অনলাইন ডেস্ক
ভারত মহাসাগরে ফের একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে সোমালি জলদস্যুরা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন জাহাজটির ক্রুরা। সোমালিয়া উপকূলে জার্মান কোম্পানি পরিচালিত একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা করে জলদস্যুরা।
এশিয়া শিপিং মিডিয়ার সংবাদমাধ্যম স্প্ল্যাশ২৪৭–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমপিপি ব্যাসিলিস্ক গতকাল বৃহস্পতিবার মোগাদিসুর প্রায় ৪০১ নটিক্যাল মাইল (৭৪২ কিমি) দক্ষিণ–পূর্বে সোমালি পাইরেট অ্যাকশন গ্রুপের (পিএজি) দস্যুদের কবলে পড়ে। দুটি ছোট নৌকায় করে কয়েকজন দস্যু জাহাজে উঠে পড়েছিল।
মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ২০১৩ সালে নির্মিত জাহাজটি কেপ ভার্দের পোর্টো গ্র্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল।
জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্রুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। জাহাজটি নিরাপদেই ওই এলাকা পার হতে পেরেছে।
জাহাজের মাস্টারের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। জখম গুরুতর নয়।
ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইউন্যাভফোর) অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজগুলোর একটি এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে, জাহাজে কোনো বহিরাগত নেই।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, ক্রুদের শক্ত প্রতিরোধের কারণে পিএজি জাহাজটিকে ছিনতাই করতে ব্যর্থ হয় জলদস্যুরা। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে।
সোমালিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই জাহাজে ১৭ জন ক্রু ছিলেন। দস্যুরা প্রথমে অপারেশন রুমের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল।
সোমালি জলদস্যুরা গত বছরের শেষের দিকে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ আলমেরাজ ১ ছিনতাই করার আগে বেশ কিছু দিন নীরব ছিল। বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহ তারা ছিনতাই করে গত মার্চে। প্রায় এক মাস পরে মুক্তিপণ দিয়ে ক্রু ও জাহাজ ছাড়িয়ে আনা হয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, মুক্তিপণের পরিমাণ ছিল ৫০ লাখ ডলার।
গত ২৪ ঘণ্টায় সোমালিয়া উপকূলে জলদস্যুতা–সংক্রান্ত দুটি ঘটনা ঘটেছে। এর একটি ছিল পানামার পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ। আইল থেকে ২২০ নটিক্যাল মাইল উত্তর–পূর্বে অবস্থানকালে জাহাজ থেকে জলদস্যুতা–সম্পর্কিত ঝুঁকির বার্তা পাঠানো হয়।
অ্যামব্রে আজ শুক্রবার বলেছে, পাঁচ ঘণ্টার মধ্যে তিনটি ছোট নৌকা (স্থানীয় ভাষায় ধো) বাণিজ্যিক জাহাজের কাছাকাছি পৌঁছেছিল।
সোমালিয়ার উপকূলে জলদস্যুতা এক দশক আগে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর আগে প্রতিবছর কয়েক ডজন জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।
ভারত মহাসাগরে ফের একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছে সোমালি জলদস্যুরা। তবে সেই চেষ্টা রুখে দিয়েছেন জাহাজটির ক্রুরা। সোমালিয়া উপকূলে জার্মান কোম্পানি পরিচালিত একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা করে জলদস্যুরা।
এশিয়া শিপিং মিডিয়ার সংবাদমাধ্যম স্প্ল্যাশ২৪৭–এর প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমপিপি ব্যাসিলিস্ক গতকাল বৃহস্পতিবার মোগাদিসুর প্রায় ৪০১ নটিক্যাল মাইল (৭৪২ কিমি) দক্ষিণ–পূর্বে সোমালি পাইরেট অ্যাকশন গ্রুপের (পিএজি) দস্যুদের কবলে পড়ে। দুটি ছোট নৌকায় করে কয়েকজন দস্যু জাহাজে উঠে পড়েছিল।
মিনমেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ২০১৩ সালে নির্মিত জাহাজটি কেপ ভার্দের পোর্টো গ্র্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের দিকে যাচ্ছিল।
জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্রুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। জাহাজটি নিরাপদেই ওই এলাকা পার হতে পেরেছে।
জাহাজের মাস্টারের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। জখম গুরুতর নয়।
ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইউন্যাভফোর) অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজগুলোর একটি এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে, জাহাজে কোনো বহিরাগত নেই।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলেছে, ক্রুদের শক্ত প্রতিরোধের কারণে পিএজি জাহাজটিকে ছিনতাই করতে ব্যর্থ হয় জলদস্যুরা। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে।
সোমালিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওই জাহাজে ১৭ জন ক্রু ছিলেন। দস্যুরা প্রথমে অপারেশন রুমের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল।
সোমালি জলদস্যুরা গত বছরের শেষের দিকে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ আলমেরাজ ১ ছিনতাই করার আগে বেশ কিছু দিন নীরব ছিল। বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহ তারা ছিনতাই করে গত মার্চে। প্রায় এক মাস পরে মুক্তিপণ দিয়ে ক্রু ও জাহাজ ছাড়িয়ে আনা হয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, মুক্তিপণের পরিমাণ ছিল ৫০ লাখ ডলার।
গত ২৪ ঘণ্টায় সোমালিয়া উপকূলে জলদস্যুতা–সংক্রান্ত দুটি ঘটনা ঘটেছে। এর একটি ছিল পানামার পতাকাবাহী সাধারণ পণ্যবাহী জাহাজ। আইল থেকে ২২০ নটিক্যাল মাইল উত্তর–পূর্বে অবস্থানকালে জাহাজ থেকে জলদস্যুতা–সম্পর্কিত ঝুঁকির বার্তা পাঠানো হয়।
অ্যামব্রে আজ শুক্রবার বলেছে, পাঁচ ঘণ্টার মধ্যে তিনটি ছোট নৌকা (স্থানীয় ভাষায় ধো) বাণিজ্যিক জাহাজের কাছাকাছি পৌঁছেছিল।
সোমালিয়ার উপকূলে জলদস্যুতা এক দশক আগে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর আগে প্রতিবছর কয়েক ডজন জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছিল।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩৩ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে