শৈত্যপ্রবাহে বেড়েছে জ্বর সর্দির রোগী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
Thumbnail image

নীলফামারীতে কয়েক দিনের শৈত্যপ্রবাহে বেড়ে গেছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু-বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছেন বেশি। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট আজকের পত্রিকাকে জানান, শীতের কারণে হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিন দিন থেকে প্রতিদিন ১৫-২০ জন শিশু ও বয়স্ক ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সংখ্যাও বেড়েছে।

সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বাবড়ীঝাড় এলাকার গৃহবধূ শাহানাজ আকতার জানান, গত শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয় তার দুই বছরের পুত্র আবির হোসেন। এরপর কয়েক বার বমিও করে। পল্লি চিকিৎসককে দেখানো হলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। রাতেই সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন অনেকটাই সুস্থ।

নীলফামারী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবির বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, তাতে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি। সংখ্যা যদিও বেড়েছে, তবে এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যথেষ্ট জনবল ও পর্যাপ্ত ওষুধ মজুত আছে। বয়স্ক ও শিশুদের যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত