২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ভ্রমণকারীদের ভোটে নির্বাচিত বিশ্বের সেরা ১০০টি বিমানবন্দরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা গেছে। সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে ছয়টিই এশিয়ার। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি বিমানবন্দর স্থান পেলেও বাংলাদেশের কোনো বিমানবন্দর জায়গা করে নিতে পারেনি।
১ ঘণ্টা আগেপাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি
৩ ঘণ্টা আগেইউক্রেনের ভেতরে দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য যাওয়া রাশিয়ার পাইপলাইনের নিয়ন্ত্রণ কিয়েভের কাছ থেকে নিয়ে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন খবর প্রকাশিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সে। এই পদক্ষেপকে ঔপনিবেশিক কায়দায় চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা হিসেবে বর্ণনা করা হচ্ছে কিয়েভের তরফ থেকে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারে আবারও ভূমিকম্প হয়েছে। গত ২৮ মার্চ হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহের মধ্যে এই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটল। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না—তা এখনো জানা যায়নি। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট ও মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে