টম ক্রুজের নতুন মিশন ইম্পসিবল

বিনোদন ডেস্ক
Thumbnail image

হলিউড অভিনেতা টম ক্রুজ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মিশন: ইম্পসিবল’। এই সিরিজ সিনেমার সপ্তম পর্বের ট্রেলার প্রকাশের পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ক্রুজভক্তরা। অবশেষে ১২ জুলাই সারা বিশ্বে মুক্তি পেল ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

‘মিশন: ইম্পসিবল’ সিরিজে টম ক্রুজের দেখা মেলে এজেন্ট ইথান হান্ট চরিত্রে। ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে যাচ্ছেন ক্রুজ। কখনো অতিমারির হাত থেকে বিশ্বকে বাঁচিয়েছে, আবার কখনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বানচাল করেছে ইথান হান্ট।

টম ক্রুজের সিনেমায় প্রতিবারই থাকে কিছু নতুন চমক। অভিনয়ের জন্য যথেষ্ট পরিকল্পনা আর সময় নিয়েই মাঠে নামেন ৬০ বছর বয়সী এ অভিনেতা। উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়ে, পাহাড় বেয়ে কিংবা বুর্জ খলিফার মতো উঁচু ভবন থেকে খালি হাতে নেমে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবারও তিনি খাড়া পর্বতের ওপর থেকে বাইক নিয়ে ঝাঁপ দিয়েছেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোটরসাইকেলের দৃশ্যটি শুটিংয়ের প্রথম দিনই ধারণ করা হয়। অবশ্য শুটিংয়ের প্রস্তুতি পর্বে তাঁকে প্রায় ১৩ হাজার বার বাইক নিয়ে ঝাঁপ দিতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে টম ক্রুজ বলেন, ‘স্টান্টের দৃশ্যটি নিয়ে নির্মাতা দ্বিধাগ্রস্ত ছিলেন। এমনকি স্ক্রিপ্ট বদলানোর মতো কথাও হয়েছে। শুধু স্টান্ট নয়, স্কাই ডাইভও নিখুঁত করতে কমপক্ষে ৫০০ বার প্র্যাকটিস করেছি।’

‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং’ মুক্তি পাবে দুই অংশে। মুক্তি পাওয়া প্রথম অংশটি এ সিরিজের সময় ও বাজেটের দিক থেকে সর্বাধিক। খরচ হয়েছে ২৯০ মিলিয়ন ডলার। ক্রিস্টোফার ম্যাককুয়ারির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ ও রেবেকা ফার্গুসন।

‘মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালে। হলিউড রিপোর্টার বলছে, প্রথম সপ্তাহ শেষে এ সিনেমার আয় দাঁড়াবে ৯ কোটি ডলার, যা ক্রুজের আগের আয়ের রেকর্ড ভাঙবে। গত বছর মুক্তি পাওয়া টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’ বিশ্বব্যাপী আয় করেছে ১৫০ কোটি ডলারের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত