অনলাইন ডেস্ক
জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের ঐক্য ভেঙে পড়েছে। ফলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে ক্ষমতাসীন ‘ট্রাফিক লাইট’ বলে পরিচিত জোট। এই অবস্থায় জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওলাফ শলৎসের সরকার এখন কেবল তাঁর নিজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও গ্রিন পার্টি রয়ে গেছে। এই অবস্থায় পার্লামেন্টে সরকার টিকে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। জোটের অন্যতম অংশীদার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল বুধবার রাতে সংকট সমাধানের জন্য আলোচনায় ব্যর্থ হওয়ার পর চ্যান্সেলর লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায়, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সংসদীয় দলের নেতা ক্রিশ্চিয়ান ডুর বলেন, তাদের দল শলৎস সরকারে থাকা দলটির সব মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এর মধ্য দিয়ে তিন দলের জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
এই ঘটনার পর জোটসঙ্গী গ্রিন পার্টি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ফ্রি ডেমোক্রেটিক পার্টি চলে গেলেও তারা সরকারে থেকে যাবে। দলটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানির সক্ষমতা দুনিয়াব্যাপী তুলে ধরার প্রয়োজনীয়তা বেড়েছে।
ফ্রি ডেমোক্রেটিক পার্টি জোট থেকে বের হয়ে যাওয়ার পর এই বিষয়ে গত বুধবার ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা বলতে চাই, আজ রাতের এই পরিস্থিতি আমাদের কাছে ভুল এবং সঠিক নয়—এমনকি অত্যন্ত হৃদয়বিদারক এমন এক দিনে যখন জার্মানিকে ইউরোপে একতা ও কার্যক্রম প্রদর্শন করতে হবে। এটি জার্মানি ও ইউরোপের জন্যও ভালো দিন নয়।’
এর আগে, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য ক্রিশ্চিয়ান লিন্ডনার অভিযোগ করেন যে, জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ঐকমত্য গঠনে ব্যর্থ হয়েছে। তাই আগাম নির্বাচনের আয়োজন করা উচিত। আগামী বছরের বাজেটের ব্যাপক ঘাটতি মোকাবিলা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে জোট দলগুলো একমত না হওয়ার কারণে এবং তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় লিন্ডনারকে অব্যাহতি দেওয়া হয়।
জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের ঐক্য ভেঙে পড়েছে। ফলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে ক্ষমতাসীন ‘ট্রাফিক লাইট’ বলে পরিচিত জোট। এই অবস্থায় জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওলাফ শলৎসের সরকার এখন কেবল তাঁর নিজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও গ্রিন পার্টি রয়ে গেছে। এই অবস্থায় পার্লামেন্টে সরকার টিকে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। জোটের অন্যতম অংশীদার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল বুধবার রাতে সংকট সমাধানের জন্য আলোচনায় ব্যর্থ হওয়ার পর চ্যান্সেলর লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায়, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সংসদীয় দলের নেতা ক্রিশ্চিয়ান ডুর বলেন, তাদের দল শলৎস সরকারে থাকা দলটির সব মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এর মধ্য দিয়ে তিন দলের জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
এই ঘটনার পর জোটসঙ্গী গ্রিন পার্টি দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ফ্রি ডেমোক্রেটিক পার্টি চলে গেলেও তারা সরকারে থেকে যাবে। দলটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানির সক্ষমতা দুনিয়াব্যাপী তুলে ধরার প্রয়োজনীয়তা বেড়েছে।
ফ্রি ডেমোক্রেটিক পার্টি জোট থেকে বের হয়ে যাওয়ার পর এই বিষয়ে গত বুধবার ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা বলতে চাই, আজ রাতের এই পরিস্থিতি আমাদের কাছে ভুল এবং সঠিক নয়—এমনকি অত্যন্ত হৃদয়বিদারক এমন এক দিনে যখন জার্মানিকে ইউরোপে একতা ও কার্যক্রম প্রদর্শন করতে হবে। এটি জার্মানি ও ইউরোপের জন্যও ভালো দিন নয়।’
এর আগে, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সদস্য ক্রিশ্চিয়ান লিন্ডনার অভিযোগ করেন যে, জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ঐকমত্য গঠনে ব্যর্থ হয়েছে। তাই আগাম নির্বাচনের আয়োজন করা উচিত। আগামী বছরের বাজেটের ব্যাপক ঘাটতি মোকাবিলা নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে জোট দলগুলো একমত না হওয়ার কারণে এবং তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় লিন্ডনারকে অব্যাহতি দেওয়া হয়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৩ ঘণ্টা আগে