এটিই কি বিশ্বের প্রথম ক্যামেরা

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১: ২০

ফেসবুকে প্রায় সময়ই একটি বিশাল আকারের ক্যামেরার ছবি প্রচার করে দাবি করা হয়, এটি ১৮১৪ সালে নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা। বিভিন্ন সময় ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

অনুসন্ধানে দেখা যাচ্ছে, ক্যামেরার এ ছবিটি পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরার নয় এবং এটি ১৮১৪ সালেও তৈরি করা হয়নি।  

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে ক্যামেরাটির নাম বলা হয়েছে— ম্যামথ ক্যামেরা ২। 

ওয়েবসাইটটি থেকে পাওয়া এ তথ্যের সূত্রে পরবর্তী অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা হিস্ট্রিকাল সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পুলম্যানে দ্য অল্টন লিমিটেড নামে একটি ট্রেন তৈরি করা হয়। ট্রেনটির ছবি তোলার জন্য জর্জ আর লরেন্স নামে একজন ফটোগ্রাফারকে দায়িত্ব দেওয়া হয়। এ উদ্দেশ্যে ক্যামেরা নির্মাতা জেএ অ্যান্ডারসন ১ হাজার ৪০০ পাউন্ড (৬৩৫ কেজি) ওজনের বিশাল এই ক্যামেরাটি তৈরি করেন। 

ট্রেনের ছবি তোলার জন্য ১৯০০ সালে নির্মিত ক্যামেরা।  ছবি: ইন্ডিয়ানা হিস্ট্রিকাল সোসাইটিযুক্তরাষ্ট্রের সুপ্রাচীন পত্রিকা দ্য ব্রুকলিন ডেইলি ঈগলে ১৯০১ সালের ৪ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনেও আলোচিত ক্যামেরার ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ক্যামেরাটি শিকাগো ও যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মাঝে চলাচলকারী ট্রেনের ছবি তুলতে তৈরি করা হয়েছিল।  

এসব তথ্য–উপাত্ত বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, ক্যামেরার যে ছবিটিকে পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা বলে দাবি করা হচ্ছে, সেটি মূলত ১৯০০ সালে শিকাগোর বিখ্যাত ক্যামেরা কারিগর জেএ অ্যান্ডারসনের তৈরি এবং এই ক্যামেরাটি ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা।

পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা সম্পর্কে যা জানা যায়
যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হ্যারি র‍্যানসম রিসার্চ সেন্টারের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যমতে, ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফর ১৮১৬ সালে পৃথিবীর প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন। 

এছাড়া ন্যাসভিলে ফিল্ম ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধ থেকে জানা যায়, ইতিহাসবিদদের মতে, ১৮১৬ সালে পৃথিবীর সর্বপ্রথম ফটোগ্রাফিক ক্যামেরা উদ্ভাবন করেন ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফর নিয়েপস। এই ক্যামেরা ব্যবহার করে ১৮২৬ সালের কাছাকাছি কোনো সময়ে তিনি পৃথিবীর সবচেয়ে পুরোনো ছবিটি ধারণ করেন। যেটি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে। 

সিদ্ধান্ত
১৮১৪ সালে নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা দাবিতে যে ছবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে সেখানে তথ্যগত ভুল রয়েছে। ছবিটিতে যে ক্যামেরার কথা বলা হচ্ছে সেটি আসলে ১৯০০ সালে তৈরি। এটি তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের পুলম্যানে দ্য অল্টন লিমিটেড নামক ট্রেনের ছবি তোলার জন্য। বিশ্বের প্রথম ক্যামেরা উদ্ভাবিত হয় ১৮১৬ সালে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত