Ajker Patrika

জমকালো আয়োজনে বিশ্বজুড়ে নববর্ষ উদ্‌যাপন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২: ৫৬
জমকালো আয়োজনে বিশ্বজুড়ে নববর্ষ উদ্‌যাপন

বিশ্বজুড়ে জমকালো আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে ইংরেজি নতুন বছর, ২০২৩। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই শুরু হয় বর্ণিল আতশবাজি, ফানুশসহ নানা আয়োজন। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা, কিরিবাতি ও সামোয়া। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল আলোকচ্ছটা। 

এরপর ২০২৩ সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ড শহরে স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মাতে নিউজিল্যান্ডবাসী। বর্ষবরণের এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয় সেখানে। 

অকল্যান্ড শহরে স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। ছবি: এএফপিপ্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনি হারবারে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। হাজার হাজার মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে সিডনি। পর্যটনকেন্দ্র অপেরা হাউসের চারপাশের আতশবাজির ঝলকানি মুগ্ধ করে সবাইকে। 

অস্ট্রেলিয়ার সিডনি হারবারে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। ছবি: এএফপি

যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই লন্ডনের ওয়েস্টমিনস্টারে ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা বেজে ওঠে। এ সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে গান ফায়ার করা হয়। 

যুক্তরাজ্যে উৎসাহ-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ছবি: এএফপি

চীনে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেও নতুন বছরকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়েছে। গত তিন বছর ধরে করোনার কঠোর বিধিনিষেধ পালনের পর সম্প্রতি কড়াকড়ি তুলে নেওয়া হয়। ফলে ইংরেজি বর্ষবরণের আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। 

চীনে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেও নতুন বছরকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেওয়া হয়েছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে করোনার কারণে দুই বছর উদ্‌যাপন সীমিত থাকলে এবার আয়োজন ছিল চোখধাঁধানো। ঐতিহ্য অনুযায়ী নিউইয়র্কের টাইমস স্কয়ারে কাউন্টডাউন ও বল ড্রপ অনুষ্ঠিত হয়। বলতে গেলে নতুন বছর উদ্‌যাপনের সবচেয়ে বড় আয়োজন হয় এখানে। উপস্থিত থাকেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ। 

যুক্তরাষ্ট্রে নতুন বছরকে বরণের আয়োজন ছিল চোখধাঁধানো। ছবি: এএফপিএ ছাড়া ব্রাজিল, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের আরও অনেক দেশে নানা আয়োজনে বরণ করা হয় ২০২৩ সালকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত