ফ্যাক্টচেক ডেস্ক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের বন্দিশালা ‘আয়নাঘরে’ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য।
১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি টানেল সদৃশ জায়গায় অনেক হাড়গোড় পড়ে আছে। ‘মুহাম্মদ মোস্তাকিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বুধবার ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ‘না জানি কত মায়ের সন্তান এখানে শেষ হয়েছে। আয়নাঘরের আন্ডারগ্রাউন্ড।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান স্থানটি ‘আয়নাঘরের’ নয়।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হুবহু ভিডিওটি পাওয়া যায়। চলতি বছরের গত ১৭ জুন ‘অ্যাকিলিস ডট বিসি (Achilles.bc)’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে টিকটক পোস্টটিতে বলা হয়, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি টানেল।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, স্থানটির নাম ‘দ্য ক্যাটাকম্বস অব প্যারিস’ বা ফরাসি ভাষায় এটি ‘ক্যাটাকম্বস দ্যা প্যারিস’ নামেও পরিচিত। ১৮ শতকের শেষদিকে ক্যাটাকম্বস অব প্যারিসের নির্মাণ শুরু হয়। এখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের দেহাবশেষ রয়েছে। প্যারিসের প্রাচীন পাথরের খনিগুলোর মধ্যে সংযোগ প্রদানের উদ্দেশ্যে এবং একই সঙ্গে শহরের ওপর কবরস্থানের চাপ কমাতে মৃতদেহ সমাধিস্থ করতে এটি নির্মাণ করা হয়েছিল।
এ ছাড়া বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর ওয়েবসাইটে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে আয়নাঘরের বেশ কিছু ছবিও পাওয়া যায়। ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।
আরও পড়ুন:
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের বন্দিশালা ‘আয়নাঘরে’ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য।
১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি টানেল সদৃশ জায়গায় অনেক হাড়গোড় পড়ে আছে। ‘মুহাম্মদ মোস্তাকিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বুধবার ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ‘না জানি কত মায়ের সন্তান এখানে শেষ হয়েছে। আয়নাঘরের আন্ডারগ্রাউন্ড।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান স্থানটি ‘আয়নাঘরের’ নয়।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হুবহু ভিডিওটি পাওয়া যায়। চলতি বছরের গত ১৭ জুন ‘অ্যাকিলিস ডট বিসি (Achilles.bc)’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে টিকটক পোস্টটিতে বলা হয়, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি টানেল।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, স্থানটির নাম ‘দ্য ক্যাটাকম্বস অব প্যারিস’ বা ফরাসি ভাষায় এটি ‘ক্যাটাকম্বস দ্যা প্যারিস’ নামেও পরিচিত। ১৮ শতকের শেষদিকে ক্যাটাকম্বস অব প্যারিসের নির্মাণ শুরু হয়। এখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের দেহাবশেষ রয়েছে। প্যারিসের প্রাচীন পাথরের খনিগুলোর মধ্যে সংযোগ প্রদানের উদ্দেশ্যে এবং একই সঙ্গে শহরের ওপর কবরস্থানের চাপ কমাতে মৃতদেহ সমাধিস্থ করতে এটি নির্মাণ করা হয়েছিল।
এ ছাড়া বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর ওয়েবসাইটে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে আয়নাঘরের বেশ কিছু ছবিও পাওয়া যায়। ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।
আরও পড়ুন:
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
৭ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১৫ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
২১ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে