Ajker Patrika

ডায়াবেটিস রোগীর সংক্রমণ প্রতিরোধে

ডা. মো. মাজহারুল হক তানিম
ডায়াবেটিস রোগীর সংক্রমণ প্রতিরোধে

ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধক্ষমতা সাধারণ মানুষের চেয়ে কম থাকে। তাই তাঁরা বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে সহজেই আক্রান্ত হন। তাঁদের যেকোনো সংক্রমণ সহজে সারতে চায় না। 

যে সংক্রমণগুলো বেশি হয়

  • পায়ের বিভিন্ন সংক্রমণ
  • ছত্রাকের সংক্রমণ
  • প্রস্রাবে সংক্রমণ
  • অপারেশনের জায়গায় সংক্রমণ
  • মুখে ঘা
  • দাঁতের গোড়া বা মাড়িতে সংক্রমণ। 

পায়ের সংক্রমণ
ডায়াবেটিস রোগীদের পায়ের সংবেদনশীলতা কম থাকে। তাই তাঁরা আঘাতে টের পান না। ফলে পায়ে যেকোনো চোট থেকে ঘা হতে পারে, যা ধীরে ধীরে বাড়তে থাকে। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের পায়ে রক্তসঞ্চালনও কম থাকতে পারে। সে জন্য সংক্রমণ সহজে শুকাতে চায় না। এমনকি ক্ষেত্রবিশেষে পা কেটেও ফেলতে হতে পারে।

প্রতিরোধে করণীয়

  • রাতে শোয়ার আগে পায়ে কোনো আঘাত লেগেছে কি না বা তা থেকে কোনো ঘা হলো কি না, তা পরীক্ষা করা।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।
  • নরম জুতা পরা এবং খালি পায়ে না হাঁটা।

ছত্রাক সংক্রমণ
ডায়াবেটিসের রোগীরা সহজেই ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে আক্রান্ত হন। হতে পারে তা ত্বকে চুলকানি বা দাদ; যৌনাঙ্গে সংক্রমণ থেকে চুলকানি এবং সাদা স্রাব, নখে ছত্রাক থেকে সংক্রমণ, পায়ের আঙুলে সংক্রমণ।

প্রতিরোধে করণীয়
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত চিকিৎসক দেখানো। 

প্রস্রাবের সংক্রমণ
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে প্রস্রাবে বারবার সংক্রমণ হয়। এ সমস্যা থেকে কিডনিও বিকল হয়ে যেতে পারে।

লক্ষণ

  • জ্বর আসা
  • শরীরে কাঁপুনি
  • বারবার প্রস্রাব হওয়া
  • পিঠের পেছনের দিকে ব্যথা হওয়া

প্রতিরোধে করণীয়

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
  • যৌনকর্মের পর প্রস্রাব করে ঘুমানো
  • পর্যাপ্ত পানি পান করা

অপারেশনের পর সংক্রমণ
ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে অপারেশন করলে ঘা শুকাতে দেরি হয়। এমনকি সেখানে অন্যান্য জীবাণুর সংক্রমণও হয়ে যেতে পারে। ডায়াবেটিসের রোগীদের শ্বেত রক্তকণিকা ভালোভাবে কাজ করতে পারে না। তাই ঘা শুকাতে দেরি হয়। 

করণীয়

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
  • ভিটামিন সি-যুক্ত খাবার খাওয়া
  • ডিমের সাদা অংশ খাওয়া
  • ভাত ও শর্করাজাতীয় খাবার কম খাওয়া

মুখে ঘা
ডায়াবেটিসের রোগীদের বারবার মুখে ঘা এমনকি মাড়িতে ও দাঁতের গোড়ায় সংক্রমণ হতে পারে। এই সমস্যা প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং দাঁতের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত