জোটের এমপির যৌন ভিডিও ফাঁস, বিজেপির উল্টো তোপ কংগ্রেসের দিকে

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬: ১১
Thumbnail image

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও কর্ণাটকের স্থানীয় রাজনৈতিক দল জনতা দলের (সেক্যুলার) নেতা প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কর্ণাটক সরকার সেই অভিযোগের বিপরীতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রোজ্জ্বল রেভান্না কর্ণাটকের হাসান লোকসভা আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এবারও নির্বাচনে লড়ছেন অমিত শাহের দল বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সঙ্গে জোট বেঁধে। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হওয়া এক ভিডিওতে রেভান্নাকে দেখা যায় যৌন ‘নির্যাতনমূলক’ কাজে জড়িত থাকতে। 

এই অভিযোগ তুলে গত রোববার প্রোজ্জ্বলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়। সেখানে এক নারী অভিযোগ করেন, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিযোগে ওই নারী জানিয়েছেন, প্রোজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্না ও প্রোজ্জ্বল তাঁদের বাড়িতে মহিলা কর্মীদের যৌন হেনস্তা করতেন। তবে প্রোজ্জ্বল এই ভিডিওকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন। 
 
আজ রোববার সকালে অমিত শাহ আসামের গুয়াহাটিতে সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রতি তোপ দেগে বলেন, ‘প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকার পরও (কর্ণাটকের) কংগ্রেস সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন তিনি হাসানের এমপি ও এনডিএর হয়ে প্রার্থী হয়েছেন বলে নড়াচড়া শুরু করেছে পুলিশ।’ 

এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে অমিত শাহ বলেন, ‘এই ইস্যুতে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা মাতৃশক্তির (নারীদের) পাশে আছে।’ তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বিজেপি সর্বদা মাতৃশক্তির পক্ষে রয়েছে। আমি কংগ্রেসের কাছে জানতে চাই, তখন কাদের সরকার ছিল? কংগ্রেসের সরকার ছিল। কেন তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের বিষয়, তাই আমরা এতে হস্তক্ষেপ করতে পারিনি।’ 

এ সময় তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রিয়াঙ্কাজির উচিত তাদের (কর্ণাটকে কংগ্রেস সরকারের) মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা, কেন তাঁরা ব্যবস্থা নেননি।’ 

এদিকে, যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় প্রোজ্জ্বল রেভান্নার সদস্যপদ স্থগিত করেছে তাঁর দল জনতা দল সেক্যুলার (জেডিএস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত