Ajker Patrika

অভ্যুত্থান করে বিশ্বের সর্বকনিষ্ঠ শাসক হলেন বুরকিনা ফাসোর ইব্রাহিম

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২৩: ০২
অভ্যুত্থান করে বিশ্বের সর্বকনিষ্ঠ শাসক হলেন বুরকিনা ফাসোর ইব্রাহিম

মাত্র এক সপ্তাহ আগেও ৩৪ বছর বয়সী ইব্রাহিম ত্রাওরেকে কেউই চিনত না। এমনকি বুরকিনা ফাসোতে তাঁর নিজ গ্রামেও অনেকেই তাঁকে চিনত না। কিন্তু সম্প্রতি দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ত্রাওরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার ছক পাল্টে দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুরকিনা ফাসোর সেনাবাহিনীর ছোট একটি বিদ্রোহী অংশের নেতৃত্ব দেওয়া ত্রাওরে দেশটির সাবেক জান্তা শাসক লে. কর্নেল পল–হেনরি সান্দাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সর্বময় ক্ষমতা দখল করেছেন। পল–হেনরি সান্দাওগো চলতি বছরের জানুয়ারি মাসেই আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করেন।

এএফপির প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় গতকাল বুধবার ত্রাওরে নিজেকে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তিনি ওই ঘোষণায় দেশটির জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং রাষ্ট্রীয় বিধি–বিধান জারি রাখার প্রতিশ্রুতি দেন। এবং প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে নিজেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে কমবয়সী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিককে পেছনে ফেলেছেন ত্রাওরে। বোরিকের বয়স ৩৬ বছর।

গত ১ অক্টোবর বুরকিনা ফাসোর সামরিক সরকারের প্রধান পল হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করেন ইব্রাহিম ত্রাওরে। সে সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘দামিবাকে ক্ষমতাচ্যুত করে সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং সংবিধান স্থগিত করা হয়েছে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেন ইব্রাহিম ত্রাওরে নিজে। তিনি বলেছেন, ‘দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন দামিবা। তাই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনীর একদল কর্মকর্তা।’ 

আল-জাজিরা জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় এ বছরে এটি দ্বিতীয় সেনা অভ্যুত্থান। আট মাস আগে এ বছরের জানুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট রচ কাবোরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন পল হেনরি দামিবা। আজ আবার সেনা অভ্যুত্থানে দামিবাকে ক্ষমতাচ্যুত করলেন ইব্রাহিম ত্রাওরে।

আল-কায়েদা এবং আইএসআইএসের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দেশটিতে লড়াই করছে। আল-জাজিরার প্রতিনিধি নিকোলাস হক সেনেগালের ডাকার থেকে বলেছেন, বুরকিনা ফাসোর ৪০ শতাংশই নিয়ন্ত্রণের বাইরে। দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষের কারণে নিরাপত্তা নিয়ে হতাশা ক্রমেই বাড়ছে। সর্বশেষ অভ্যুত্থানের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন সশস্ত্র দলগুলোকে মোকাবিলা করার। কিন্তু ক্ষমতায় গিয়ে কেউই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত