ফ্যাক্টচেক ডেস্ক
দীর্ঘদিন ধরে ভারত সরকারের আশ্রয়ে থাকা বাংলাদেশের আলোচিত–সমালোচিত লেখক তসলিমা নাসরিন মারা গেছেন দাবিতে ফেসবুকে একটি দাবি ভাইরাল হয়েছে। বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টিভির নামে খোলা একটি ফেসবুক গ্রুপে আজ দুপুর দেড়টায় ইসমাইল হোসেন নামের অ্যাকাউন্টে এমন দাবি পোস্টা করা হয়। ঘণ্টাতিনেকের ব্যবধানে ২ হাজার রিয়েকশন পেয়েছে ওই পোস্ট, শেয়ার হয়েছে প্রায় দেড়শ। আরো অনেক অ্যাকাউন্ট ও পেজেও তাঁর মৃত্যুর দাবি পোস্ট করা হয়।
কোনো কোনো পোস্টে দাবিটির পক্ষে সূত্র হিসেবে দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার লিঙ্ক ও ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সময়ের কণ্ঠস্বর পত্রিকার ফটোকার্ডটিতে লেখা, ‘মারা গেছেন তসলিমা নাসরিন!’ । ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২১ অক্টোবর।
দাবিটি যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে গতকাল সোমবার রাতে প্রকাশিত দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিবেদন দুটি খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পত্রিকা দুটিতে তসলিমা নাসরিনকে নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম, ‘ফেসবুকের ভাষ্য, মারা গেছেন তসলিমা নাসরিন!’
প্রতিবেদনে বলা হয়, তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাকে ‘মৃত’ হিসেবে দেখা গেছে। অর্থাৎ তার প্রোফাইলে ঢুকলেই লেখা আসছে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’। সোমবার তসলিমা নাসরিনের অ্যাকাউন্টে গিয়ে আইডিটি ‘রিমেম্বারিং’ দেখা গেছে। তবে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি অ্যাকটিভ রয়েছে। রাত ৯টার দিকেও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
‘রিমেম্বারিং’ ফেসবুকের বিশেষ ফিচার। কোনো ব্যক্তি মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রক্রিয়া মেনে আবেদন করলে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে এই ফিচার যুক্ত করে দেয়। এই ধরনের অ্যাকাউন্টকে ‘মেমোরাইজড প্রোফাইল’ বলা হয়।
তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্টে এখনও ‘রিমেম্বারিং’ পাওয়া যাচ্ছে। তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় একটি টুইট পাওয়া যায়, যেখানে মেটা ও ফেসবুক কর্তৃপক্ষকে মেনশন করে তসলিমা লিখেছেন, ‘তিনি বেঁচে আছেন। কিন্তু মেটা তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি মেমোররাইজড প্রোফাইল হিসেবে রিমেম্বারিং করে দিয়েছে।’
টুইটে তিনি মেটার কাছে ‘রিমেম্বারিং’ ফিচারটি সরিয়ে দেওয়ার অনুরোধ করেন।
এর আগে গতকাল দেওয়া আরেকটি টুইটে তসলিমা লেখেন, ‘ফেসবুক আমাকে মৃত হিসেবে স্মরণ করছে। আজ (গতকাল সোমবার) সকালে ফেসবুক আমাকে মেরে ফেলেছে। যদিও আমি বেঁচে আছি।’
বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর দীর্ঘদিন ধরে ভারত সরকারের আশ্রয়ে আছেন তসলিমা নাসরিন। সম্প্রতি তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হলেও সেটি নবায়ন হয়নি। এ নিয়ে লেখিকার কপালে ভাঁজ পরেছে। আর তাই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে থাকতে দেওয়ার অনুরোধ করে গতকাল আরও একটি টুইট করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তাঁর বেঁচে থাকার তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এর আগেও ২০২২ সালে তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক।
দীর্ঘদিন ধরে ভারত সরকারের আশ্রয়ে থাকা বাংলাদেশের আলোচিত–সমালোচিত লেখক তসলিমা নাসরিন মারা গেছেন দাবিতে ফেসবুকে একটি দাবি ভাইরাল হয়েছে। বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টিভির নামে খোলা একটি ফেসবুক গ্রুপে আজ দুপুর দেড়টায় ইসমাইল হোসেন নামের অ্যাকাউন্টে এমন দাবি পোস্টা করা হয়। ঘণ্টাতিনেকের ব্যবধানে ২ হাজার রিয়েকশন পেয়েছে ওই পোস্ট, শেয়ার হয়েছে প্রায় দেড়শ। আরো অনেক অ্যাকাউন্ট ও পেজেও তাঁর মৃত্যুর দাবি পোস্ট করা হয়।
কোনো কোনো পোস্টে দাবিটির পক্ষে সূত্র হিসেবে দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার লিঙ্ক ও ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সময়ের কণ্ঠস্বর পত্রিকার ফটোকার্ডটিতে লেখা, ‘মারা গেছেন তসলিমা নাসরিন!’ । ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২১ অক্টোবর।
দাবিটি যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে গতকাল সোমবার রাতে প্রকাশিত দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিবেদন দুটি খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পত্রিকা দুটিতে তসলিমা নাসরিনকে নিয়ে করা প্রতিবেদনের শিরোনাম, ‘ফেসবুকের ভাষ্য, মারা গেছেন তসলিমা নাসরিন!’
প্রতিবেদনে বলা হয়, তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাকে ‘মৃত’ হিসেবে দেখা গেছে। অর্থাৎ তার প্রোফাইলে ঢুকলেই লেখা আসছে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’। সোমবার তসলিমা নাসরিনের অ্যাকাউন্টে গিয়ে আইডিটি ‘রিমেম্বারিং’ দেখা গেছে। তবে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি অ্যাকটিভ রয়েছে। রাত ৯টার দিকেও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
‘রিমেম্বারিং’ ফেসবুকের বিশেষ ফিচার। কোনো ব্যক্তি মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রক্রিয়া মেনে আবেদন করলে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে এই ফিচার যুক্ত করে দেয়। এই ধরনের অ্যাকাউন্টকে ‘মেমোরাইজড প্রোফাইল’ বলা হয়।
তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্টে এখনও ‘রিমেম্বারিং’ পাওয়া যাচ্ছে। তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় একটি টুইট পাওয়া যায়, যেখানে মেটা ও ফেসবুক কর্তৃপক্ষকে মেনশন করে তসলিমা লিখেছেন, ‘তিনি বেঁচে আছেন। কিন্তু মেটা তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি মেমোররাইজড প্রোফাইল হিসেবে রিমেম্বারিং করে দিয়েছে।’
টুইটে তিনি মেটার কাছে ‘রিমেম্বারিং’ ফিচারটি সরিয়ে দেওয়ার অনুরোধ করেন।
এর আগে গতকাল দেওয়া আরেকটি টুইটে তসলিমা লেখেন, ‘ফেসবুক আমাকে মৃত হিসেবে স্মরণ করছে। আজ (গতকাল সোমবার) সকালে ফেসবুক আমাকে মেরে ফেলেছে। যদিও আমি বেঁচে আছি।’
বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর দীর্ঘদিন ধরে ভারত সরকারের আশ্রয়ে আছেন তসলিমা নাসরিন। সম্প্রতি তাঁর রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হলেও সেটি নবায়ন হয়নি। এ নিয়ে লেখিকার কপালে ভাঁজ পরেছে। আর তাই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে থাকতে দেওয়ার অনুরোধ করে গতকাল আরও একটি টুইট করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তাঁর বেঁচে থাকার তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এর আগেও ২০২২ সালে তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক।
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য...
৩ ঘণ্টা আগেছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি নানা কনটেন্ট ভারতীয়...
১ দিন আগেইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বা
১ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল..
৪ দিন আগে