জিবুতি উপকূলে নৌকাডুবিতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩৩ জন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে লোহিতসাগর পাড়ি দিয়ে ইথিওপিয়াগামী ওই নৌকায় ৭৭ জন আরোহী ছিল বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
গতকাল মঙ্গলবার কিছু অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যেতে দেখে কোস্টগার্ডদের খবর দেয় জেলেরা। উদ্ধারকারীরা অন্তত ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের জিবুতি থেকে গডোরিয়া শহরে নিয়ে আসার পরও তাদের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সেখানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় ফেরত পাঠায়।
জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়াহ বলেন, নিজ দেশের চেয়ে ইয়েমেনের জীবন বড় সংগ্রামের। তাই ডুবে যাওয়া নৌকায় থাকা মানুষ ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছে।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বেরহানু সেগেই টুইটারে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ যাত্রা অত্যন্ত বিপজ্জনক এবং আমরা ক্রমাগত আমাদের নাগরিকদের জীবন হারাচ্ছি।’
স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকজন প্রায়ই উন্নত জীবনের সন্ধানে জিবুতি ও ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং এরও বাইরে পাড়ি জমায়। কেউ কেউ যুদ্ধের কবলে থাকা ইয়েমেনেই আটকা পড়ে।
একই জলসীমায় আরেকটি নৌকাডুবিতে অন্তত ৩৮ জন ইথিওপীয় নিহত হওয়ার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে একই এলাকায় প্রায় এক হাজার মানুষ নিহত বা নিখোঁজের রেকর্ড করা হয়েছে।
জিবুতি উপকূলে নৌকাডুবিতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩৩ জন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে লোহিতসাগর পাড়ি দিয়ে ইথিওপিয়াগামী ওই নৌকায় ৭৭ জন আরোহী ছিল বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
গতকাল মঙ্গলবার কিছু অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যেতে দেখে কোস্টগার্ডদের খবর দেয় জেলেরা। উদ্ধারকারীরা অন্তত ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের জিবুতি থেকে গডোরিয়া শহরে নিয়ে আসার পরও তাদের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সেখানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় ফেরত পাঠায়।
জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়াহ বলেন, নিজ দেশের চেয়ে ইয়েমেনের জীবন বড় সংগ্রামের। তাই ডুবে যাওয়া নৌকায় থাকা মানুষ ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছে।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বেরহানু সেগেই টুইটারে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ যাত্রা অত্যন্ত বিপজ্জনক এবং আমরা ক্রমাগত আমাদের নাগরিকদের জীবন হারাচ্ছি।’
স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকজন প্রায়ই উন্নত জীবনের সন্ধানে জিবুতি ও ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং এরও বাইরে পাড়ি জমায়। কেউ কেউ যুদ্ধের কবলে থাকা ইয়েমেনেই আটকা পড়ে।
একই জলসীমায় আরেকটি নৌকাডুবিতে অন্তত ৩৮ জন ইথিওপীয় নিহত হওয়ার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে একই এলাকায় প্রায় এক হাজার মানুষ নিহত বা নিখোঁজের রেকর্ড করা হয়েছে।
বর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৩৬ মিনিট আগেতাজমহল—ভালোবাসার প্রতীক, মুগ্ধতা ছড়ানো এক আশ্চর্য স্থাপনা। যা শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষকে বিস্মিত করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আজকের দিনে এই ধরনের একটি স্থাপনা তৈরি করতে কত খরচ হতো?
৩৬ মিনিট আগেআদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
১ ঘণ্টা আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
২ ঘণ্টা আগে