Ajker Patrika

মিয়ানমারের সাধারণ নির্বাচন ২০২৫ সালে, জান্তা প্রধানের প্রতিশ্রুতি

মিয়ানমারের সাধারণ নির্বাচন ২০২৫ সালে, জান্তা প্রধানের প্রতিশ্রুতি

আগামী বছর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। এর আগে, এ বছরের অক্টোবরে আদমশুমারির পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছিলেন তিনি। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী খবরটি দিয়েছে।

গত শনিবার মান্দালয় অঞ্চলের মেইকটিলা শহরে জান্তা কর্মী এবং সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় তিনি ভোটের প্রতিশ্রুতি দেন। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে জান্তা বাহিনীর ৫ দফা রোডম্যাপের মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। তবে জান্তা প্রধান বারবার দেশে চলমান অস্থিরতাকে কারণ হিসেবে দেখিয়ে নির্বাচন পিছিয়েছেন।

গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেছিলেন, কেবলমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরলেই নির্বাচন হবে।

সম্প্রতি জান্তা প্রধান স্বীকার করেছেন যে, ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশন ১০২৭-তে উত্তর শান রাজ্যের অসংখ্য শহর এবং রাখাইন ও চিন রাজ্যের ১০টি শহরের দখল আরাকান সেনাবাহিনীর কাছে হারিয়েছে জান্তা।

গত ফেব্রুয়ারি থেকে জান্তা বাহিনীতে তরুণ-যুবকদের যোগদান বাধ্যতামূলক করেছে সরকার। প্রাক্তন সামরিক কর্মকর্তাদেরও ফিরিয়ে আনা হয়েছে সক্রিয় দায়িত্বে। মে মাসে, আটটি আঞ্চলিক কমান্ডের সব সামরিক কর্মী এবং পুলিশকে সামনের সারিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন মিন অং হ্লাইং।

রাখাইন রাজ্যের অর্ধেকই হারিয়েছে জান্তা। সে সঙ্গে, চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তরের শান রাজ্যে আবারও চলছে উত্তেজনা। বিদ্রোহী গ্রুপগুলোর কাছে জান্তার লাগাতার পরাজয়ে প্রশ্ন ওঠে, এ অবস্থায় অক্টোবরের মধ্যে আদমশুমারি পরিচালনা, ভোটার তালিকা সংকলন এবং নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে।

মিয়ানমারে ২০২০ সালের ৮ নভেম্বর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার জয়ী হয়ে সরকার গঠন করেছিল দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

আন্তর্জাতিক সম্প্রদায়, বেসামরিক জাতীয় ঐক্য সরকার এবং বিপ্লবী বাহিনী বলছে, জান্তা সরকারের আয়োজিত কোনো নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত