Ajker Patrika

বরিশালে দুই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা অস্বস্তিতে

খান রফিক, বরিশাল
বরিশালে দুই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা অস্বস্তিতে

বরিশালের ছয়টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থী দেবে, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত দলের নেতা-কর্মীরা। কিন্তু দুটি আসন এবারও শরিকদের ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে দলের সম্ভাব্য প্রার্থীরা অস্বস্তিতে রয়েছেন। আসন দুটি হচ্ছে বরিশাল-৩ এবং বরিশাল-৬। আওয়ামী লীগ বারবার জোট কিংবা মহাজোটের শরিকদেরই আসন দুটি ছেড়ে দিয়েছে। এবারও আসন দুটিতে ভাগ বসাতে চায় জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ। এ নিয়ে নানা সমীকরণ ঘুরপাক খাচ্ছে স্থানীয় নেতা-কর্মী এবং ভোটারদের মধ্যে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। গত শুক্রবার দুপুর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন এ আসনে নৌকার মনোনয়ন পাচ্ছেন। তার পরও স্বস্তিতে নেই উপজেলা আওয়ামী লীগ। কেননা, ২০০৮ সালে মহাজোটের কারণে আসনটি পায় জাপা।

২০১৪ সালে এটি চলে যায় শরিক দল ওয়ার্কার্স পার্টির ঘরে। ২০১৮ সালে ওয়ার্কার্স পার্টি নৌকার টিকিট পেলেও এমপি নির্বাচিত হন জাপার গোলাম কিবরিয়া টিপু। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক মিলন বলেন, ১৯৭৩ সাল থেকে এ আসনে আওয়ামী লীগের এমপি না থাকায় দল দুর্বল হচ্ছে।

বরিশাল-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান বলেন, ‘এ আসনে জোট-মহাজোট নিয়ে আমরা অস্বস্তিতে আছি। এখানে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন দেওয়া হলেও জোটের ক্ষেত্রে বারবার শরিকেরা সুযোগ পাচ্ছেন।’ তিনি বলেন, নৌকায় মনোনয়ন পেলে তিনি এক ধরনের চিন্তা করবেন। কিন্তু মনোনয়ন না পেলে অন্য চিন্তা করবেন।

বরিশাল-৬ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের শরিক জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বাকেরগঞ্জে তাঁর চেয়ে যোগ্য প্রার্থী নেই। গত ১৫ বছর ধরে বাকেরগঞ্জে জাপার এমপির জনসমর্থন তলানিতে। এবার জাপা আর সুযোগ পাবে বলে মনে হয় না।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, বাবুগঞ্জ-মুলাদী এবং বাকেরগঞ্জে তাঁদের যোগ্য নেতা আছেন। তাঁরা এমপি হওয়ার আশা করতেই পারেন। জোটের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

আইসিসির শাস্তি নিয়ে খেলতে নামা পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত