উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২০৫০ জনের নিয়োগের বিজ্ঞপ্তিটি আসলে প্রতারণা 

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৯: ১৫
আপডেট : ১৫ জুন ২০২৪, ১৩: ৪৮

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দুই হাজারের বেশি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ফেসবুকে স্পনসরড পোস্ট আকারে ব্যাপক ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা পরিদর্শক, কমিউনিটি ম্যানেজার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন পরিদর্শক, কেন্দ্র প্রধান, অফিস সহকারী, ওয়ার্ড ভিজিটর নামে সাতটি পদে ২ হাজার ৫০ জনকে গ্রাম ও শহর পর্যায়ে ফ্যামিলি প্লানিং, পরিবার পরিকল্পনা, পুষ্টি, কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য পুরুষ ও নারীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুনের মধ্যে ছবি, পদের নাম ও মোবাইল নম্বরসহ সিভি বা জীবন বৃত্তান্ত একটি ইমেইলে পাঠাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র (Uhafpc) নামের ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তিটি গত ২৭ এপ্রিল পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১০ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, পোস্টটি শেয়ার হয়েছে ১ হাজার ৪০০। কমেন্ট পড়েছে ২ হাজারের বেশি। এসব কমেন্টে অনেক ফেসবুক ব্যবহারকারী নিজ নিজ জেলায় জানতে চেয়ে মন্তব্য করেছেন। মন্তব্যের বিপরীতে পেজটি থেকে উত্তর দিয়ে সিভি বা জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হচ্ছে।

বিজ্ঞপ্তিটি প্রচারকারী ‘Uhafpc’ পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, পেজ কর্তৃপক্ষ নিজেদের বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে দাবি করেছে। পেজটিতে যোগাযোগের জন্য কেবল একটি ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে। পেজটির পেজ ট্রান্সপারেন্সি বিভাগ ঘুরে দেখা যায়, ২০২৩ সালের ২৪ জুলাই পেজটি চালু করা হয়। বর্তমানে পেজটি থেকে ফেসবুকে বিজ্ঞাপন চালানো হচ্ছে। পেজটি চালুর পর থেকে আজ শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাত্র তিনটি পোস্ট করা হয়েছে। এর মধ্যে গত ২৭ এপ্রিল এবং ২০ মার্চ দেওয়া দুটি পোস্টেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত ভাইরাল বিজ্ঞপ্তিটি হুবহু পাওয়া যায়। 

গত ২৭ এপ্রিল পোস্ট করা বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটির সূত্র হিসেবে গত ৩১ মে প্রকাশিত দৈনিক নয়া দিগন্তের ৪ নম্বর পাতা ও দৈনিক ভোরের কাগজের ৫ নম্বর পাতা উল্লেখ করা হয়েছে। আবার ২০ মার্চে পোস্ট করা বিজ্ঞপ্তিটির সূত্র হিসেবে গত ২০ মে প্রকাশিত দৈনিক নয়া দিগন্তের ৪ নম্বর পাতা ও দৈনিক ভোরের কাগজের ৫ নম্বর পাতা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মার্চ ও এপ্রিলে পোস্ট করা দুটি বিজ্ঞপ্তিতেই সূত্র উল্লেখ করা হয়েছে প্রায় এক মাস পরে মে মাসে প্রকাশিত দুটি পত্রিকাকে সংখ্যাকে। যা নিয়োগ বিজ্ঞপ্তি দুটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। 

একই বিজ্ঞপ্তি তারিখ বদলিয়ে গত মার্চেও পোস্ট করা হয় ফেসবুকেপোস্ট দুটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায়, দুটি পোস্টই একাধিকবার সম্পাদনা করা হয়েছে। এর মধ্যে ২৭ এপ্রিলের পোস্টটি সবশেষ গত রোববার (২ জুন) সম্পাদনা করে একটি ছবি যুক্ত করা হয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরিতে খুঁজে দেখা যায়, বিজ্ঞপ্তি প্রচারকারী ‘Uhafpc’ পেজটি গত শনিবার (১ জুন) থেকে ভাইরাল নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেসবুকে বিজ্ঞাপন হিসেবে প্রচার করছে। 

পরে কথিত ‘Uhafpc’ এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থাটি সম্পর্কে জানতে প্রাসঙ্গিক একাধিক প্রক্রিয়া অনুসরণ করেও সংস্থাটি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। যদিও ভাইরাল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়েছে, সংস্থাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদানপ্রাপ্ত। 

তাই বিজ্ঞপ্তিটির অধিকতর সত্যতা যাচাইয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘আমি তো ছুটিতে, তাই আমার বলার উপায় নেই। তবে এটা ফেইক হতে পারে।’ 

একই প্রসঙ্গে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক (কার্যক্রম) মো. সেলিম হোসেন বলেন, ‘এটা ভুয়া, আমিও দেখেছি। আমার অফিস থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।’ 

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র (Uhafpc) একটি ভুয়া প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ২ হাজার ৫০ জনকে নিয়োগের ভাইরাল বিজ্ঞপ্তিটিও ভুয়া ও প্রতারণামূলক। 

প্রসঙ্গত, ইমেইলের মাধ্যমে চাকরির আবেদন নিয়ে প্রতারণার এমন ঘটনা আগেও দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে। এমন প্রতারণা নিয়ে এর আগেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। যেমন, গত এপ্রিলে সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্র নামে কথিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় ৭৫০ জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল হয়। এ বিজ্ঞপ্তিতেও যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ইমেইল। 

এছাড়া সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম সিলেট ভিউয়ের ওয়েবসাইটে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজ্ঞপ্তিটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ‘medical 69 collage. [email protected]’ নামে একটি ইমেইলে সিভি পাঠাতে বলা হয়। এই ঘটনায় ওই সময় থানায় সাধারণ ডায়েরি করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

ফ্যাক্টচেক সম্পর্কিত আরও খবর পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত