অনলাইন ডেস্ক
আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মারা গেছে। দেশটির উপকূলীয় অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনা ডুবে যাওয়া ফেরটিতে ১৩০ জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে মাত্র ৫ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের নামপুলা অঞ্চলের বাসিন্দাদের একটি দল কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে ফেরিটিতে করে পালিয়ে যাচ্ছিলেন। মূলত যাত্রীর সংখ্যা পরিমাণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়।
নামপুলার স্বরাষ্ট্রসচিব জাইমো নেটো জানান, ফেরিটিতে করে লোকজন কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘নৌযানটিতে মাত্রাতিরিক্ত যাত্রী ও সেটি যাত্রী পরিবহনে উপযোগী না হওয়ার কারণে সেটি ডুবে গিয়েছে।’ মারা যাওয়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যাত্রীবাহী ফেরিটি মোজাম্বিকের লুঙ্গা প্রদেশ থেকে ভারত মহাসাগরে অবস্থিত মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রী বেশি হয়ে যাওয়া ও ফেরিটি অনুপযোগী হওয়ার কারণে সেটি নামপুলা উপকূলে গিয়ে ডুবে যায়।
জাইমো নেটো আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৩ জন সুস্থ আছেন।
আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মারা গেছে। দেশটির উপকূলীয় অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনা ডুবে যাওয়া ফেরটিতে ১৩০ জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে মাত্র ৫ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের নামপুলা অঞ্চলের বাসিন্দাদের একটি দল কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে ফেরিটিতে করে পালিয়ে যাচ্ছিলেন। মূলত যাত্রীর সংখ্যা পরিমাণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়।
নামপুলার স্বরাষ্ট্রসচিব জাইমো নেটো জানান, ফেরিটিতে করে লোকজন কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘নৌযানটিতে মাত্রাতিরিক্ত যাত্রী ও সেটি যাত্রী পরিবহনে উপযোগী না হওয়ার কারণে সেটি ডুবে গিয়েছে।’ মারা যাওয়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যাত্রীবাহী ফেরিটি মোজাম্বিকের লুঙ্গা প্রদেশ থেকে ভারত মহাসাগরে অবস্থিত মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রী বেশি হয়ে যাওয়া ও ফেরিটি অনুপযোগী হওয়ার কারণে সেটি নামপুলা উপকূলে গিয়ে ডুবে যায়।
জাইমো নেটো আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৩ জন সুস্থ আছেন।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১০ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে