Ajker Patrika

ভারতের সবচেয়ে ‘ধনী’ ও ‘দরিদ্র’ বিধায়ক কারা, তাঁদের সম্পদ কত

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৮: ২৫
ভারতের সবচেয়ে ‘ধনী’ ও ‘দরিদ্র’ বিধায়ক কারা, তাঁদের সম্পদ কত

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে ভারতের পরিচিতি রয়েছে। তবে দেশটিতে গণতন্ত্র থাকলেও ধনী-দারিদ্র্যের ব্যবধান মোটেও কম নয়। সাধারণ মানুষের বিপরীতে ভারতীয় ধনকুবেরদের সংখ্যা নেহাতই কম নয়। তাঁদের হাতেই মূলত ভারতের অধিকাংশ সম্পদ। তবে এবার সম্পদের বিশাল ব্যবধান দেখা দিয়েছে দেশটির বিভিন্ন রাজ্যের বিধায়কদের মধ্যে। সবচেয়ে ধনী ও সবচেয়ে দরিদ্র বিধায়কের মধ্যে সম্পদের ব্যবধান ১ হাজার ৪০০ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের সবচেয়ে ধনী বিধায়ক হলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তাঁর মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি। সম্প্রতি অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মের (এডিআর) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির শীর্ষ ধনী বিধায়কের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র বিধায়ক কে এইচ পুত্তস্বোয়ামি গৌড়া। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ২৬৭ কোটি রুপি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের টিকিটে নির্বাচিত আরেক বিধায়ক প্রিয়া কৃষ্ণা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ১৫৬ কোটি রুপি।

ভারতের শীর্ষ ১০ ধনী বিধায়কের মধ্যে চারজনই কংগ্রেসের এবং তিনজন বিজেপির। এডিআরের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বিজেপি-কংগ্রেসের নেতারা এ নিয়ে তীব্র বাক্‌যুদ্ধে নেমে পড়েছেন। কংগ্রেসের নিজেদের বিধায়কের সমর্থনে কথা বললেও তীব্র ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।

যা-ই হোক, সবচেয়ে ধনী বিধায়কের বিপরীতে সবচেয়ে গরিব বিধায়ক নির্মল কুমার ধারা তাঁর মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র ১ হাজার ৭০০ রুপি। নির্মল কুমার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রাজ্যের ইন্দাস আসন থেকে নির্বাচিত। নিচের দিক থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওডিশা বিধানসভার সদস্য মাকারান্ডা মাদুলি। তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫ হাজার রুপি। মাদুলি রাজ্যের রায়গড় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। নিচের দিক থেকে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নারিন্দর পাল সিং সাওনা। তিনি আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়ক। তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৮ হাজার ৩৭০ রুপি।

এদিকে, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধনী বিধায়ক রয়েছেন কর্ণাটকে। ভারতের শীর্ষ ২০ ধনী বিধায়কের মধ্যে ১২ জনই রাজ্যটির। এ ছাড়া, রাজ্যটির মোট বিধায়কের ১৪ শতাংশেরই সম্পদ ১০০ কোটি রুপির বেশি। এরপরই রয়েছে অরুণাচল প্রদেশ। এই প্রদেশের ৫৯ বিধায়কের মধ্যে ৪ জনের সম্পদ ১০০ কোটির বেশি।

উল্লেখ্য, এসব সম্পদের তথ্য বিধায়কেরা নিজে থেকে নির্বাচন কমিশনকে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে তাঁদের সম্পদ কত এডিআর তা যাচাই করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত