অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর সঙ্গে ‘হাত মিলিয়ে’ নির্বাচনে লড়াইয়ের মাধ্যমে কংগ্রেসের ‘ধর্মনিরপেক্ষতার মুখোশ' পুরোপুরি খসে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রভাবশালী বাম দল সিপিএম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কেরালার ওয়ানড় উপনির্বাচনে এখন জোর প্রচার-প্রচারণা চলছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে পিনারাই বিজয়ন লিখলেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামায়াত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।’
এই আচরণের মধ্য দিয়ে ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে বলে মন্তব্য বিজয়নের।
রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। প্রায় তিন দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোটের রাজনীতিতে কংগ্রেস সাধারণ সম্পাদকের এটিই প্রথম অংশগ্রহণ। ওয়ানড় কেন্দ্রটি কংগ্রেসের জন্য নিরাপদ আসন বলেই মনে করা হয়। এই আসনের একটি বড় অংশের বাসিন্দা মুসলিম।
এ ছাড়া কেরালার সংখ্যালঘু ভোটাররা সাধারণত কংগ্রেসকেই সমর্থন করেন। এই রাজ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের জোটও রয়েছে। এবার জামায়াতের রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টিও প্রিয়াঙ্কাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয়ন এই সমর্থন নেওয়াকেই কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, জামায়াত যে মৌলবাদী দল সেটি দিনের আলোর মতো স্পষ্ট। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই ওয়েলফেয়ার পার্টি আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়।
উল্লেখ্য, ওয়ানড় কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ বামেরা। কেন্দ্রটিতে এবার বিজেপি সিপিএমকে পেছনে ফেলে প্রিয়াঙ্কার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে ‘হাত মিলিয়ে’ নির্বাচনে লড়াইয়ের মাধ্যমে কংগ্রেসের ‘ধর্মনিরপেক্ষতার মুখোশ' পুরোপুরি খসে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রভাবশালী বাম দল সিপিএম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কেরালার ওয়ানড় উপনির্বাচনে এখন জোর প্রচার-প্রচারণা চলছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে পিনারাই বিজয়ন লিখলেন, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামায়াত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।’
এই আচরণের মধ্য দিয়ে ওয়ানড়ের উপনির্বাচন কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে বলে মন্তব্য বিজয়নের।
রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। প্রায় তিন দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোটের রাজনীতিতে কংগ্রেস সাধারণ সম্পাদকের এটিই প্রথম অংশগ্রহণ। ওয়ানড় কেন্দ্রটি কংগ্রেসের জন্য নিরাপদ আসন বলেই মনে করা হয়। এই আসনের একটি বড় অংশের বাসিন্দা মুসলিম।
এ ছাড়া কেরালার সংখ্যালঘু ভোটাররা সাধারণত কংগ্রেসকেই সমর্থন করেন। এই রাজ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের জোটও রয়েছে। এবার জামায়াতের রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টিও প্রিয়াঙ্কাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয়ন এই সমর্থন নেওয়াকেই কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, জামায়াত যে মৌলবাদী দল সেটি দিনের আলোর মতো স্পষ্ট। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই ওয়েলফেয়ার পার্টি আসলে আইওয়াশ ছাড়া কিছুই নয়।
উল্লেখ্য, ওয়ানড় কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ বামেরা। কেন্দ্রটিতে এবার বিজেপি সিপিএমকে পেছনে ফেলে প্রিয়াঙ্কার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার চেষ্টা করছে।
শুক্রবার সকালের মধ্যেই ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য ৬ শতাংশ বেড়ে গেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
৮ ঘণ্টা আগেদ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরেই নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে বসালেন সুজি ওয়াইলসকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে এই পদে বসানো হলো।
৮ ঘণ্টা আগে১৯৮৮ সালে রুশদির দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর মুসলিম সম্প্রদায় বইটিকে ধর্মবিরোধী আখ্যা দেয়। এই বই প্রকাশের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় ভারতেও। পরে ওই বছরই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার স্যাটানিক ভার্সেস বইটিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন ইউটিউব তারকা আন্দ্রে বিডল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দুর্ঘটনার সময় তিনি তাঁর বিএমডব্লিউ সেডান গাড়িটি চালাচ্ছিলেন।
১০ ঘণ্টা আগে