ঢাকার দোহারে প্রতিমা ভাঙার পুরোনো ভিডিও দিয়ে এক্স–ফেসবুকে অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২৩: ২৫
Thumbnail image

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই পূজা ঘিরে দেশজুড়ে রয়েছে আতঙ্ক, উদ্বেগ। ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় পূজার জন্য চাঁদা চেয়ে ‘উড়ো চিঠি’ আর প্রতিমা ভাঙার খবর এসেছে। 

বিবিসি বাংলায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত এক সপ্তাহে কিশোরগঞ্জ, পাবনাসহ দেশের অন্তত চার জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট তিনটি থানার ওসিকে প্রত্যাহারের সংবাদও পাওয়া যায়। আবার খুলনায় পূজার জন্য চাঁদা চেয়ে দেওয়া হয়েছে উড়ো চিঠি। 

এমন পরিস্থিতিতে এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, রাজধানী ঢাকার দোহারে জয়পাড়া দুর্গা মন্দিরে হামলা চালিয়েছেন মোহাম্মদ সিদ্দিক নামের এক তরুণ। এক্সে ভারত থেকে পরিচালিত একাধিক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সাম্প্রতিক ঘটনার দাবিতে টুইট করা হয়েছে। ‘বাবা বানারাস (Baba Banaras)’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি টুইট করা হয়। টুইটটি ৮ হাজার বার দেখা হয়েছে, রিটুইট হয়েছে শতাধিক। 

এই অ্যাকাউন্ট থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একাধিক গুজব শনাক্ত করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

একই ভিডিও গত ১৩ আগস্ট ‘We The People’ নামের আরেকটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে ভাইরাল হয়। এই অ্যাকাউন্ট থেকে করা টুইটটি সাড়ে ৬২ হাজার বার দেখা হয়েছে। রিটুইট হয়েছে ১ হাজারের বেশি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ শক্ত কিছু দিয়ে দুর্গা দেবীর প্রতিমাসহ বেশ কিছু মূর্তি ভাঙচুর করছে। ওই সময় ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন। ওই তরুণকে তাঁদের উদ্দেশে উত্তেজিত হয়ে কথা বলতে শোনা যায়। 

ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ‘অমি দাস’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। এটি ২০২৩ সালের ২৩ জুন অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটি ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ। এতে সম্প্রতি ঢাকার দোহারে প্রতিমা ভাঙার দাবিতে প্রচারিত ফুটেজটি শুরুতেই দেখা যায়। পোস্টটির ক্যাপশন থেকেও জানা যায়, ঘটনাটি ঢাকার দোহারে দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘ দুর্গা মন্দিরের। প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিদ্দিক নামের একজনকে আটক করে দোহার থানা পুলিশ।  সিদ্দিক উপজেলার বাটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

2ভিডিওটিতে দোহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। তিনি জানান, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের পেছনে কোনো ইন্ধন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘ দুর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার ভিডিওটিতে দেওয়া সাক্ষাৎকারে জানান, সিদ্দিক নামের ওই তরুণ লোহার রড দিয়ে মন্দিরের তালা ভেঙে ভেতরে ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। 

3এই তথ্যের সূত্রে পরবর্তীতে কি–ওয়ার্ড সার্চে একুশের কণ্ঠ নামের একটি নিউজ পোর্টালে এই ঘটনায় ২০২৩ সালের ২৪ জুন প্রকাশিত সচিত্র একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা ভাঙচুরের শিকার প্রতিমাসহ অন্যান্য স্থাপনার মিল রয়েছে।

এ থেকে নিশ্চিত যে, ঢাকার দোহারে দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের ভিডিওটি বর্তমান সময়ের নয়। এক বছরের পুরোনো ঘটনার ভিডিও সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে, যা স্পষ্টত বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত