মুলাদী প্রতিনিধি
মুলাদীতে একটি সড়ক সংস্কারের কাজ ফেলে রাখা হয়েছে। এতে ধুলাবালিতে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র পথ মুলাদী-মৃধারহাট সড়ক। এই সড়ক দিয়ে সফিপুর মুন্সীরহাট, বাটামারা খেয়াঘাট, সোনামদ্দিন বন্দর, ব্যাপারীর হাট, মৃধারহাট, চরডুমুরীতল লঞ্চঘাট, আকন বাজারসহ বিভিন্ন স্থানের মানুষ যাতায়াত করেন। প্রতিদিন এই সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ি চলাচল করে।
এই সড়কের চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত ৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয় এবং যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশল দপ্তর ৭ কিলোমিটার সড়কের মাত্র আড়াই কিলোমিটার সংস্কারের ব্যবস্থা করেন। ২-৩ মাস আগে দরপত্র ও কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার আজকাল করে ১৫ দিন আগে সংস্কার কাজ শুরু করেন। পুরোনো পিচ তুলে সড়কটি খুঁড়ে রাখা হয়। ফলে সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচলের সময় এগুলোর যাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা ধুলোবালিতে ভোগান্তির শিকার হচ্ছেন।
চরকালেখান আদর্শ কলেজের শিক্ষক আব্দুল মজিদ খান বলেন, প্রতিদিন এই পথ দিয়ে লেগুনায় কলেজে যাতায়াত করতে হয়। রাস্তার ধুলোবালিতে লেগুনার যাত্রীদের কাপড়চোপড় লাল হয়ে হয়ে যায়। ধুলোবালির ভয়ে কোনো গাড়ি কার আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতা হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক নরোত্তম কুমার মণ্ডল বলেন, সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় গত রোববার খেজুরতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। অল্পের জন্য একটি বাচ্চা মেয়ে প্রাণে বেঁচে গেছে। সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করা প্রয়োজন।
ঠিকাদার মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, সংস্কার কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে রোলার আনা হয়েছিল। সেটায় অনেক সমস্যা দেখা দেওয়ায় পরিবর্তনের জন্য পাঠানো হয়েছে। তাই সড়কের খোয়া দেওয়ায় ও রোলিং করার কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া সড়কের পাশে পর্যাপ্ত পানি নেই। ফলে সড়কটি ভিজিয়ে জনভোগান্তি নিরসন করা যাচ্ছে না।
উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান জানান, চরডিক্রী মাদ্রাসা থেকে মিয়ারহাট পর্যন্ত ২ হাজার ৬৫৫ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। জনভোগান্তি নিরসনে ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে। এর পরেও কাজ ফেলে রাখলে ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদীতে একটি সড়ক সংস্কারের কাজ ফেলে রাখা হয়েছে। এতে ধুলাবালিতে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের একমাত্র পথ মুলাদী-মৃধারহাট সড়ক। এই সড়ক দিয়ে সফিপুর মুন্সীরহাট, বাটামারা খেয়াঘাট, সোনামদ্দিন বন্দর, ব্যাপারীর হাট, মৃধারহাট, চরডুমুরীতল লঞ্চঘাট, আকন বাজারসহ বিভিন্ন স্থানের মানুষ যাতায়াত করেন। প্রতিদিন এই সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ি চলাচল করে।
এই সড়কের চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত ৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয় এবং যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশল দপ্তর ৭ কিলোমিটার সড়কের মাত্র আড়াই কিলোমিটার সংস্কারের ব্যবস্থা করেন। ২-৩ মাস আগে দরপত্র ও কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার আজকাল করে ১৫ দিন আগে সংস্কার কাজ শুরু করেন। পুরোনো পিচ তুলে সড়কটি খুঁড়ে রাখা হয়। ফলে সড়কে লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচলের সময় এগুলোর যাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা ধুলোবালিতে ভোগান্তির শিকার হচ্ছেন।
চরকালেখান আদর্শ কলেজের শিক্ষক আব্দুল মজিদ খান বলেন, প্রতিদিন এই পথ দিয়ে লেগুনায় কলেজে যাতায়াত করতে হয়। রাস্তার ধুলোবালিতে লেগুনার যাত্রীদের কাপড়চোপড় লাল হয়ে হয়ে যায়। ধুলোবালির ভয়ে কোনো গাড়ি কার আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতা হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক নরোত্তম কুমার মণ্ডল বলেন, সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় গত রোববার খেজুরতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। অল্পের জন্য একটি বাচ্চা মেয়ে প্রাণে বেঁচে গেছে। সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করা প্রয়োজন।
ঠিকাদার মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, সংস্কার কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে রোলার আনা হয়েছিল। সেটায় অনেক সমস্যা দেখা দেওয়ায় পরিবর্তনের জন্য পাঠানো হয়েছে। তাই সড়কের খোয়া দেওয়ায় ও রোলিং করার কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া সড়কের পাশে পর্যাপ্ত পানি নেই। ফলে সড়কটি ভিজিয়ে জনভোগান্তি নিরসন করা যাচ্ছে না।
উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান জানান, চরডিক্রী মাদ্রাসা থেকে মিয়ারহাট পর্যন্ত ২ হাজার ৬৫৫ মিটার সড়ক সংস্কার করা হচ্ছে। জনভোগান্তি নিরসনে ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে। এর পরেও কাজ ফেলে রাখলে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে