে প্রশ্ন না এলে কিন্তু তুমি আর ৩টি উত্তর করতে পারবে না। তাই একেবারে মুখোমুখি না করাই ভালো। নিরাপদ হলো কমপক্ষে ৫টি অধ্যায় পড়া। এখন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, এটা খোঁজার দরকার নেই। কারণ অধ্যায় আছে ৮টা আর প্রশ্নও থাকবে ৮টা। তাই যেকোনো অধ্যায় থেকেই আসতে পারে। সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। সুতরাং যে যে অধ্যায় তুমি সব থেকে ভালো পারো, সেই ৫টি অধ্যায়ের ওপরই প্রস্তুতি নিতে পারো। তাতেই আশা করা যায় কমন পাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন কখনোই পড়বে না, যদি সেই প্রশ্ন মৌলিক হয়। আর বোর্ডের প্রশ্ন মৌলিকই হয়ে থাকে। তাই এখানে হুবহু কমন পড়বে না ধরেই প্রস্তুতি নেবে। তবে নিয়ম কমন পড়তেই পারে। বইতে যা আছে তার বাইরে তো আর প্রশ্ন করার সুযোগ নেই। তাই যে অধ্যায় পড়বে, সেটা খুব ভালো করেই পড়বে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বইয়ে যেভাবে দেওয়া থাকে, সেভাবেই লিখতে হয় আর অনুধাবনের প্রশ্নে জ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হয়। আর প্রয়োগমূলক প্রশ্নে পদার্থবিজ্ঞান বিষয়ে সাধারণত গাণিতিক সমস্যা তথা অঙ্কই থাকে। যে অধ্যায় পড়বে, সেই অধ্যায়ে যত নিয়ম আছে তার সব নিয়মের অঙ্ক চর্চা করবে। তাহলে অবশ্যই সফল হবে।
আর একটি বিষয় হয়তো লক্ষ করে থাকবে, ২০২১ সালের ঢাকা বোর্ডের প্রশ্নে দেখবে গ্রাফভিত্তিক প্রশ্ন এসেছে বেশি। কাজেই গ্রাফের প্রয়োগ কিন্তু থাকতে পারে। কারণ বেশির ভাগ ঘটনাকেই গ্রাফের সাহায্যে প্রকাশ করা যায়। তাই গ্রাফের ব্যবহার শিখবে।
বহুনির্বাচনি প্রশ্ন
যেহেতু এখানেও অপশন পাচ্ছ, সেহেতু সহজে ভালো করার সুযোগ আছে। তোমরা প্রথম যে প্রশ্নগুলো ভালো পারো, সেগুলো আগে দাগিয়ে ফেলবে। দেখা যাবে ওর মাঝে তোমার ১৫টা হয়তো হয়েও যাবে। চেষ্টা করতে পারো আগে জ্ঞান অনুধাবনের প্রশ্নের উত্তর করতে। তাতে তোমার জন্য কাজটা সহজ হতে পারে। তবে অপশন পেয়ে খুশিতে আত্মহারা হলে কিন্তু বিপদ। প্রশ্নের নম্বর আর উত্তরপত্রের ক্রমিক নম্বর মিলিয়ে তারপর দাগাবে।
পরীক্ষার হলে যথাসময়ে অবশ্যই পৌঁছাতে হবে। তাই একটু আগেই রওনা হবে, যাতে কোনোভাবেই দেরি না হয়ে যায়। রওনা হওয়ার আগে অবশ্যই দেখে নেবে কলম, পেনসিল, স্কেল, ক্যালকুলেটর সব ঠিকঠাক নিয়েছ কি না। আর পরীক্ষা চলাকালে কোনোভাবেই অস্থির হবে না। হয়তো কোনো প্রশ্ন মনে পড়ছে না বা মাঝখানে এসে গুলিয়ে গেল, সেটা নিয়ে সময় নষ্ট করবে না। পরের প্রশ্ন উত্তর করা শুরু করবে। অন্যগুলো শেষ করে পরে ওই প্রশ্ন আবার দেখবে। এতে সময় অপচয় হবে না। নয়তো দেখা গেল ওই একটা প্রশ্ন নিয়েই সময় চলে যাচ্ছে। সব প্রশ্ন উত্তর করা যাচ্ছে না। মনে রাখবে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিতে। কোনো প্রশ্ন যেন বাদ না থাকে।
আমি বিশ্বাস করি, তোমরা সবাই এই কোভিড মহামারিকে জয় করে সাফল্যের দ্বারে পৌঁছাতে যতটুকু সময় পেয়েছ তার পুরো সদ্ব্যবহার করেছ, নিজেকে তৈরি করেছ। এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। ভালোভাবে পরীক্ষা দাও সবাই।
চিন্ময় ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা ঢাকা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে