অনলাইন ডেস্ক
আর এক দিন পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে ইতিমধ্যেই দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাটে দেশীয় গরুর চাহিদা বেশি থাকলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পেরিয়ে ভারত থেকেও গরু আসার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ভিডিও ফুটেজ প্রচার হচ্ছে। ৫ জুন ‘বিপ্লব অফিশিয়াল’ নামের টিকটক অ্যাকাউন্টে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে গরু আসছে। তা–ও গরু ও গরুর মাংসের দাম কমছে না।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল এক গরুর পাল জলাভূমি সাঁতরে পার হচ্ছে।
ভিডিওটি আজ শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ লাখের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি। পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ৭৪ হাজার ৬০০। একই ভিডিও ফেসবুকেও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘পাজয় ট্যুরস’ নামের একটি ভ্রমণবিষয়ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয়ে ‘চিনচিনা (Chinchiná)’ ও ‘মানিজেলস (Manizales)’ নামে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দুটি শহরের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে দেওয়া তথ্য থেকে জানা যায়, এটি কলম্বিয়ার কাসানরের সান ফেলিপে থেকে ধারণ করা। ভিডিওটিতে ‘sabana_adentro’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জলছাপ দেখা যায় এবং পোস্টটিতে অ্যাকাউন্টটিকে ট্যাগও করা হয়েছে।
এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। এই অ্যাকাউন্টটিও কলম্বিয়া থেকে পরিচালিত হয়। ‘ভারত থেকে বাংলাদেশে গরু আসার দৃশ্য’ দাবিতে ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনেও ‘সান ফেলিপে’ স্থানটির নাম রয়েছে। হ্যাশট্যাগ দিয়ে ‘লাইভ স্টক কলম্বিয়া’ উল্লেখ করা হয়েছে।
ইনস্টাগ্রামের ভিডিও দুটি বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ঈদ উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে গরু আসার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, এটি কলম্বিয়ার একটি স্থানে ধারণ করা।
এ ছাড়া ভাইরাল ভিডিওটিতে গরু নিয়ন্ত্রণে কয়েকজন ঘোড়সওয়ার কাউবয়কেও (রাখাল) দেখা যায়। এই কাউবয়দের সাধারণত দেখা যায় উত্তর আমেরিকায়। এরা ঘোড়ায় চড়ে তৃণভূমিতে গবাদিপশুর পাল দেখভাল করেন।
কাউবয়দের ইতিহাস সম্পর্কে জানা যায়, এই সংস্কৃতির উৎস স্পেন। পরবর্তীকালে এই পেশার লোকদের হাত ধরেই এটি আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে এভাবে ঘোড়ায় চড়ে কোনো রাখালকে গবাদিপশুর দেখভাল করতে দেখা যায় না। এটিও প্রমাণ করে, ভিডিওটি ভারতীয় উপমহাদেশের নয়।
আর এক দিন পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদ উপলক্ষে ইতিমধ্যেই দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাটে দেশীয় গরুর চাহিদা বেশি থাকলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পেরিয়ে ভারত থেকেও গরু আসার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ভিডিও ফুটেজ প্রচার হচ্ছে। ৫ জুন ‘বিপ্লব অফিশিয়াল’ নামের টিকটক অ্যাকাউন্টে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে গরু আসছে। তা–ও গরু ও গরুর মাংসের দাম কমছে না।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল এক গরুর পাল জলাভূমি সাঁতরে পার হচ্ছে।
ভিডিওটি আজ শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ লাখের বেশি দেখা হয়েছে, শেয়ার হয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি। পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ৭৪ হাজার ৬০০। একই ভিডিও ফেসবুকেও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘পাজয় ট্যুরস’ নামের একটি ভ্রমণবিষয়ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচয়ে ‘চিনচিনা (Chinchiná)’ ও ‘মানিজেলস (Manizales)’ নামে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দুটি শহরের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ২০২৩ সালের ১৬ অক্টোবর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে দেওয়া তথ্য থেকে জানা যায়, এটি কলম্বিয়ার কাসানরের সান ফেলিপে থেকে ধারণ করা। ভিডিওটিতে ‘sabana_adentro’ নামের আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জলছাপ দেখা যায় এবং পোস্টটিতে অ্যাকাউন্টটিকে ট্যাগও করা হয়েছে।
এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। এই অ্যাকাউন্টটিও কলম্বিয়া থেকে পরিচালিত হয়। ‘ভারত থেকে বাংলাদেশে গরু আসার দৃশ্য’ দাবিতে ভাইরাল ভিডিওটি ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনেও ‘সান ফেলিপে’ স্থানটির নাম রয়েছে। হ্যাশট্যাগ দিয়ে ‘লাইভ স্টক কলম্বিয়া’ উল্লেখ করা হয়েছে।
ইনস্টাগ্রামের ভিডিও দুটি বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট, ঈদ উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে গরু আসার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, এটি কলম্বিয়ার একটি স্থানে ধারণ করা।
এ ছাড়া ভাইরাল ভিডিওটিতে গরু নিয়ন্ত্রণে কয়েকজন ঘোড়সওয়ার কাউবয়কেও (রাখাল) দেখা যায়। এই কাউবয়দের সাধারণত দেখা যায় উত্তর আমেরিকায়। এরা ঘোড়ায় চড়ে তৃণভূমিতে গবাদিপশুর পাল দেখভাল করেন।
কাউবয়দের ইতিহাস সম্পর্কে জানা যায়, এই সংস্কৃতির উৎস স্পেন। পরবর্তীকালে এই পেশার লোকদের হাত ধরেই এটি আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে এভাবে ঘোড়ায় চড়ে কোনো রাখালকে গবাদিপশুর দেখভাল করতে দেখা যায় না। এটিও প্রমাণ করে, ভিডিওটি ভারতীয় উপমহাদেশের নয়।
একটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৫ দিন আগে