বিনোদন ডেস্ক
মনোজ যোশি
প্রায় দুই যুগ আগে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন মনোজ যোশি। তবে বছর দশেক আগে শুরু করেছিলেন হিন্দি সিরিয়ালে অভিনয়। মারাঠি থিয়েটার দিয়েই তাঁর কর্মজীবন শুরু। কর্মশৈলী দিয়ে জায়গা করে নেন গুজরাট ও হিন্দি থিয়েটারে। ১৯৯৮ সাল থেকে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, বেশির ভাগই কমেডি চরিত্রে। পরিচালক প্রিয়দর্শনের বেশির ভাগ সিনেমাতেই তাঁকে দেখা যায়। ‘হাঙ্গামা’, ‘হালচাল’, ‘ধুম’, ‘ভাগাম ভাগ’, ‘ফির হেরা ফেরি’, ‘চুপ চুপ কে’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো যাঁরা দেখেছেন, তাঁরা জানেন কী দুর্দান্ত অভিনয় করেন তিনি। সিনেমা ও সিরিয়ালে সমানতালে বিভিন্ন চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
আসরানি
তাঁর সিনেমা ক্যারিয়ারের বয়স ৫০ বছরের বেশি। অভিনয় করেছেন ৩৫০টির বেশি হিন্দি সিনেমায়। তাঁকে বলিউডের অন্যতম সেরা কৌতুকাভিনেতা এবং চরিত্রাভিনেতা বললেও অত্যুক্তি হবে না। সিনেমায় চরিত্র হোক যেমন তেমন, জমিয়ে ফেলতে দেরি করেন না। প্রিয়দর্শনের প্রায় সবগুলো সিনেমাতেই আসরানি ছিলেন। তাঁর বয়স এখন ৮২। স্বাভাবিকভাবেই আর আগের মতো কাজ করা সম্ভব হচ্ছে না। তাঁকে শেষ দেখা গেছে গত বছর ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায়।
সৌরভ শুক্লা
‘জলি এলএলবি’ সিনেমায় মন জয় করেছিলেন ‘জাস্টিস সুন্দরলাল ত্রিপাঠী’ ওরফে সৌরভ শুক্লা। পার্শ্বচরিত্রে এসেও পর্দায় দেখা যায় তাঁর সপ্রতিভ অভিনয়-দৌড়। এরপর ‘পিকে’র সেই তপস্বী মহারাজ, ‘লাগে রাহো মুন্না ভাই’ সিনেমার বটুক মহারাজ। তিনিই আবার ‘বরফি’ সিনেমার সেই মজাদার পুলিশ অফিসার সুধাংশু দত্ত কিংবা ‘রেইড’-এর তাউজি। ভিন্ন ভিন্ন চরিত্রে এসে সৌরভ শুক্লা সৌরভ ছড়িয়েছেন নিয়মিতই। থিয়েটার থেকে অভিনয় শুরু। বলিউডে প্রায় ৩০ বছরের ক্যারিয়ার। শুধু অভিনয়ই কেন, পরিচালনা, লেখালেখি সবই করেছেন এবং করছেন সমানতালে।
বিজয় রাজ
‘ধামাল’ সিনেমায় তাঁর চরিত্রের ব্যাপ্তি ছিল বড়জোর পাঁচ-ছয় মিনিট। যেটুকু সময় তিনি পর্দায় ছিলেন, হাসির বন্যা বয়ে গেছে। তাঁর একেকটা সংলাপ, এক্সপ্রেশন লুফে নিয়েছেন দর্শক। ‘ধামাল’ মুক্তি পেয়েছিল ১৫ বছর আগে, এখনো সিনেমাটার কথা ভাবলে সবার আগে বিজয় রাজের ওই কন্ট্রোলরুম থেকে দেওয়া সংলাপ আর সিকোয়েন্সগুলোর কথাই মনে পড়ে। এই মানুষটাকে নির্মাতারা শুধু কমেডিয়ান বানিয়ে রেখেছেন অনেকগুলো বছর ধরে। অথচ ‘গাললি বয়’-এর মতো সিনেমায় অল্প সময়ে সিরিয়াস চরিত্রে কী দুর্দান্ত অভিনয়টাই না করেছেন তিনি! কিংবা ‘কালাকান্দি’, ‘দেড় ইশকিয়া’ বিজয় রাজের মেধার আরও কিছু নমুনা। বলিউডের ক্যারিয়ার হয়ে গেল প্রায় ২৩ বছর। সামনে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাতেও দেখা যাবে। ট্রেলারে অল্প সময়ের উপস্থিতি নিয়েই চলছে ব্যাপক আলোচনা।
আরও আছেন
এ ছাড়া পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনেতার এই তালিকায় রয়েছেন কে কে মেনন, যশপাল শর্মা, নিরাজ কবি, আশুতোষ রানা, রাজেশ শর্মা, ব্রিজেন্দ্র কালা, পবন মালহোত্রা, অতুল কুলকার্নি, ভিপিন শর্মা, পিতোবাস ত্রিপাঠি, আন্নু কাপুর, রজত কাপুর, আদিত্য শ্রীবাস্তব, সায়াজি শিন্ডে, মোহন আগাশে, বিনয় পাঠক, জিশান আইয়ুবদের মতো অভিনেতারা।
মনোজ যোশি
প্রায় দুই যুগ আগে বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন মনোজ যোশি। তবে বছর দশেক আগে শুরু করেছিলেন হিন্দি সিরিয়ালে অভিনয়। মারাঠি থিয়েটার দিয়েই তাঁর কর্মজীবন শুরু। কর্মশৈলী দিয়ে জায়গা করে নেন গুজরাট ও হিন্দি থিয়েটারে। ১৯৯৮ সাল থেকে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, বেশির ভাগই কমেডি চরিত্রে। পরিচালক প্রিয়দর্শনের বেশির ভাগ সিনেমাতেই তাঁকে দেখা যায়। ‘হাঙ্গামা’, ‘হালচাল’, ‘ধুম’, ‘ভাগাম ভাগ’, ‘ফির হেরা ফেরি’, ‘চুপ চুপ কে’, ‘ভুল ভুলাইয়া’, ‘বিল্লু’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো যাঁরা দেখেছেন, তাঁরা জানেন কী দুর্দান্ত অভিনয় করেন তিনি। সিনেমা ও সিরিয়ালে সমানতালে বিভিন্ন চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
আসরানি
তাঁর সিনেমা ক্যারিয়ারের বয়স ৫০ বছরের বেশি। অভিনয় করেছেন ৩৫০টির বেশি হিন্দি সিনেমায়। তাঁকে বলিউডের অন্যতম সেরা কৌতুকাভিনেতা এবং চরিত্রাভিনেতা বললেও অত্যুক্তি হবে না। সিনেমায় চরিত্র হোক যেমন তেমন, জমিয়ে ফেলতে দেরি করেন না। প্রিয়দর্শনের প্রায় সবগুলো সিনেমাতেই আসরানি ছিলেন। তাঁর বয়স এখন ৮২। স্বাভাবিকভাবেই আর আগের মতো কাজ করা সম্ভব হচ্ছে না। তাঁকে শেষ দেখা গেছে গত বছর ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায়।
সৌরভ শুক্লা
‘জলি এলএলবি’ সিনেমায় মন জয় করেছিলেন ‘জাস্টিস সুন্দরলাল ত্রিপাঠী’ ওরফে সৌরভ শুক্লা। পার্শ্বচরিত্রে এসেও পর্দায় দেখা যায় তাঁর সপ্রতিভ অভিনয়-দৌড়। এরপর ‘পিকে’র সেই তপস্বী মহারাজ, ‘লাগে রাহো মুন্না ভাই’ সিনেমার বটুক মহারাজ। তিনিই আবার ‘বরফি’ সিনেমার সেই মজাদার পুলিশ অফিসার সুধাংশু দত্ত কিংবা ‘রেইড’-এর তাউজি। ভিন্ন ভিন্ন চরিত্রে এসে সৌরভ শুক্লা সৌরভ ছড়িয়েছেন নিয়মিতই। থিয়েটার থেকে অভিনয় শুরু। বলিউডে প্রায় ৩০ বছরের ক্যারিয়ার। শুধু অভিনয়ই কেন, পরিচালনা, লেখালেখি সবই করেছেন এবং করছেন সমানতালে।
বিজয় রাজ
‘ধামাল’ সিনেমায় তাঁর চরিত্রের ব্যাপ্তি ছিল বড়জোর পাঁচ-ছয় মিনিট। যেটুকু সময় তিনি পর্দায় ছিলেন, হাসির বন্যা বয়ে গেছে। তাঁর একেকটা সংলাপ, এক্সপ্রেশন লুফে নিয়েছেন দর্শক। ‘ধামাল’ মুক্তি পেয়েছিল ১৫ বছর আগে, এখনো সিনেমাটার কথা ভাবলে সবার আগে বিজয় রাজের ওই কন্ট্রোলরুম থেকে দেওয়া সংলাপ আর সিকোয়েন্সগুলোর কথাই মনে পড়ে। এই মানুষটাকে নির্মাতারা শুধু কমেডিয়ান বানিয়ে রেখেছেন অনেকগুলো বছর ধরে। অথচ ‘গাললি বয়’-এর মতো সিনেমায় অল্প সময়ে সিরিয়াস চরিত্রে কী দুর্দান্ত অভিনয়টাই না করেছেন তিনি! কিংবা ‘কালাকান্দি’, ‘দেড় ইশকিয়া’ বিজয় রাজের মেধার আরও কিছু নমুনা। বলিউডের ক্যারিয়ার হয়ে গেল প্রায় ২৩ বছর। সামনে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাতেও দেখা যাবে। ট্রেলারে অল্প সময়ের উপস্থিতি নিয়েই চলছে ব্যাপক আলোচনা।
আরও আছেন
এ ছাড়া পার্শ্বচরিত্রে অনবদ্য অভিনেতার এই তালিকায় রয়েছেন কে কে মেনন, যশপাল শর্মা, নিরাজ কবি, আশুতোষ রানা, রাজেশ শর্মা, ব্রিজেন্দ্র কালা, পবন মালহোত্রা, অতুল কুলকার্নি, ভিপিন শর্মা, পিতোবাস ত্রিপাঠি, আন্নু কাপুর, রজত কাপুর, আদিত্য শ্রীবাস্তব, সায়াজি শিন্ডে, মোহন আগাশে, বিনয় পাঠক, জিশান আইয়ুবদের মতো অভিনেতারা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে