পাউরুটি বানানোর টিপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬: ২৪
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৪

ইলেকট্রিক ওভেনে বাসাতেই পাউরুটি বানানো যায়। যা মেনে চলতে পারেন:

১. ফ্রেশ, ফাস্ট-অ্যাকটিং ড্রাইড ও অ্যাকটিভ ড্রাইড এই তিন ইস্টের কোনটি রেসিপিতে আছে, তা দেখে নিন।

২.  পুরোনো নয় টাটকা ইস্ট ব্যবহার করুন।

৩.  পাউরুটি ভালো ফোলার জন্য গ্লুটেনযুক্ত আটা ব্যবহার করুন। এর মাত্রা যত বেশি হবে, রুটি তত বেশি ফুলবে।

৪.  রেসিপিতে দুধের কথা উল্লেখ থাকলে দুধ হালকা গরম করে তারপর ব্যবহার করুন।

৫.  আঠালো ভাব কমাতে পাউরুটির ডো-টা ১০ মিনিটের জন্য রেখে দিন।

সূত্র: হার্ট ম্যাটার্স

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত