বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের কারণে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আজ থেকে ২৫ বছর আগে ভাইরাসটি প্রথমবার শনাক্ত করা হলেও আজও এই ভাইরাসের কোনো সফল টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে সম্ভবত সেই দিন শেষ হতে চলেছে। কারণ যুক্তরাজ্যের অক্সফোর্ড গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা মানবদেহে নিপাহ ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে।
আজ থেকে প্রায় ২৫ বছর আগে মালয়েশিয়ায় প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। পরে তা ক্রমেই ছড়িয়ে পড়ে ভারত, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে। কিন্তু এই দীর্ঘ সময় ভাইরাসটির কোনো টিকা বা ভ্যাকসিন ছিল না।
বার্তা সংস্থা রয়টার্স অক্সফোর্ডের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহেই প্রথম ব্যক্তি এই টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই টিকা আবিষ্কার করা হয়েছে মূলত যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট যে প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯ টিকা তৈরি করেছিল ঠিক সেই প্রযুক্তি ব্যবহার করে।
অক্সফোর্ডের প্যানডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৫১ জন রোগীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই টিকা তাদের দেহে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এরপর এখানে সফল হলে নিপাহ ভাইরাস উপদ্রুত অঞ্চলের রোগীদের ওপর এই টিকা প্রয়োগ করা হবে।
নরওয়ের অসলোভিত্তিক বেসরকারি মহামারি গবেষণা প্রতিষ্ঠান কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশনের (সেপি) নির্বাহী ড. ইন কিয়ো ইয়ো বলেন, ‘নিপাহের মহামারিতে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের আবাসস্থলে যেসব ফল ও বাদুড় এই ভাইরাস ছড়ায়, সেগুলোর বিস্তৃতি রয়েছে। এই পরীক্ষা ঘাতক এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য সরঞ্জাম তৈরি করার প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।’
উল্লেখ্য, সেপি অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে এই গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করেছে। এর আগে ২০২২ সালে আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নাও নিপাহ ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক ধাপে ব্যবহার করা যায় এমন টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছিল। মডার্না মার্কিন প্রতিষ্ঠান ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সঙ্গে যৌথভাবে সেই টিকা আবিষ্কার করেছিল।
বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের কারণে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। আজ থেকে ২৫ বছর আগে ভাইরাসটি প্রথমবার শনাক্ত করা হলেও আজও এই ভাইরাসের কোনো সফল টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে সম্ভবত সেই দিন শেষ হতে চলেছে। কারণ যুক্তরাজ্যের অক্সফোর্ড গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা মানবদেহে নিপাহ ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে।
আজ থেকে প্রায় ২৫ বছর আগে মালয়েশিয়ায় প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। পরে তা ক্রমেই ছড়িয়ে পড়ে ভারত, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে। কিন্তু এই দীর্ঘ সময় ভাইরাসটির কোনো টিকা বা ভ্যাকসিন ছিল না।
বার্তা সংস্থা রয়টার্স অক্সফোর্ডের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহেই প্রথম ব্যক্তি এই টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই টিকা আবিষ্কার করা হয়েছে মূলত যুক্তরাজ্যভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট যে প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯ টিকা তৈরি করেছিল ঠিক সেই প্রযুক্তি ব্যবহার করে।
অক্সফোর্ডের প্যানডেমিক সায়েন্সেস ইনস্টিটিউটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৫১ জন রোগীর ওপর এই টিকা প্রয়োগ করা হবে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এই টিকা তাদের দেহে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এরপর এখানে সফল হলে নিপাহ ভাইরাস উপদ্রুত অঞ্চলের রোগীদের ওপর এই টিকা প্রয়োগ করা হবে।
নরওয়ের অসলোভিত্তিক বেসরকারি মহামারি গবেষণা প্রতিষ্ঠান কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশনের (সেপি) নির্বাহী ড. ইন কিয়ো ইয়ো বলেন, ‘নিপাহের মহামারিতে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের আবাসস্থলে যেসব ফল ও বাদুড় এই ভাইরাস ছড়ায়, সেগুলোর বিস্তৃতি রয়েছে। এই পরীক্ষা ঘাতক এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য সরঞ্জাম তৈরি করার প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।’
উল্লেখ্য, সেপি অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে এই গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করেছে। এর আগে ২০২২ সালে আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নাও নিপাহ ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক ধাপে ব্যবহার করা যায় এমন টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছিল। মডার্না মার্কিন প্রতিষ্ঠান ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সঙ্গে যৌথভাবে সেই টিকা আবিষ্কার করেছিল।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বড় সুখবর পেতে যাচ্ছেন। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে চিকিৎসকদের জন্য ৩ হাজার ৩০টি সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদ সৃষ্টি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপকের ১৫০টি, সহযোগী অধ্যাপকের ৮৫০ ও সহকারী অধ্যাপকের ২ হাজার ৩০টি
১ ঘণ্টা আগেউন্নত দেশগুলো, এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও টাইফয়েড এখন খুব কম দেখা যায়। কিন্তু প্রাচীন এই রোগের ফলে আধুনিক বিশ্ব তো বটেই, দুনিয়াজুড়ে বেশ বিপজ্জনক হয়ে উঠছে আবারও। হাজার বছর ধরে মানুষের প্রাণ হন্তারক হিসেবে ‘খুনির’ কাজ করে এসেছে এর জীবাণু। সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, টাইফয়েডের জন্য দায়ী
৪ দিন আগেআমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
৪ দিন আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫ দিন আগে