ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার অভিজাত এলাকার মাহাবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) সড়কে স্থানীয় সাংসদ, জেলা জজ, জেলা যুগ্ম জজ, পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাস। একাধিক সহকারী জজ, জ্যেষ্ঠ সহকারী জজও ভাড়া বাসায় থাকেন এই এলাকায়। বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর বাসাও রয়েছে সড়কটিতে। আবার পাশের সড়কে রয়েছে ঝিনাইদহ সার্কিট হাউস। কিন্তু এই সড়কটি দিয়ে নাক মুখ চেপে চলাচল করতে হয় চলাচলকারীদের।
রবিউল ইসলামের পাঁচ তলা বাসার ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই সড়কে প্রবেশ করে। এই পানি সড়কে জমে দুর্গন্ধ ছড়ায়। নোংরা পানি মাড়িয়ে পথচারী থেকে শুরু করে সবাইকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। এই অবস্থা দীর্ঘদিনের হলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘুরে দেখা গেছে, শহরের চাকলাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহম্মদ (বীর বিক্রম) সড়কটি তারেক মোড় থেকে বের হয়ে একটি নবগঙ্গা নদীতে মিশেছে। আরেকটি শাখা পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে চাকলাপাড়া হাটখোলা এলাকায় এসেছে। অন্য আরেকটি শাখা বিহারী পট্টি এলাকায় গিয়ে শেষ হয়েছে। এই সড়কগুলোর দুই পাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে। রয়েছে ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর বাসভবন।
এই সড়কেই রয়েছে একটি পাঁচ তলা ভবন। এটির মালিক শৈলকুপার রবিউল ইসলামের। গত ১১–১২ বছর আগে তিনি এই বাড়িটি নির্মাণ করেন। বাড়ির সামনে দুইটি উন্মুক্ত হাউস রয়েছে। বাড়ির পানি নিষ্কাশনের ভালো কোনো ব্যবস্থা নেই। যে কারণে সামনের ওই ছোট ট্যাংক থেকে পানি উপচে সড়কে পড়ছে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারীদের রবিউল ইসলামের বাসার সামনে এলেই দুর্গন্ধে নাক চেপে ধরত হয়।আমিরুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘গোটা বর্ষা মৌসুম এই সড়ক দিয়ে কষ্ট করে চলাচল করতে হয়। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে হাঁটাও যায় না। তারপরও উপায় না পেয়ে চলাচল করতে হয়।’
আরেক পথচারী রিপন কুমার বসু বলেন, ‘ময়লা পানি মাড়িয়ে চলতে হয় এই বাসার সামনে দিয়ে। এই স্থানে এলেই নাকমুখ চেপে ধরা ছাড়া উপায় থাকে না।’
জেলা জজ আদালতের নাজির শেখ মো. আব্দুল হালিম বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কেই জেলা ও দায়রা জজসহ বেশ কয়েকটি সরকারি কর্মকর্তার বাসভবন। যারা বাসা-বাড়ির ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করছেন।’
ভবনের মালিক রবিউল ইসলাম বলেন, ‘এলাকায় কোনো নালার ব্যবস্থা নেই। এ কারণে মাঝে মধ্যে হাউসে ছাপিয়ে গেলে পানি সড়কে চলে যায়।’
ঝিনাইদহ পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান কামাল উদ্দিন বলেন, ‘ওই এলাকাতে পৌরসভার কোনো নালা নেই। তবে নালা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার অভিজাত এলাকার মাহাবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) সড়কে স্থানীয় সাংসদ, জেলা জজ, জেলা যুগ্ম জজ, পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাস। একাধিক সহকারী জজ, জ্যেষ্ঠ সহকারী জজও ভাড়া বাসায় থাকেন এই এলাকায়। বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর বাসাও রয়েছে সড়কটিতে। আবার পাশের সড়কে রয়েছে ঝিনাইদহ সার্কিট হাউস। কিন্তু এই সড়কটি দিয়ে নাক মুখ চেপে চলাচল করতে হয় চলাচলকারীদের।
রবিউল ইসলামের পাঁচ তলা বাসার ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই সড়কে প্রবেশ করে। এই পানি সড়কে জমে দুর্গন্ধ ছড়ায়। নোংরা পানি মাড়িয়ে পথচারী থেকে শুরু করে সবাইকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। এই অবস্থা দীর্ঘদিনের হলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘুরে দেখা গেছে, শহরের চাকলাপাড়ার বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহম্মদ (বীর বিক্রম) সড়কটি তারেক মোড় থেকে বের হয়ে একটি নবগঙ্গা নদীতে মিশেছে। আরেকটি শাখা পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে চাকলাপাড়া হাটখোলা এলাকায় এসেছে। অন্য আরেকটি শাখা বিহারী পট্টি এলাকায় গিয়ে শেষ হয়েছে। এই সড়কগুলোর দুই পাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে। রয়েছে ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর বাসভবন।
এই সড়কেই রয়েছে একটি পাঁচ তলা ভবন। এটির মালিক শৈলকুপার রবিউল ইসলামের। গত ১১–১২ বছর আগে তিনি এই বাড়িটি নির্মাণ করেন। বাড়ির সামনে দুইটি উন্মুক্ত হাউস রয়েছে। বাড়ির পানি নিষ্কাশনের ভালো কোনো ব্যবস্থা নেই। যে কারণে সামনের ওই ছোট ট্যাংক থেকে পানি উপচে সড়কে পড়ছে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারীদের রবিউল ইসলামের বাসার সামনে এলেই দুর্গন্ধে নাক চেপে ধরত হয়।আমিরুল ইসলাম নামে এক পথচারী বলেন, ‘গোটা বর্ষা মৌসুম এই সড়ক দিয়ে কষ্ট করে চলাচল করতে হয়। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে হাঁটাও যায় না। তারপরও উপায় না পেয়ে চলাচল করতে হয়।’
আরেক পথচারী রিপন কুমার বসু বলেন, ‘ময়লা পানি মাড়িয়ে চলতে হয় এই বাসার সামনে দিয়ে। এই স্থানে এলেই নাকমুখ চেপে ধরা ছাড়া উপায় থাকে না।’
জেলা জজ আদালতের নাজির শেখ মো. আব্দুল হালিম বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কেই জেলা ও দায়রা জজসহ বেশ কয়েকটি সরকারি কর্মকর্তার বাসভবন। যারা বাসা-বাড়ির ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করছেন।’
ভবনের মালিক রবিউল ইসলাম বলেন, ‘এলাকায় কোনো নালার ব্যবস্থা নেই। এ কারণে মাঝে মধ্যে হাউসে ছাপিয়ে গেলে পানি সড়কে চলে যায়।’
ঝিনাইদহ পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান কামাল উদ্দিন বলেন, ‘ওই এলাকাতে পৌরসভার কোনো নালা নেই। তবে নালা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে