অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৭০ কিলোমিটার। সীমান্তসংলগ্ন মিয়ানমারের যেসব এলাকা আছে, সেগুলোর পুরো নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির (এএ) হাতে। গত রোববার আরাকান আর্মি মংডু টাউনশিপ দখলের পর এ দাবি করেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মিয়ানমারের আরাকান অঞ্চল তথা রাখাইনের এই জাতিগত সশস্ত্র বাহিনী জানিয়েছে, কয়েক মাসের লড়াইয়ের পর রোববার সকালে তারা মংডু শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের জান্তাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী পুলিশের ৫ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখল করেছে। এটি বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জান্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন সবশেষ ঘাঁটি ছিল।
আরাকান আর্মি জানিয়েছে, তারা এখন জান্তা বাহিনী এবং তাদের মিত্র রোহিঙ্গা মিলিশিয়া গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) পলায়নপর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
রাখাইনের গণমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, মংডু দখলের যুদ্ধের পর আরাকান আর্মি জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আটক করেছে। থুরেইন তুন এই অঞ্চলে জান্তা বাহিনীর মিলিটারি অপারেশন কমান্ড-১৫-এর কমান্ডার। এ ছাড়া আরাকান আর্মি জান্তা বাহিনীর সদস্যসহ প্রায় ৮০ জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে।
এর আগে, আরাকান আর্মি গত মে মাসের শেষ দিকে মংডু অভিযান শুরু করে। অর্থাৎ, আরাকান আর্মির ছয় মাস সময় লেগে গেল পুরো মংডু শহর দখল করতে। এএ দাবি করেছে, তারা এখন মিয়ানমারের তিনটি টাউনশিপ—মংডু, বুথিডং (রাখাইন রাজ্যে) এবং চিন রাজ্যের পালেতওয়া (যা ভারতের সঙ্গেও সীমান্ত শেয়ার করে)—পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।
জাতিসংঘ গত মাসে জানিয়েছে, রাখাইনের ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। জান্তা সরকার রাজ্যে খাদ্য, জ্বালানি, ওষুধসহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করতে সড়ক ও জলপথ অবরোধ করেছে। রাখাইনে চলমান লড়াই পর্যবেক্ষণকারী এক সামরিক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনরুদ্ধার রাখাইন রাজ্যের মানুষের দুর্দশা লাঘবে সহায়ক হতে পারে। বিশ্লেষক আরও যোগ করেছেন, রাখাইন রাজ্যে জটিল রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উচিত এএর সঙ্গে অর্থবহ আলোচনা করা।
এএ এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন টাউনশিপের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। এএ সেনারা আন টাউনশিপের বেশির ভাগ অংশ দখল করেছে এবং জান্তা সরকারের পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর ছাড়া বাকি প্রায় ৩০টি ঘাঁটি ও অবস্থান দখল করেছে। এই সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তাউনগুপ শহরের কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। কেবল শহরের বাইরে জান্তা সরকারের মাত্র একটি ঘাঁটি অবশিষ্ট রয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৭০ কিলোমিটার। সীমান্তসংলগ্ন মিয়ানমারের যেসব এলাকা আছে, সেগুলোর পুরো নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির (এএ) হাতে। গত রোববার আরাকান আর্মি মংডু টাউনশিপ দখলের পর এ দাবি করেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মিয়ানমারের আরাকান অঞ্চল তথা রাখাইনের এই জাতিগত সশস্ত্র বাহিনী জানিয়েছে, কয়েক মাসের লড়াইয়ের পর রোববার সকালে তারা মংডু শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের জান্তাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী পুলিশের ৫ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখল করেছে। এটি বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জান্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন সবশেষ ঘাঁটি ছিল।
আরাকান আর্মি জানিয়েছে, তারা এখন জান্তা বাহিনী এবং তাদের মিত্র রোহিঙ্গা মিলিশিয়া গোষ্ঠীগুলো আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) পলায়নপর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
রাখাইনের গণমাধ্যম গতকাল সোমবার জানিয়েছে, মংডু দখলের যুদ্ধের পর আরাকান আর্মি জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আটক করেছে। থুরেইন তুন এই অঞ্চলে জান্তা বাহিনীর মিলিটারি অপারেশন কমান্ড-১৫-এর কমান্ডার। এ ছাড়া আরাকান আর্মি জান্তা বাহিনীর সদস্যসহ প্রায় ৮০ জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে।
এর আগে, আরাকান আর্মি গত মে মাসের শেষ দিকে মংডু অভিযান শুরু করে। অর্থাৎ, আরাকান আর্মির ছয় মাস সময় লেগে গেল পুরো মংডু শহর দখল করতে। এএ দাবি করেছে, তারা এখন মিয়ানমারের তিনটি টাউনশিপ—মংডু, বুথিডং (রাখাইন রাজ্যে) এবং চিন রাজ্যের পালেতওয়া (যা ভারতের সঙ্গেও সীমান্ত শেয়ার করে)—পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।
জাতিসংঘ গত মাসে জানিয়েছে, রাখাইনের ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। জান্তা সরকার রাজ্যে খাদ্য, জ্বালানি, ওষুধসহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করতে সড়ক ও জলপথ অবরোধ করেছে। রাখাইনে চলমান লড়াই পর্যবেক্ষণকারী এক সামরিক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনরুদ্ধার রাখাইন রাজ্যের মানুষের দুর্দশা লাঘবে সহায়ক হতে পারে। বিশ্লেষক আরও যোগ করেছেন, রাখাইন রাজ্যে জটিল রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের উচিত এএর সঙ্গে অর্থবহ আলোচনা করা।
এএ এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন টাউনশিপের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। এএ সেনারা আন টাউনশিপের বেশির ভাগ অংশ দখল করেছে এবং জান্তা সরকারের পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর ছাড়া বাকি প্রায় ৩০টি ঘাঁটি ও অবস্থান দখল করেছে। এই সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তাউনগুপ শহরের কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। কেবল শহরের বাইরে জান্তা সরকারের মাত্র একটি ঘাঁটি অবশিষ্ট রয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
২ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
২ ঘণ্টা আগে