কাজান ঘোষণা: অর্থনীতি, মহামারি ও পশ্চিমা বিশ্ব নিয়ে যা বলল ব্রিকস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ২৮
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ৪০

রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো একটি যৌথ ঘোষণা দিয়েছে। বিশ্বের শীর্ষ উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোটটি এই ঘোষণাকে ‘কাজান ঘোষণা’ বলে আখ্যা দিয়েছে। এই ঘোষণায় একটি ন্যায্য ও আরও ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য ইস্যুতে এই ঘোষণায় জোট নিজের অবস্থান ব্যক্ত করেছে। 

ইউক্রেন ইস্যুতে ব্রিকস জোটের কাজান ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা জোর দিয়ে বলছি, সব রাষ্ট্রকে তাদের পূর্ণাঙ্গ অবস্থা বজায় রাখা এবং আন্তঃসম্পর্কের ক্ষেত্রে জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে কাজ করা উচিত। আমরা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মধ্যস্থতা এবং ভালো প্রাসঙ্গিক প্রস্তাবগুলো এগিয়ে নিতে চাই।’ 

মধ্যপ্রাচ্যে চলমান সংকট প্রসঙ্গে এই ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতির অবনতি এবং মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছি। বিশেষ করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সহিংসতার নজিরবিহীন বৃদ্ধি হয়েছে, যা ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে ঘটেছে। এই আক্রমণ ব্যাপক বেসামরিক হতাহতের পাশাপাশি জনগণের জোরপূর্বক উচ্ছেদ ও বেসামরিক অবকাঠামোর বিস্তৃত ধ্বংসযজ্ঞের কারণ।’

লেবানন প্রসঙ্গ টেনে কাজান ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলার ফলে বেসামরিক প্রাণহানি এবং বিশাল পরিমাণে বেসামরিক অবকাঠামোর ক্ষতি যে হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’ 

বিভিন্ন দেশের ওপর পশ্চিমা বিশ্বের যথেচ্ছ নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে ব্রিকসের এই ঘোষণায় বলা হয়, ‘আমরা অবৈধভাবে একতরফা জোরপূর্বক পদক্ষেপ—যার মধ্যে অবৈধ নিষেধাজ্ঞার বিষয়টিও আছে, যা বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর ব্যাঘাত সৃষ্টি করছে—তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’ 

আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বানও জানানো হয়েছে ব্রিকসের কাজান ঘোষণায়। এতে বলা হয়েছে, ‘আমরা বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছি। যাতে বৈশ্বিক আর্থিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়। বিশেষ বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করা যায়।’ 

রাশিয়ার খাদ্যশস্য বিনিময় প্রসঙ্গে কাজান ঘোষণায় বলা হয়েছে, ‘ব্রিকস জোটের সদস্যদের মধ্যে খাদ্যশস্য বিনিময়ের একটি বাণিজ্যিক প্ল্যাটফরম প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাশিয়া যে উদ্যোগ নিয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। পরে এই উদ্যোগকে বিকশিত করে অন্যান্য কৃষি খাতেও সম্প্রসারণ করা হবে।’ 

ব্রিকস জোটের মধ্যে আন্তসীমান্ত আর্থিক লেনদেন প্রসঙ্গে এতে বলা হয়, ‘আমরা দ্রুত, কম খরচে, আরও কার্যকর, স্বচ্ছ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক আন্তসীমান্ত পেমেন্ট ব্যবস্থা স্থাপনের ব্যাপক সুবিধাগুলোকে স্বাগত জানাই। এটি বাণিজ্য প্রতিবন্ধকতা ও বৈষম্যমুক্ত প্রবেশাধিকারের মৌলিক ভিত্তিক। আমরা ব্রিকস দেশগুলো এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে আর্থিক লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহারকে স্বাগত জানাই।’ 

ব্রিকসের আন্তঃব্যাংক সহযোগিতা ব্যবস্থা প্রসঙ্গে কাজান ঘোষণায় বলা হয়, আমরা উদ্ভাবনী আর্থিক অনুশীলন, পদ্ধতিগুলো সহজতর করা এবং সম্প্রসারণের জন্য ব্রিকস আন্তঃব্যাংক সহযোগিতা ব্যবস্থার প্রতিষ্ঠার ওপর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রসঙ্গে বলা হয়, কোটাভিত্তিক ও যথাযথ সম্পদসমৃদ্ধ আইএমএফকে কেন্দ্র করে আমরা একটি শক্তিশালী এবং কার্যকরী বৈশ্বিক আর্থিক সুরক্ষা নেট বজায় রাখার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। 

জি-২০ জোট প্রসঙ্গে কাজান ঘোষণায় বলা হয়, ‘আমরা জি-২০ এর ক্রমাগত এবং ফলপ্রসূ কার্যক্রমের গুরুত্ব স্বীকার করি। এ ছাড়া, ভবিষ্যৎ মহামারি প্রতিরোধ প্রসঙ্গে এই ঘোষণায় বলা হয়, ‘আমরা ব্রিকসের ‘আরঅ্যান্ডডি ভ্যাকসিন সেন্টার’ স্থাপনের উদ্যোগ এবং মহামারির ঝুঁকি প্রতিরোধের জন্য ব্রিকস ‘ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম’ তৈরি বিষয়টিও সমর্থন করি।’ 

তথ্যসূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত