ভারতের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। বাধ্য হয়েই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সহায়তা নিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—কিসের বিনিময়ে তাঁরা মোদিকে সরকার গঠনে সমর্থন জানিয়েছেন?
গতকাল বুধবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতারা। সেখানেই মূলত এ দুই দলের নেতাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। যদিও কী কী দাবিদাওয়া উত্থাপন করা হয়েছিল, নিতীশ ও চন্দ্রবাবুর তরফ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে বৈঠকে যে উত্তপ্ত আলোচনা হয়েছে, সে বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে একটি সূত্র।
সূত্র জানিয়েছে, অনুমান করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি আসন পাওয়া চন্দ্রবাবু নাইড়ুর দল তেলেগু দেশাম পার্টি (টিডিপি) বিজেপি সরকারের কাছে পাঁচটি মন্ত্রণালয় দাবি করেছে। এসব মন্ত্রণালয়ের মধ্যে টিডিপি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সিট দাবি করেছে বলে জানা গেছে। এর বাইরে দলটি সড়ক, পঞ্চায়েত রাজ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় চেয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিহারে ১২টি লোকসভা আসন পেয়েছে স্থানীয় দল জনতা দল ইউনাইটেড (জেডি-ইউ)। দলটির প্রধান সমর্থনের বিনিময়ে বিজেপি সরকারের কাছ থেকে তিনটি মন্ত্রণালয় দাবি করেছে। এর মধ্যে দুটি পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব এবং একটি প্রতিমন্ত্রিত্ব বলে জানিয়েছে জেডিইউর একটি সূত্র। দুই পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের মধ্য নিতীশ কুমার রেল মন্ত্রণালয় চেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএর দখলে গেছে ২৯৫টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩১টি আসন। এ ছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৭টি আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪২টি আসন। এরপর জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬টি এবং বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২টি আসন।
কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩১টি আসন। এই ২৩১ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৮টি আসন। জোট শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৬টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২টি আসন। এর বাইরে শিব সেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে ৯টি আসন। শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে ৮টি আসন।
ভারতের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। বাধ্য হয়েই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সহায়তা নিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—কিসের বিনিময়ে তাঁরা মোদিকে সরকার গঠনে সমর্থন জানিয়েছেন?
গতকাল বুধবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতারা। সেখানেই মূলত এ দুই দলের নেতাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। যদিও কী কী দাবিদাওয়া উত্থাপন করা হয়েছিল, নিতীশ ও চন্দ্রবাবুর তরফ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে বৈঠকে যে উত্তপ্ত আলোচনা হয়েছে, সে বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে একটি সূত্র।
সূত্র জানিয়েছে, অনুমান করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি আসন পাওয়া চন্দ্রবাবু নাইড়ুর দল তেলেগু দেশাম পার্টি (টিডিপি) বিজেপি সরকারের কাছে পাঁচটি মন্ত্রণালয় দাবি করেছে। এসব মন্ত্রণালয়ের মধ্যে টিডিপি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সিট দাবি করেছে বলে জানা গেছে। এর বাইরে দলটি সড়ক, পঞ্চায়েত রাজ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় চেয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিহারে ১২টি লোকসভা আসন পেয়েছে স্থানীয় দল জনতা দল ইউনাইটেড (জেডি-ইউ)। দলটির প্রধান সমর্থনের বিনিময়ে বিজেপি সরকারের কাছ থেকে তিনটি মন্ত্রণালয় দাবি করেছে। এর মধ্যে দুটি পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব এবং একটি প্রতিমন্ত্রিত্ব বলে জানিয়েছে জেডিইউর একটি সূত্র। দুই পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের মধ্য নিতীশ কুমার রেল মন্ত্রণালয় চেয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএর দখলে গেছে ২৯৫টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩১টি আসন। এ ছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৭টি আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪২টি আসন। এরপর জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬টি এবং বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২টি আসন।
কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩১টি আসন। এই ২৩১ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৮টি আসন। জোট শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৬টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২টি আসন। এর বাইরে শিব সেনা (উদ্ধব ঠাকরে) পেয়েছে ৯টি আসন। শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে ৮টি আসন।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
২ ঘণ্টা আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৫ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
৯ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
৯ ঘণ্টা আগে