অনলাইন ডেস্ক
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী ছিল হাইতির নাগরিক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, পেরুর পিউরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে নিহতের সংখ্যা ২৫ বললেও পরে পুলিশ বলেছে ২৪।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল কোরিয়ানকা ট্যুর কোম্পানির। যাত্রী নিয়ে বাসটি পেরুর লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসের দিকে যাচ্ছিল। বাসটি অর্গানোস শহরের কাছে এসে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং অন্যরা ভেতরে আটকা পড়েছিল।
যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি। পেরুতে অনেক হাইতির অভিবাসী রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অভিবাসীর সংখ্যা বাড়ছে।
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী ছিল হাইতির নাগরিক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, পেরুর পিউরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে নিহতের সংখ্যা ২৫ বললেও পরে পুলিশ বলেছে ২৪।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল কোরিয়ানকা ট্যুর কোম্পানির। যাত্রী নিয়ে বাসটি পেরুর লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসের দিকে যাচ্ছিল। বাসটি অর্গানোস শহরের কাছে এসে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং অন্যরা ভেতরে আটকা পড়েছিল।
যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি। পেরুতে অনেক হাইতির অভিবাসী রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অভিবাসীর সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে