অনলাইন ডেস্ক
চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
সৌদি আরবের প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের জন্য এখন থেকে নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক। শ্রম আইন সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিয়োগকর্তার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
৩৮ মিনিট আগেশরীরের উচ্চতা দিয়ে দুজনই বিশ্ব রেকর্ড গড়েছেন। এবার গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের ৭০ তম সংস্করণেও ‘আইকন’ হিসেবে সম্মানিত করা হয়েছে তাঁদের দুজনকে। বিশ্বখ্যাত এই দুই নারীর মধ্যে রুমেইসা গেলিগো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নারীর স্বীকৃতি পেয়েছেন আর জ্যোতি আমগে হলেন পৃথিবীর সবচেয়ে খাটো নারী।
১ ঘণ্টা আগেইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
২ ঘণ্টা আগেপশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। এক মিলিয়ন পাউন্ডের এই লটারি তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তিনি প্রায় দুই মাস পর জানতে পেরেছিলেন...
২ ঘণ্টা আগে