Ajker Patrika

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেহে ৯০ শতাংশ কার্যকর ফাইজারের টিকা 

অনলাইন ডেস্ক
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেহে ৯০ শতাংশ কার্যকর ফাইজারের টিকা 

ফাইজার করোনা টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেহে ৯০ শতাংশের বেশি কার্যকর। মার্কিন স্থানীয় সময় শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এক নথিতে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসনের ওয়েবসাইটেও এই তথ্য প্রকাশিত হয়েছে। 

 বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,  ফাইজার সম্প্রতি ২ হাজার ২৬৮ শিশুর ওপর মেডিকেল ট্রায়াল পরিচালনা করেছে। ট্রায়ালে অংশ নেওয়া সবার বয়স ছিল ৫ থেকে ১১ বছরের মধ্যে। টিকার দুই ডোজ দেওয়ার কিছুদিন পর এই শিশুদের দেহে ৯০ শতাংশের বেশি অ্যান্টিবডির অস্তিত্ব শনাক্ত হয়েছে। 
 
ফাইজার পক্ষ থেকে বিবৃতে জানানো হয়েছে, পূর্ণবয়স্কদের প্রতিটি টিকার ডোজ সাধারণত হয় ৩০ মাইক্রোগ্রামের। তবে এই ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের দেওয়া প্রতিটি টিকার ডোজ ছিল ১০ মাইক্রোগ্রাম। 

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী ১৫৮ জন শিশু করোনায় মারা গেছেন। 

যুক্তরাষ্ট্রের সরকার গত আগস্ট থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সীদের অন্তর্ভুক্ত করেছে। শিগগিরই ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

সেই কর্মসূচিতে যেন ফাইজার-বায়োএনটেকের টিকাকে মনোনীত করা হয়-ইতিমধ্যে দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এফডিএ বরাবার আবেদন করেছে ফাইজার। শিশুদের ওপর এই টিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হবে কি-না তা ঠিক করতে মার্কিন স্থানীয় সময় আগামী মঙ্গলবার বিশেষজ্ঞরা বৈঠকে বসবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত