মেয়েদের খুশি করতেই ঢাকায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯: ০৫
Thumbnail image

ঢাকায় বাবার সঙ্গে ঈদ করতে চেয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীর দুই মেয়ে রাবিয়াহ ও আরিশা। মেয়েদের খুশি করতেই তাদের ইচ্ছাপূরণে ঢাকায় এসেছেন শ্রাবন্তী। ঈদের দুই দিন আগে ঢাকায় পৌঁছেছেন তারা। শ্রাবন্তী বললেন, ‘আমার দুই মেয়ের ইচ্ছে, তারা এবার বাবার সঙ্গে ঈদ করবে। তাই তাদের বাবার সঙ্গে যোগাযোগ করেই ঈদের আগে ঢাকায় চলে এলাম। বাচ্চারা বাবার সঙ্গে ঈদ করে ভীষণ খুশি। সন্তানের সুখই তো আমাদের সুখ। দিন শেষে যা কিছুই করি না কেন, আমরা সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য চিন্তা করেই করি। আমার দুই কন্যা রাবিয়াহ ও আরিশা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টাই করছি। আমি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করি। সেখানে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। তাদের ঘিরেই আমার সময় কাটে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে বিয়ে হলেও টেকেনি সেই সংসার। দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন শ্রাবন্তী। খোরশেদ আলম থাকেন ঢাকায়। দেশে এসে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ এবং বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমা দুটি দেখেছেন শ্রাবন্তী। দুটো সিনেমা দেখেই তিনি ভীষণ উচ্ছ্বসিত। জানিয়েছেন আগামী মাসেই ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। ইচ্ছা ছিল দেশের নাটকে অভিনয় করার। কিন্তু সময় করতে পারছেন না এবার। আগামীবার অন্তত একটি নাটকের জন্য হলেও শুটিংয়ের প্রস্তুতি নিয়ে দেশে আসার ইচ্ছা আছে শ্রাবন্তীর।

বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত