জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে হাওর থেকে উদ্ধার করা লাশ দাফনের আট ঘণ্টা পর জানা গেল এটি ডালিমের নয়। গত মঙ্গলবার রাতে মাটি চাপা অবস্থায় ডালিমের গলাকাটা লাশ উদ্ধারের পর বিষয়টি স্পষ্ট হয়। তবে দ্বিতীয়বার ‘ডালিম’র লাশ উদ্ধার হওয়া নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। বিল থেকে উদ্ধার হওয়া লাশটি কার—এ প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটেরছটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ডালিম আহমদ (২২) ৫ মার্চ নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরদিন ৬ মার্চ বাচ্চু মিয়া জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ৭ মার্চ বিকেল তিনটার দিকে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ তদন্তে যায়। এ সময় পুলিশ ঘাটেরছটি বিলের তারেকের পুকুরে পা বাঁধা একটি লাশের সন্ধান পায়।
লাশটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা ও ডালিমের বাবা সেটিকে ডালিমের লাশ বলে শনাক্ত করেন। পুলিশ অধিকতর তদন্তের জন্য উদ্ধার করা লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ৮ মার্চ বুধবার বিকেল সাড়ে ৪টায় চিকনাগুল এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে লাশ দাফন করা হয়।
এদিকে পুলিশ হত্যারহস্য উদ্ঘাটনে ওই রাতেই তদন্তে নামে। একপর্যায়ে রাত ১০টার দিকে ঘাটেরচটি নয়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় একটি লাশের সন্ধান পায় পুলিশ। লাশের পাশ থেকে ছোরা, গেঞ্জি ও একটি প্যান্ট উদ্ধার করে পুলিশ।
মাটিচাপা লাশ উদ্ধারের পর বিভিন্ন আলামত বিশ্লেষণ করে সেটিকে নিখোঁজ ডালিমের বলে শনাক্ত করে পুলিশ। এদিকে ডালিমের বাবা ও নিকট আত্মীয়রাও এটি নিখোঁজ ডালিমের লাশ বলে পুনরায় শনাক্ত করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘নিখোঁজের বাবা বাচ্চু মিয়া ও নিকট আত্মীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের পর বিলের পুকুর থেকে উদ্ধারকৃত লাশ ডালিমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডালিম হত্যার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করতে যায় পুলিশ। ঘাটেরচটি নয়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে অনুসন্ধান চালানোর সময় মাটি চাপা অবস্থায় গলাকাটা লাশ পাওয়া যায়। পরে লাশ, গেঞ্জি, প্যান্ট উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘নিহতের ফিঙ্গার যাচাই করে জানতে পারি, মাটি চাপা অবস্থায় উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ ডালিমের। অপরদিকে হাওরের পুকুর থেকে উদ্ধার করা লাশটি ডালিমের নয়। দাফন করা অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে।’
জৈন্তাপুরে হাওর থেকে উদ্ধার করা লাশ দাফনের আট ঘণ্টা পর জানা গেল এটি ডালিমের নয়। গত মঙ্গলবার রাতে মাটি চাপা অবস্থায় ডালিমের গলাকাটা লাশ উদ্ধারের পর বিষয়টি স্পষ্ট হয়। তবে দ্বিতীয়বার ‘ডালিম’র লাশ উদ্ধার হওয়া নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। বিল থেকে উদ্ধার হওয়া লাশটি কার—এ প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটেরছটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ডালিম আহমদ (২২) ৫ মার্চ নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরদিন ৬ মার্চ বাচ্চু মিয়া জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ৭ মার্চ বিকেল তিনটার দিকে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ তদন্তে যায়। এ সময় পুলিশ ঘাটেরছটি বিলের তারেকের পুকুরে পা বাঁধা একটি লাশের সন্ধান পায়।
লাশটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা ও ডালিমের বাবা সেটিকে ডালিমের লাশ বলে শনাক্ত করেন। পুলিশ অধিকতর তদন্তের জন্য উদ্ধার করা লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ৮ মার্চ বুধবার বিকেল সাড়ে ৪টায় চিকনাগুল এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে লাশ দাফন করা হয়।
এদিকে পুলিশ হত্যারহস্য উদ্ঘাটনে ওই রাতেই তদন্তে নামে। একপর্যায়ে রাত ১০টার দিকে ঘাটেরচটি নয়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় একটি লাশের সন্ধান পায় পুলিশ। লাশের পাশ থেকে ছোরা, গেঞ্জি ও একটি প্যান্ট উদ্ধার করে পুলিশ।
মাটিচাপা লাশ উদ্ধারের পর বিভিন্ন আলামত বিশ্লেষণ করে সেটিকে নিখোঁজ ডালিমের বলে শনাক্ত করে পুলিশ। এদিকে ডালিমের বাবা ও নিকট আত্মীয়রাও এটি নিখোঁজ ডালিমের লাশ বলে পুনরায় শনাক্ত করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘নিখোঁজের বাবা বাচ্চু মিয়া ও নিকট আত্মীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের পর বিলের পুকুর থেকে উদ্ধারকৃত লাশ ডালিমের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডালিম হত্যার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করতে যায় পুলিশ। ঘাটেরচটি নয়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে অনুসন্ধান চালানোর সময় মাটি চাপা অবস্থায় গলাকাটা লাশ পাওয়া যায়। পরে লাশ, গেঞ্জি, প্যান্ট উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘নিহতের ফিঙ্গার যাচাই করে জানতে পারি, মাটি চাপা অবস্থায় উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ ডালিমের। অপরদিকে হাওরের পুকুর থেকে উদ্ধার করা লাশটি ডালিমের নয়। দাফন করা অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে