বিনোদন প্রতিবেদক, ঢাকা
একাধিক নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে বছর শুরু করেছিলেন চিত্রনায়িকা অধরা খান। এর মধ্যে ‘সুলতানপুর’ সিনেমাটি কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টানা শিডিউল দিয়ে আরও দুই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
৬ মার্চ থেকে অধরা শুটিং করছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ সিনেমার। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে শুটিং। অধরা খান বলেন, ‘দেশের বড় একটি ইস্যু নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। এর বেশি বলা নিষেধ। পুরো টিম নিজেদের উজাড় করে কাজটি করছে। এতে আমার বিপরীতে রয়েছেন রকি খান। আরও অভিনয় করছেন ফেরদৌস ভাই ও সিমলা আপুর মতো গুণী শিল্পীরা। তাঁদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে আমার।’
নিজের চরিত্র নিয়ে অধরা বলেন, ‘দখিন দুয়ারে আমার চরিত্রের নাম খেয়া। মুক্তির পর দর্শক বুঝতে পারবেন এই সিনেমাটি এবং খেয়া চরিত্রটি কতটা চমকপ্রদ।’
জানুয়ারিতে এই সিনেমার প্রথম লটের শুটিং করেছিলেন অধরা। সে সময় কনকনে ঠান্ডায় শুটিং করেছিলেন। সেই অভিজ্ঞতা জানিয়ে অধরা বলেন, ‘নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি দৃশ্যের শুটিং ছিল। ঘন কুয়াশার মধ্যে আমরা শুট করেছি। কী যে ঠান্ডা ছিল, বলে বোঝাতে পারব না। সবাই জানেন ডায়মন্ড ভাই সব সময় বাস্তবচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এর জন্য কোনো ছাড় দিতে নারাজ তিনি। তাই সেই ঠান্ডার মাঝেই শুট করতে হয়েছে আমাদের। এখন আবার শুটিং হচ্ছে তীব্র রোদের মধ্যে। আসলে দর্শক যে রকম সিনেমা দেখতে চান, ঠিক তেমনই একটি সিনেমা দখিন দুয়ার।’
এ সিনেমার আগে অধরা অংশ নিয়েছিলেন ‘ঠোকর’-এর শুটিংয়ে। মাজহার বাবুর পরিচালনায় এ সিনেমায় তাঁর চরিত্রের নাম অধরা। চরিত্রটি নিয়ে বিশদ না বললেও এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করেননি বলে জানান তিনি।
‘দখিন দুয়ার’ সিনেমার শুট শেষে আবারও ‘ঠোকর’ সিনেমার কাজ শুরু করবেন অধরা। পাশাপাশি দুই ধরনের চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে অধরা বলেন, ‘চ্যালেঞ্জ তো আছেই, তবে পেশাদারত্বের কথা চিন্তা করে শিল্পীদের এই চ্যালেঞ্জটা নিতে হয়। চেষ্টা করছি নিজের সেরাটি দিয়ে চরিত্র দুটি ফুটিয়ে তুলতে।’
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে তাঁকে দেখা যাবে সীমান্ত এলাকার এক নেত্রীর ভূমিকায়।
একাধিক নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে বছর শুরু করেছিলেন চিত্রনায়িকা অধরা খান। এর মধ্যে ‘সুলতানপুর’ সিনেমাটি কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টানা শিডিউল দিয়ে আরও দুই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
৬ মার্চ থেকে অধরা শুটিং করছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ সিনেমার। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে শুটিং। অধরা খান বলেন, ‘দেশের বড় একটি ইস্যু নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। এর বেশি বলা নিষেধ। পুরো টিম নিজেদের উজাড় করে কাজটি করছে। এতে আমার বিপরীতে রয়েছেন রকি খান। আরও অভিনয় করছেন ফেরদৌস ভাই ও সিমলা আপুর মতো গুণী শিল্পীরা। তাঁদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে আমার।’
নিজের চরিত্র নিয়ে অধরা বলেন, ‘দখিন দুয়ারে আমার চরিত্রের নাম খেয়া। মুক্তির পর দর্শক বুঝতে পারবেন এই সিনেমাটি এবং খেয়া চরিত্রটি কতটা চমকপ্রদ।’
জানুয়ারিতে এই সিনেমার প্রথম লটের শুটিং করেছিলেন অধরা। সে সময় কনকনে ঠান্ডায় শুটিং করেছিলেন। সেই অভিজ্ঞতা জানিয়ে অধরা বলেন, ‘নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি দৃশ্যের শুটিং ছিল। ঘন কুয়াশার মধ্যে আমরা শুট করেছি। কী যে ঠান্ডা ছিল, বলে বোঝাতে পারব না। সবাই জানেন ডায়মন্ড ভাই সব সময় বাস্তবচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এর জন্য কোনো ছাড় দিতে নারাজ তিনি। তাই সেই ঠান্ডার মাঝেই শুট করতে হয়েছে আমাদের। এখন আবার শুটিং হচ্ছে তীব্র রোদের মধ্যে। আসলে দর্শক যে রকম সিনেমা দেখতে চান, ঠিক তেমনই একটি সিনেমা দখিন দুয়ার।’
এ সিনেমার আগে অধরা অংশ নিয়েছিলেন ‘ঠোকর’-এর শুটিংয়ে। মাজহার বাবুর পরিচালনায় এ সিনেমায় তাঁর চরিত্রের নাম অধরা। চরিত্রটি নিয়ে বিশদ না বললেও এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করেননি বলে জানান তিনি।
‘দখিন দুয়ার’ সিনেমার শুট শেষে আবারও ‘ঠোকর’ সিনেমার কাজ শুরু করবেন অধরা। পাশাপাশি দুই ধরনের চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে অধরা বলেন, ‘চ্যালেঞ্জ তো আছেই, তবে পেশাদারত্বের কথা চিন্তা করে শিল্পীদের এই চ্যালেঞ্জটা নিতে হয়। চেষ্টা করছি নিজের সেরাটি দিয়ে চরিত্র দুটি ফুটিয়ে তুলতে।’
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে তাঁকে দেখা যাবে সীমান্ত এলাকার এক নেত্রীর ভূমিকায়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে