Ajker Patrika

২০২৪ সালে ক্ষমতায় এলে স্বৈরাচার হয়ে যাবে বিজেপি: মমতা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২২: ৩৫
২০২৪ সালে ক্ষমতায় এলে স্বৈরাচার হয়ে যাবে বিজেপি: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করছেন, আগামী ডিসেম্বরেই ভারতে লোকসভা নির্বাচন পরিচালনা করতে পারে বিজেপি। তিনি দাবি করেন, প্রচারের জন্য বিজেপি সব হেলিকপ্টার ইতিমধ্যে বুক করে নিয়েছে। এসব হেলিকপ্টার প্রচারের কাজে লাগানো হতে পারে। 

আজ সোমবার তৃণমূলের যুব শাখার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলে জাতি একটি স্বৈরাচারী শাসনের মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা। 

তিনি বলেন, ‘যদি বিজেপি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসে, জাতি স্বৈরাচারী শাসনের মুখোমুখি হবে। আমি আশঙ্কা করছি, তারা (বিজেপি) ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতেই লোকসভা নির্বাচন করতে পারে।’ 

মমতা দাবি করেন, ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দিয়েছে। তাই তারা আবার ক্ষমতায় আসলে ভারতকে একটি ঘৃণার জাতিতে পরিণত করবে। 

উল্লেখ্য, ২০২৪ সালে এপ্রিল ও মে মাসজুড়ে ভারতের লোকসভা বা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তবে সাম্প্রতিক চাঁদে যাওয়ার সাফল্য এবং বিরোধী দলকে চাপে রাখতে ক্ষমতাসীন বিজেপি আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত