মিস সাউথ আফ্রিকার মুকুট জয় করে নিয়েছেন মিয়া লে রউক্স নামে এক বধির নারী। তবে দেশটির এবারের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বেশ বিতর্কও রয়েছে। কারণ নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ট্রোল করায় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন একজন ফাইনালিস্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেরা সুন্দরীর মুকুট মাথায় দিয়ে লে রউক্স নিজের বিজয়কে নিজের মতোই এই বুনো স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কাজ করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
২৮ বছর বয়সী লে রউক্স মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়েছিলেন। এর ফলে শব্দ বুঝতে সাহায্য করার জন্য তাঁর শরীরে একটি কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল। তিনি জানিয়েছেন, কথা বলতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর তাঁকে স্পিচ থেরাপি নিতে হয়েছিল।
বিজয়ের পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার লে রউক্স বলেন, ‘আমি একজন গর্বিত দক্ষিণ আফ্রিকান বধির নারী। আমি এখন জানি, আমাকে সীমানা ভাঙার জন্য এই গ্রহে রাখা হয়েছিল এবং আমি আজ রাতে এটি করেছি।’
এর আগে গত সপ্তাহে এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৩ বছর বয়সী আইনের ছাত্রী চিদিম্মা আদেতশিনা। কারণ অনেকেই বলাবলি করছিলেন, তাঁর মা একজন দক্ষিণ আফ্রিকান নারীর পরিচয় চুরি করেছেন।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আদেতনিশার বাবা একজন নাইজেরিয়ান এবং তাঁর মা মোজাম্বিকান বংশোদ্ভূত। এই কারণে গত কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সাধারণ অসংখ্য মানুষের পাশাপাশি একজন ক্যাবিনেট মন্ত্রীও দেশের হয়ে আদেতনিশার প্রতিনিধিত্ব করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এমন প্রেক্ষাপটে আদেতনিশা দাবি করেছিলেন, তিনি ‘ব্ল্যাক-অন-ব্ল্যাক ঘৃণার’ শিকার হয়েছেন। এ ধরনের ঘৃণাত্মক মনোভবকে দক্ষিণ আফ্রিকায় ‘আফ্রোফোবিয়া’ হিসেবে আখ্যায়িত করা হয়। এর মাধ্যমে দেশটিতে মূলত অন্যান্য আফ্রিকান দেশগুলোর বংশোদ্ভূত প্রজন্মকে নির্দেশ করা হয়।
মিস সাউথ আফ্রিকার মুকুট জয় করে নিয়েছেন মিয়া লে রউক্স নামে এক বধির নারী। তবে দেশটির এবারের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বেশ বিতর্কও রয়েছে। কারণ নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ট্রোল করায় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন একজন ফাইনালিস্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেরা সুন্দরীর মুকুট মাথায় দিয়ে লে রউক্স নিজের বিজয়কে নিজের মতোই এই বুনো স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে কাজ করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
২৮ বছর বয়সী লে রউক্স মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়েছিলেন। এর ফলে শব্দ বুঝতে সাহায্য করার জন্য তাঁর শরীরে একটি কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল। তিনি জানিয়েছেন, কথা বলতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর তাঁকে স্পিচ থেরাপি নিতে হয়েছিল।
বিজয়ের পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার লে রউক্স বলেন, ‘আমি একজন গর্বিত দক্ষিণ আফ্রিকান বধির নারী। আমি এখন জানি, আমাকে সীমানা ভাঙার জন্য এই গ্রহে রাখা হয়েছিল এবং আমি আজ রাতে এটি করেছি।’
এর আগে গত সপ্তাহে এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ২৩ বছর বয়সী আইনের ছাত্রী চিদিম্মা আদেতশিনা। কারণ অনেকেই বলাবলি করছিলেন, তাঁর মা একজন দক্ষিণ আফ্রিকান নারীর পরিচয় চুরি করেছেন।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আদেতনিশার বাবা একজন নাইজেরিয়ান এবং তাঁর মা মোজাম্বিকান বংশোদ্ভূত। এই কারণে গত কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। সাধারণ অসংখ্য মানুষের পাশাপাশি একজন ক্যাবিনেট মন্ত্রীও দেশের হয়ে আদেতনিশার প্রতিনিধিত্ব করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এমন প্রেক্ষাপটে আদেতনিশা দাবি করেছিলেন, তিনি ‘ব্ল্যাক-অন-ব্ল্যাক ঘৃণার’ শিকার হয়েছেন। এ ধরনের ঘৃণাত্মক মনোভবকে দক্ষিণ আফ্রিকায় ‘আফ্রোফোবিয়া’ হিসেবে আখ্যায়িত করা হয়। এর মাধ্যমে দেশটিতে মূলত অন্যান্য আফ্রিকান দেশগুলোর বংশোদ্ভূত প্রজন্মকে নির্দেশ করা হয়।
বর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৩৫ মিনিট আগেতাজমহল—ভালোবাসার প্রতীক, মুগ্ধতা ছড়ানো এক আশ্চর্য স্থাপনা। যা শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষকে বিস্মিত করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আজকের দিনে এই ধরনের একটি স্থাপনা তৈরি করতে কত খরচ হতো?
৩৬ মিনিট আগেআদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
১ ঘণ্টা আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
২ ঘণ্টা আগে