ডা. মো. আরমান হোসেন রনি
শিশুর জন্মের পর থেকে তার শারীরিক-মানসিক ও আবেগজনিত সব ধরনের বিকাশ হয় চোখের সাহায্যে। জন্মের পর শিশুরা সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি বেশি দূরের কিছু স্পষ্ট দেখতে পায় না।
শিশুর এই দৃষ্টিশক্তির সীমা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সাধারণত নবজাতককে যখন কোলে নেওয়া হয় অথবা আপনি যদি তার খুব কাছে যান, তখন সে আপনাকে দেখতে পায়। আর তাই একটি শিশুর কাছে আপনার চেহারা সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। এ সময় বেশি বেশি করে শিশুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে সে আপনাকে ভালো করে দেখতে পায়।
এক মাস বয়সে
প্রথম মাসে জন্মের ঠিক পরপর একটি শিশু চোখ নাড়িয়ে কীভাবে চারপাশ দেখতে হয়, তার কিছুই জানে না। তাই সে নিয়ন্ত্রণহীনভাবে চোখ নাড়ায়। ফলে কখনো কখনো চোখ ট্যারাও দেখাতে পারে। এই সময় শিশুর খুব কাছাকাছি গিয়ে আপনি যদি নিজের মুখ খুব ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে নাড়াতে থাকেন, দেখবেন শিশুও আপনার চোখের দিকে তাকিয়ে আছে। আপনার সঙ্গে সঙ্গে সেও চোখ নাড়িয়ে আপনার মুভমেন্ট অনুসরণ করছে।
দুই মাস বয়সে
শিশু জন্মের পর থেকে সব ধরনের রং দেখতে পেলেও তখন বিভিন্ন রঙের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। এই সময়ে শিশুর দৃষ্টিশক্তি ও রঙের পার্থক্য শেখানোর জন্য তাকে বিভিন্ন ধরনের ছবির বই, ছবি ও রঙিন খেলনা দিয়ে উৎসাহ দেওয়া যেতে পারে।
চার মাস বয়সে
এই বয়সে শিশুর হাত বাড়ানোর মতো পেশি সঞ্চালনের ক্ষমতা তৈরি হয়। হাত বাড়িয়ে কোনো জিনিস ধরার কাজটি কীভাবে সম্পন্ন করতে হবে, শিশুর মস্তিষ্ক সেটা বুঝে ওঠার মতো পরিপক্ব হয়ে যায়। সাধারণত এই বয়স থেকে শিশুরা তার যেসব ধরতে সুবিধা, যেমন মায়ের চুল, কানের দুল ইত্যাদি ধরে টান দিতে চেষ্টা করে। এই সময়ে খুব সহজেই ধরা যায় এমন কোনো নিরাপদ খেলনা শিশুর হাতে দিয়ে তার ক্রমবিকাশে সাহায্য করতে পারেন।
পাঁচ মাস বয়সে
এই বয়সে শিশু বস্তুর আকার বুঝতে শুরু করে এবং বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। সেই সঙ্গে যেকোনো বস্তুকে তার চোখ দিয়ে অনুসরণ করতে শুরু করে। এমনকি এই বয়সে অনেক শিশু যেকোনো কিছুর ছোট্ট অংশ দেখেই চিনে ফেলতে পারে। তাই এ বয়সেই শিশুর সঙ্গে যখন আপনি লুকোচুরি খেলেন, সেটা শিশু খুবই পছন্দ করে। এই বয়সে শিশুরা বিভিন্ন ধরনের রঙের পার্থক্য করতে শিখে যায়।
আট মাস বয়সে
এই বয়সে এসে শিশু দৃষ্টিশক্তি পুরোপুরি কাজে লাগাতে পারে। এ সময় কাছে থাকা জিনিসের প্রতি তার আকর্ষণ বেশি থাকলেও কক্ষের অন্য প্রান্তে থাকা কোনো মানুষ ও জিনিসপত্রের অবস্থান বুঝতে পারে।
একটি গবেষণায় দেখা গেছে, যেকোনো কিছুর চেয়ে শিশুরা মানুষের অবয়ব দেখতেই বেশি পছন্দ করে। তাই যতটা সম্ভব শিশুর কাছাকাছি থেকে তাকে আপনার চেহারা দেখার সুযোগ করে দিন এবং চোখে চোখ রেখে তাকে আকর্ষণ করার চেষ্টা করুন।
শিশুর বয়স যখন আট মাসের মতো হয়ে যায়, তখন তার চোখের সামনে আপনি যা-ই আনুন না কেন, সেটি শিশু খুব উৎসাহ নিয়ে দেখবে। তাই এই সময় গৃহস্থালির সাধারণ জিনিসপত্র অথবা খেলনা শিশুর কাছে নিয়ে তাকে দেখার সুযোগ করে দিন। ঝুমঝুমি অথবা উজ্জ্বল কোনো বস্তু শিশুর চোখের সামনে ধরে এক পাশ থেকে অন্য পাশে নিন, তারপর তা ওপর থেকে নিচের দিকে এবং আবার নিচ থেকে ওপরের দিকে নিয়ে আসুন। এই নড়াচড়া তাকে আকৃষ্ট করবে। যদিও তিন-চার মাসের আগে বেশির ভাগ শিশু ওপর থেকে নিচের দিকের নাড়াচাড়া ঠিকভাবে অনুসরণ করতে পারে না। এ ছাড়া আশপাশের কোন কোন বস্তু তাকে আকৃষ্ট করে, সেটা খেয়াল করুন।
শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন তার সামনে প্রাথমিক রঙের (লাল, নীল, হলুদ) জিনিসপত্র নিয়ে আসুন। এ ছাড়া প্রাথমিক রঙের খেলনা, রঙিন পোস্টার অথবা যেসব বইয়ে প্রচুর ছবি আছে সেগুলোও শিশুকে দেখতে দিন।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
শিশুর জন্মের পর থেকে তার শারীরিক-মানসিক ও আবেগজনিত সব ধরনের বিকাশ হয় চোখের সাহায্যে। জন্মের পর শিশুরা সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি বেশি দূরের কিছু স্পষ্ট দেখতে পায় না।
শিশুর এই দৃষ্টিশক্তির সীমা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সাধারণত নবজাতককে যখন কোলে নেওয়া হয় অথবা আপনি যদি তার খুব কাছে যান, তখন সে আপনাকে দেখতে পায়। আর তাই একটি শিশুর কাছে আপনার চেহারা সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। এ সময় বেশি বেশি করে শিশুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে সে আপনাকে ভালো করে দেখতে পায়।
এক মাস বয়সে
প্রথম মাসে জন্মের ঠিক পরপর একটি শিশু চোখ নাড়িয়ে কীভাবে চারপাশ দেখতে হয়, তার কিছুই জানে না। তাই সে নিয়ন্ত্রণহীনভাবে চোখ নাড়ায়। ফলে কখনো কখনো চোখ ট্যারাও দেখাতে পারে। এই সময় শিশুর খুব কাছাকাছি গিয়ে আপনি যদি নিজের মুখ খুব ধীরে ধীরে এক পাশ থেকে অন্য পাশে নাড়াতে থাকেন, দেখবেন শিশুও আপনার চোখের দিকে তাকিয়ে আছে। আপনার সঙ্গে সঙ্গে সেও চোখ নাড়িয়ে আপনার মুভমেন্ট অনুসরণ করছে।
দুই মাস বয়সে
শিশু জন্মের পর থেকে সব ধরনের রং দেখতে পেলেও তখন বিভিন্ন রঙের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। এই সময়ে শিশুর দৃষ্টিশক্তি ও রঙের পার্থক্য শেখানোর জন্য তাকে বিভিন্ন ধরনের ছবির বই, ছবি ও রঙিন খেলনা দিয়ে উৎসাহ দেওয়া যেতে পারে।
চার মাস বয়সে
এই বয়সে শিশুর হাত বাড়ানোর মতো পেশি সঞ্চালনের ক্ষমতা তৈরি হয়। হাত বাড়িয়ে কোনো জিনিস ধরার কাজটি কীভাবে সম্পন্ন করতে হবে, শিশুর মস্তিষ্ক সেটা বুঝে ওঠার মতো পরিপক্ব হয়ে যায়। সাধারণত এই বয়স থেকে শিশুরা তার যেসব ধরতে সুবিধা, যেমন মায়ের চুল, কানের দুল ইত্যাদি ধরে টান দিতে চেষ্টা করে। এই সময়ে খুব সহজেই ধরা যায় এমন কোনো নিরাপদ খেলনা শিশুর হাতে দিয়ে তার ক্রমবিকাশে সাহায্য করতে পারেন।
পাঁচ মাস বয়সে
এই বয়সে শিশু বস্তুর আকার বুঝতে শুরু করে এবং বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। সেই সঙ্গে যেকোনো বস্তুকে তার চোখ দিয়ে অনুসরণ করতে শুরু করে। এমনকি এই বয়সে অনেক শিশু যেকোনো কিছুর ছোট্ট অংশ দেখেই চিনে ফেলতে পারে। তাই এ বয়সেই শিশুর সঙ্গে যখন আপনি লুকোচুরি খেলেন, সেটা শিশু খুবই পছন্দ করে। এই বয়সে শিশুরা বিভিন্ন ধরনের রঙের পার্থক্য করতে শিখে যায়।
আট মাস বয়সে
এই বয়সে এসে শিশু দৃষ্টিশক্তি পুরোপুরি কাজে লাগাতে পারে। এ সময় কাছে থাকা জিনিসের প্রতি তার আকর্ষণ বেশি থাকলেও কক্ষের অন্য প্রান্তে থাকা কোনো মানুষ ও জিনিসপত্রের অবস্থান বুঝতে পারে।
একটি গবেষণায় দেখা গেছে, যেকোনো কিছুর চেয়ে শিশুরা মানুষের অবয়ব দেখতেই বেশি পছন্দ করে। তাই যতটা সম্ভব শিশুর কাছাকাছি থেকে তাকে আপনার চেহারা দেখার সুযোগ করে দিন এবং চোখে চোখ রেখে তাকে আকর্ষণ করার চেষ্টা করুন।
শিশুর বয়স যখন আট মাসের মতো হয়ে যায়, তখন তার চোখের সামনে আপনি যা-ই আনুন না কেন, সেটি শিশু খুব উৎসাহ নিয়ে দেখবে। তাই এই সময় গৃহস্থালির সাধারণ জিনিসপত্র অথবা খেলনা শিশুর কাছে নিয়ে তাকে দেখার সুযোগ করে দিন। ঝুমঝুমি অথবা উজ্জ্বল কোনো বস্তু শিশুর চোখের সামনে ধরে এক পাশ থেকে অন্য পাশে নিন, তারপর তা ওপর থেকে নিচের দিকে এবং আবার নিচ থেকে ওপরের দিকে নিয়ে আসুন। এই নড়াচড়া তাকে আকৃষ্ট করবে। যদিও তিন-চার মাসের আগে বেশির ভাগ শিশু ওপর থেকে নিচের দিকের নাড়াচাড়া ঠিকভাবে অনুসরণ করতে পারে না। এ ছাড়া আশপাশের কোন কোন বস্তু তাকে আকৃষ্ট করে, সেটা খেয়াল করুন।
শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন তার সামনে প্রাথমিক রঙের (লাল, নীল, হলুদ) জিনিসপত্র নিয়ে আসুন। এ ছাড়া প্রাথমিক রঙের খেলনা, রঙিন পোস্টার অথবা যেসব বইয়ে প্রচুর ছবি আছে সেগুলোও শিশুকে দেখতে দিন।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
আমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
৪ ঘণ্টা আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
৪ ঘণ্টা আগেঅবস্থা এমন হয়েছে যে শিশুর যেকোনো জ্বর দেখা দিলেই অভিভাবকেরা ডেঙ্গু জ্বর কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। সব শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা এক রকম নয় এবং সবাইকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই।
৪ ঘণ্টা আগেঘুম থেকে উঠেই যে ক্লান্তি আর অলসতা বোধ হয়, তাকে বলে মর্নিং ফ্যাটিগ। পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও এটি ঘটতে পারে। ‘জার্নাল অব পেইন অ্যান্ড সিম্পটম ম্যানেজমেন্ট’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, সকালের ক্লান্তির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণগুলো হলো...
৪ ঘণ্টা আগে