‘শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার’

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০৫: ২৭
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ২১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষা খাতে সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছে। স্কুল ও কলেজের নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নেও সরকার কাজ করছে। বছরের নতুন দিন সারা দেশের সব স্কুলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছে সরকার।

গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহী মহানগরীতেও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে, দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। শহরে তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে।

খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মেয়র আব্দুল হাদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন খাদেমুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

এর আগে স্কুল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র লিটন। ফলক উন্মোচনের পর দোয়া করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত