ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। দুজনের মধ্যে জাতীয় দলে সাবেকের খাতায় অনেক আগেই নাম লিখিয়েছেন মাশরাফি, ইতিমধ্যে সাকিব আল হাসান ক্রিকেটের দুই সংস্করণ টি–টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আবার দুজনেই ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতি করেছেন। দলটির মনোনয়ন নিয়ে মাগুরা–১ আসন থেকে দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন সাকিব আল হাসান, নড়াইল–২ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন মাশরাফি। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের নামেই হয়েছে মামলা। তাঁদের দুজনের নামে গরু চুরির অভিযোগে মামলা হয়েছে দাবি করে সম্প্রতি ফেসবুকে বেসরকারি টেলিভিশনের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।
‘ইমতিয়াজ সৌরভ (Imtiaj Sourav)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (৭ অক্টোবর) যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তাঁর পোস্টটি আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে হাজারের অধিক। কমেন্ট হয়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা ফটোকার্ডটি সত্য ভেবে মন্তব্য করেছেন। যেমন, সাইফুল্লাহ ভূঁইয়া নামে একজন লিখেছেন, ‘যারা ভুয়া মামলায় বাদী হয়, তাদের আইনের আওতায় আনা উচিত।’ জে এইচ ইমন নামে আরেকজন লিখেছেন, ‘যে এই মামলা করছে, আর যে এই মামলা রুজু করছে৷ ওই দুইটা সবচেয়ে বড়ো গরু।’
আবার যারা ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার করেছেন, তাদেরও অনেকে এটিকে সত্য ভেবে শেয়ার করেছেন। জুয়েল মাহমুদ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এই হলো দেশের মামলার অবস্থা।’ রতন সাহা নামে আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরা দুজনেই ছিল আওয়ামী লীগের সাংসদ। তাই এদের বিরুদ্ধে শেষ পর্যন্ত গরু চুরির মামলা রুজু করল ড. ইউনূসের সরকার। দেশের শীর্ষ দুই ক্রীড়াবিদের বিরুদ্ধে এমন মামলা কেবল বাংলাদেশেই সম্ভব।’
এসব অ্যাকাউন্টসহ ফেসবুকের আরও অ্যাকাউন্ট ও পেজ থেকেও ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। তবে পোস্টগুলোর কোথাও গরু চুরি মামলায় সাকিব–মাশরাফির আসামি হওয়ার ব্যাপারে শেয়ার করা ফটোকার্ডটির ব্যাপারে কোনো প্রতিবেদনের লিংক শেয়ার করা হয়নি।
যমুনা টিভির কথিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেওয়া ৫ অক্টোবর, ২০২৪। যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। যমুনা টিভির দাবিতে ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে সংবাদমাধ্যমটির ব্যবহৃত ফন্টেরও পার্থক্য দেখা যায়। কথিত এই কার্ড ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফলের ভিত্তিতে এটি নিশ্চিত যে, গরু চুরি মামলায় সাকিব–মাশরাফির আসামি হওয়ার ব্যাপারে ফেসবুকে ছড়ানো যমুনা টিভির কথিত ফটোকার্ডটি ভুয়া।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে মামলা হচ্ছে। রাজধানীর আদাবর এলাকায় বিক্ষোভের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার ঘটনায় গত ২২ আগস্ট করা মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়।
আন্দোলনের সময় নড়াইলে মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা হয়। আবার ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে মাশরাফি বিন মুর্তজার নামে আরও একটি মামলা করা হয় রাজধানীর পল্লবী থানায়।
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। দুজনের মধ্যে জাতীয় দলে সাবেকের খাতায় অনেক আগেই নাম লিখিয়েছেন মাশরাফি, ইতিমধ্যে সাকিব আল হাসান ক্রিকেটের দুই সংস্করণ টি–টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আবার দুজনেই ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতি করেছেন। দলটির মনোনয়ন নিয়ে মাগুরা–১ আসন থেকে দ্বাদশ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন সাকিব আল হাসান, নড়াইল–২ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন মাশরাফি। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের নামেই হয়েছে মামলা। তাঁদের দুজনের নামে গরু চুরির অভিযোগে মামলা হয়েছে দাবি করে সম্প্রতি ফেসবুকে বেসরকারি টেলিভিশনের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।
‘ইমতিয়াজ সৌরভ (Imtiaj Sourav)’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (৭ অক্টোবর) যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তাঁর পোস্টটি আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে হাজারের অধিক। কমেন্ট হয়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা ফটোকার্ডটি সত্য ভেবে মন্তব্য করেছেন। যেমন, সাইফুল্লাহ ভূঁইয়া নামে একজন লিখেছেন, ‘যারা ভুয়া মামলায় বাদী হয়, তাদের আইনের আওতায় আনা উচিত।’ জে এইচ ইমন নামে আরেকজন লিখেছেন, ‘যে এই মামলা করছে, আর যে এই মামলা রুজু করছে৷ ওই দুইটা সবচেয়ে বড়ো গরু।’
আবার যারা ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার করেছেন, তাদেরও অনেকে এটিকে সত্য ভেবে শেয়ার করেছেন। জুয়েল মাহমুদ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এই হলো দেশের মামলার অবস্থা।’ রতন সাহা নামে আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরা দুজনেই ছিল আওয়ামী লীগের সাংসদ। তাই এদের বিরুদ্ধে শেষ পর্যন্ত গরু চুরির মামলা রুজু করল ড. ইউনূসের সরকার। দেশের শীর্ষ দুই ক্রীড়াবিদের বিরুদ্ধে এমন মামলা কেবল বাংলাদেশেই সম্ভব।’
এসব অ্যাকাউন্টসহ ফেসবুকের আরও অ্যাকাউন্ট ও পেজ থেকেও ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। তবে পোস্টগুলোর কোথাও গরু চুরি মামলায় সাকিব–মাশরাফির আসামি হওয়ার ব্যাপারে শেয়ার করা ফটোকার্ডটির ব্যাপারে কোনো প্রতিবেদনের লিংক শেয়ার করা হয়নি।
যমুনা টিভির কথিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেওয়া ৫ অক্টোবর, ২০২৪। যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। যমুনা টিভির দাবিতে ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে সংবাদমাধ্যমটির ব্যবহৃত ফন্টেরও পার্থক্য দেখা যায়। কথিত এই কার্ড ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
অনুসন্ধানে প্রাপ্ত এসব ফলাফলের ভিত্তিতে এটি নিশ্চিত যে, গরু চুরি মামলায় সাকিব–মাশরাফির আসামি হওয়ার ব্যাপারে ফেসবুকে ছড়ানো যমুনা টিভির কথিত ফটোকার্ডটি ভুয়া।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে মামলা হচ্ছে। রাজধানীর আদাবর এলাকায় বিক্ষোভের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার ঘটনায় গত ২২ আগস্ট করা মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়।
আন্দোলনের সময় নড়াইলে মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা হয়। আবার ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে মাশরাফি বিন মুর্তজার নামে আরও একটি মামলা করা হয় রাজধানীর পল্লবী থানায়।
আরও পড়ুন:
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য...
৩ ঘণ্টা আগেছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি নানা কনটেন্ট ভারতীয়...
১ দিন আগেইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বা
১ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল..
৪ দিন আগে