Ajker Patrika

তদন্তে গাফিলতির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ৪১
তদন্তে গাফিলতির অভিযোগ

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সঙ্গে দ্রুত চার্জশিট দেওয়ারও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে নিহতের পরিবার এ সংবাদ সম্মেলন করেন। এ সময় নিহতের ছোট বোন খন্দকার ফাদওয়ানা ইসলাম কলি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন রেদওয়ানা ইসলাম। পরে ২৭ মার্চ দুপুরে রেদওয়ানার লাশ উদ্ধার করা হয়। পরের দিন ২৮ মার্চ নিহতের ছোট ভাই খন্দকার আরশাদুল আবিদ বাদী হয়ে রেদওয়ানার স্বামী মিজানকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। এর পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। পরে গত বছরের ২০ মার্চ দেলোয়ার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিনেও এ হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, বর্তমানে এ মামলাটি তদন্ত করেছে সিআইডি। এ মামলার তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে চার্জশিট দিতে দেরি হচ্ছে। এ অবস্থায় রেদওয়ানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে হকে কি না তা সংশ্রয় প্রকাশ করেন ফাদওয়ানা। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যথাযথ তদন্তের দাবি জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানান।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মো. বাবর আলী বলেন, মামলাটির এখনো সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। আর নিহতের স্বামীর রিমান্ড চলছে। এ মামলায় কোনো গাফিলতি হয়নি। বরং বাদীপক্ষের লোকজনই আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত