অনলাইন ডেস্ক
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে অনেকের গায়ে উঠছে র্যাশ। অ্যালার্জির মতো এই র্যাশ চুলকালে ফুলে যায়। বেশি চুলকালে রক্তও বের হতে পারে। এই র্যাশ ও চুলকানির কারণে রাতে ঘুমানো কঠিন হয়ে যায়।
হিট র্যাশকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিলিয়ারিয়া বলে। এটি শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। বিশেষ করে তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়ার মধ্যে এই সমস্যা হয়।
মূলত ত্বকে ঘাম আটকে গেলে হিট র্যাশ হয়। উপসর্গের মধ্যে রয়েছে— ছোট ফোসকা থেকে গভীর ফোসকা, স্ফীত পিণ্ড। হিট র্যাশ চুলকালে অ্যালার্জির মতো ফুলে ওঠে।
গরমের র্যাশ
মিলিয়ারিয়া রুব্রা (এ), এক ধরনের ফুসকুড়ি। ছোট ছোট ফোসকা–সদৃশ ফুসকুড়ি দেখা যায়। এতে তীব্র চুলকানি হতে পারে। মিলিয়ারিয়া ক্রিস্টালিনা (বি), আরেক ধরনের হিট র্যাশ। এতে ফোলা ফোসকার মধ্যে পরিষ্কার, তরল থাকে। এটিতে সাধারণত ব্যথা বা চুলকানি হয় না।
তবে ত্বক ঠান্ডা হলে সাধারণত হিট র্যাশ মিলিয়ে যায়। অবস্থা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লক্ষণ
প্রাপ্তবয়স্কদের সাধারণত ত্বকের ভাঁজে এবং যেখানে পোশাক ত্বকের সংস্পর্শে থাকে বা ঘষা লাগে সেখানে হিট র্যাশ হয়। শিশুদের মধ্যে র্যাশ প্রধানত ঘাড়, কাঁধ এবং বুকে হয়। বগল, কনুই এবং কুঁচকিতেও দেখা যেতে পারে।
র্যাশ সাধারণ লাল বর্ণের হয়। তবে বাদামি বা কালো ত্বকের মানুষের ক্ষেত্রে র্যাশ খুব একটা স্পষ্ট দেখা যায় না।
যে কারণে হিট র্যাশ হয়
একক্রাইন ঘর্মগ্রন্থিগুলো শরীরের বেশির ভাগ অংশে থাকে এবং সরাসরি ত্বকের উপরিভাগে উন্মুক্ত হয়। আর অ্যাপোক্রাইন গ্রন্থিগুলো চুলের ফলিকলের মধ্যে উন্মুক্ত থাকে, যার মুখগুলো শেষ পর্যন্ত ত্বকের পৃষ্ঠের দিকেই উন্মুক্ত হয়। অ্যাপোক্রাইন গ্রন্থিগুলো মাথার ত্বক, বগল এবং কুঁচকির মতো অসংখ্য লোমকূপযুক্ত অঞ্চলে বিকশিত হয়। একক্রাইন ঘর্মগ্রন্থিগুলো হাইপারহাইড্রোসিসের জন্য দায়ী। যদিও অ্যাপোক্রাইন গ্রন্থিগুলোও এ ধরনের ভূমিকা রাখতে পারে। হাইপারহাইড্রোসিস হলো অতিরিক্ত ঘাম হওয়া।
হিট র্যাশের প্রকারভেদ
ত্বকে ঘাম কতটা গভীরভাবে আটকে আছে তার ওপর ভিত্তি করে হিট র্যাশের ধরনগুলো শ্রেণিবদ্ধ করা হয়। প্রতিটি ধরনের লক্ষণ এবং উপসর্গ আলাদা।
হিট র্যাশের মৃদুতম রূপকে মিলিয়ারিয়া ক্রিস্টালিনা বলা হয়। এটি ঘটে যখন ত্বকের উপরিভাগে ঘামের নালি (ঘামের ছিদ্র) খোলার সময় বাধাপ্রাপ্ত হয়। এই ধরনটি ছোট, পরিষ্কার তরল ভরা ফোলা দেখে চিহ্নিত করা হয়। এই জলথলি সহজেই ভেঙে যায়।
আরেকটি প্রকার যা ত্বকের গভীরে ঘটে, এটিকে মিলিয়ারিয়া রুব্রা বলা হয়। এটিই আসলে ঘামাচি। লক্ষণ এবং উপসর্গগুলোর মধ্যে রয়েছে— ছোট, ফোসকা-সদৃশ ফুসকুড়ি এবং আক্রান্ত স্থানে চুলকানি বা কাঁটা দেওয়ার অনুভূতি হওয়া।
মাঝে মাঝে, মিলিয়ারিয়া রুব্রার স্ফীত অংশ পুঁজে ভরে যায়। এই ধরনটিকে মিলিয়ারিয়া পুস্টুলোসা বলা হয়।
হিট র্যাশের একটি কম সাধারণ রূপ হলো মিলিয়ারিয়া প্রফুন্ডা। এটি ত্বকের গভীরতম স্তরকে (ডার্মিস) প্রভাবিত করে। এটি শক্ত, ব্যথাযুক্ত স্ফীত বাম্প তৈরি করে। তীব্র চুলকানি হয়। এই থলি ফেটে যেতেও পারে।
হিট র্যাশের চিকিৎসা বা প্রতিরোধ
প্রাথমিক উপশমের জন্য করণীয় হলো, ত্বক ঠান্ডা রাখার ব্যবস্থা করা। ত্বক ঠান্ডা থাকলে ঘাম হবে না, সেই সঙ্গে ফুসকুড়িতে জ্বালাপোড়া বা চুলকানিও হবে না।
ত্বক ঠান্ডা রাখতে
চুলকানি বা কাঁটাযুক্ত অনুভূতি উপশমে
২০ মিনিট পর্যন্ত ঠান্ডা কিছু প্রয়োগ করুন। ঠান্ডা পানিতে ভেজা কাপড় বা বরফের প্যাক গায়ে চেপে রাখতে পারেন। আরাম লাগবে।
তীব্র চুলকানির অনুভূতি হলেও চুলকাবেন না। বরং আলতো করে চাপ দিন, দেখবেন চুলকানির অনুভূতি কমে গেছে। চুলকালে ত্বকের ক্ষতি হতে পারে।
সুগন্ধিযুক্ত শাওয়ার জেল বা ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন।
কখন ডাক্তার দেখাবেন
হিট র্যাশের উপশমে সবচেয়ে কার্যকর হলো ত্বককে ঠান্ডা রাখা এবং তাপের সংস্পর্শ এড়িয়ে চলা। তবে শিশু বা প্রাপ্তবয়স্ক যেই হোক, লক্ষণগুলো কয়েক দিনের বেশি স্থায়ী হলে এবং র্যাশ ও ফুসকুড়ি আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
তথ্যসূত্র: মায়ো ক্লিনিক, এনএইচএস
সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে অনেকের গায়ে উঠছে র্যাশ। অ্যালার্জির মতো এই র্যাশ চুলকালে ফুলে যায়। বেশি চুলকালে রক্তও বের হতে পারে। এই র্যাশ ও চুলকানির কারণে রাতে ঘুমানো কঠিন হয়ে যায়।
হিট র্যাশকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিলিয়ারিয়া বলে। এটি শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। বিশেষ করে তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়ার মধ্যে এই সমস্যা হয়।
মূলত ত্বকে ঘাম আটকে গেলে হিট র্যাশ হয়। উপসর্গের মধ্যে রয়েছে— ছোট ফোসকা থেকে গভীর ফোসকা, স্ফীত পিণ্ড। হিট র্যাশ চুলকালে অ্যালার্জির মতো ফুলে ওঠে।
গরমের র্যাশ
মিলিয়ারিয়া রুব্রা (এ), এক ধরনের ফুসকুড়ি। ছোট ছোট ফোসকা–সদৃশ ফুসকুড়ি দেখা যায়। এতে তীব্র চুলকানি হতে পারে। মিলিয়ারিয়া ক্রিস্টালিনা (বি), আরেক ধরনের হিট র্যাশ। এতে ফোলা ফোসকার মধ্যে পরিষ্কার, তরল থাকে। এটিতে সাধারণত ব্যথা বা চুলকানি হয় না।
তবে ত্বক ঠান্ডা হলে সাধারণত হিট র্যাশ মিলিয়ে যায়। অবস্থা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লক্ষণ
প্রাপ্তবয়স্কদের সাধারণত ত্বকের ভাঁজে এবং যেখানে পোশাক ত্বকের সংস্পর্শে থাকে বা ঘষা লাগে সেখানে হিট র্যাশ হয়। শিশুদের মধ্যে র্যাশ প্রধানত ঘাড়, কাঁধ এবং বুকে হয়। বগল, কনুই এবং কুঁচকিতেও দেখা যেতে পারে।
র্যাশ সাধারণ লাল বর্ণের হয়। তবে বাদামি বা কালো ত্বকের মানুষের ক্ষেত্রে র্যাশ খুব একটা স্পষ্ট দেখা যায় না।
যে কারণে হিট র্যাশ হয়
একক্রাইন ঘর্মগ্রন্থিগুলো শরীরের বেশির ভাগ অংশে থাকে এবং সরাসরি ত্বকের উপরিভাগে উন্মুক্ত হয়। আর অ্যাপোক্রাইন গ্রন্থিগুলো চুলের ফলিকলের মধ্যে উন্মুক্ত থাকে, যার মুখগুলো শেষ পর্যন্ত ত্বকের পৃষ্ঠের দিকেই উন্মুক্ত হয়। অ্যাপোক্রাইন গ্রন্থিগুলো মাথার ত্বক, বগল এবং কুঁচকির মতো অসংখ্য লোমকূপযুক্ত অঞ্চলে বিকশিত হয়। একক্রাইন ঘর্মগ্রন্থিগুলো হাইপারহাইড্রোসিসের জন্য দায়ী। যদিও অ্যাপোক্রাইন গ্রন্থিগুলোও এ ধরনের ভূমিকা রাখতে পারে। হাইপারহাইড্রোসিস হলো অতিরিক্ত ঘাম হওয়া।
হিট র্যাশের প্রকারভেদ
ত্বকে ঘাম কতটা গভীরভাবে আটকে আছে তার ওপর ভিত্তি করে হিট র্যাশের ধরনগুলো শ্রেণিবদ্ধ করা হয়। প্রতিটি ধরনের লক্ষণ এবং উপসর্গ আলাদা।
হিট র্যাশের মৃদুতম রূপকে মিলিয়ারিয়া ক্রিস্টালিনা বলা হয়। এটি ঘটে যখন ত্বকের উপরিভাগে ঘামের নালি (ঘামের ছিদ্র) খোলার সময় বাধাপ্রাপ্ত হয়। এই ধরনটি ছোট, পরিষ্কার তরল ভরা ফোলা দেখে চিহ্নিত করা হয়। এই জলথলি সহজেই ভেঙে যায়।
আরেকটি প্রকার যা ত্বকের গভীরে ঘটে, এটিকে মিলিয়ারিয়া রুব্রা বলা হয়। এটিই আসলে ঘামাচি। লক্ষণ এবং উপসর্গগুলোর মধ্যে রয়েছে— ছোট, ফোসকা-সদৃশ ফুসকুড়ি এবং আক্রান্ত স্থানে চুলকানি বা কাঁটা দেওয়ার অনুভূতি হওয়া।
মাঝে মাঝে, মিলিয়ারিয়া রুব্রার স্ফীত অংশ পুঁজে ভরে যায়। এই ধরনটিকে মিলিয়ারিয়া পুস্টুলোসা বলা হয়।
হিট র্যাশের একটি কম সাধারণ রূপ হলো মিলিয়ারিয়া প্রফুন্ডা। এটি ত্বকের গভীরতম স্তরকে (ডার্মিস) প্রভাবিত করে। এটি শক্ত, ব্যথাযুক্ত স্ফীত বাম্প তৈরি করে। তীব্র চুলকানি হয়। এই থলি ফেটে যেতেও পারে।
হিট র্যাশের চিকিৎসা বা প্রতিরোধ
প্রাথমিক উপশমের জন্য করণীয় হলো, ত্বক ঠান্ডা রাখার ব্যবস্থা করা। ত্বক ঠান্ডা থাকলে ঘাম হবে না, সেই সঙ্গে ফুসকুড়িতে জ্বালাপোড়া বা চুলকানিও হবে না।
ত্বক ঠান্ডা রাখতে
চুলকানি বা কাঁটাযুক্ত অনুভূতি উপশমে
২০ মিনিট পর্যন্ত ঠান্ডা কিছু প্রয়োগ করুন। ঠান্ডা পানিতে ভেজা কাপড় বা বরফের প্যাক গায়ে চেপে রাখতে পারেন। আরাম লাগবে।
তীব্র চুলকানির অনুভূতি হলেও চুলকাবেন না। বরং আলতো করে চাপ দিন, দেখবেন চুলকানির অনুভূতি কমে গেছে। চুলকালে ত্বকের ক্ষতি হতে পারে।
সুগন্ধিযুক্ত শাওয়ার জেল বা ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন।
কখন ডাক্তার দেখাবেন
হিট র্যাশের উপশমে সবচেয়ে কার্যকর হলো ত্বককে ঠান্ডা রাখা এবং তাপের সংস্পর্শ এড়িয়ে চলা। তবে শিশু বা প্রাপ্তবয়স্ক যেই হোক, লক্ষণগুলো কয়েক দিনের বেশি স্থায়ী হলে এবং র্যাশ ও ফুসকুড়ি আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
তথ্যসূত্র: মায়ো ক্লিনিক, এনএইচএস
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
২ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৩ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৪ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৫ দিন আগে