অনলাইন ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক অটোচালকের প্রতারণার ফাঁদে পড়েছিলেন এক বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী। বিষয়টি ফিজের বুক পকেটে রাখা ক্যামেরায় ধরা পড়ে। পরে পশ্চিমবঙ্গের এক ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে তা বেঙ্গালুরু পুলিশের নজরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের কলকাতার ভ্লগার মৃত্যুঞ্জয় এক্সে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ভ্লগার ও তাঁর বান্ধবী বেঙ্গালুরু প্যালেসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক অটোচালক তাঁদের সঙ্গে প্রতারণা করেন। আমরা কী এভাবেই বিদেশিদের সঙ্গে ব্যবহার করি?’
ভিডিও থেকে জানা যায়, মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ওই ভ্লগার ও তাঁর বান্ধবী অটোরিকশায় বেঙ্গালুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা দুজনে ওই অটোচালকের সঙ্গে কথা বলে ঠিক করেন যে, তাঁরা মিটারে যা ভাড়া আসবে তা-ই দেবেন। অটোচালকও রাজি হয়ে যান। গন্তব্যে পৌঁছার পর দেখা যায়, মিটারে ভাড়া এসেছে ৩২০ রুপি।
ভাড়া পরিশোধ করতে গিয়ে ফিজ অটোচালককে ৫০০ রুপির নোট দেন। এ সময় অটোচালক তাঁর জামার আস্তিনে সেই ৫০০ রুপির নোট লুকিয়ে রেখে দাবি করেন যে, ফিজ তাঁকে ১০০ রুপি দিয়েছেন। পরে ফিজ তাঁকে আবারও একটি ৫০০ রুপির নোট দিয়ে ভাড়া মেটান। পরে ফিজ যখন তাঁর ভিডিও এডিট করতে যান, তখন দেখতে পান যে, অটোচালক তাঁকে ঠকিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ফিজকে বলতে শোনা যায়, ‘ভালো করে দেখুন, অটোচালকের অপর হাতে আগে থেকেই ১০০ রুপির একটি নোট ছিল। এমনকি আমার ওয়ালেট বের করার আগেও তাঁর হাতে সেই টাকা ছিল।’ ফিজ আরও বলেন, ‘দেখুন, সে আমার ৫০০ রুপির নোট নিয়ে তাঁর আস্তিনে লুকিয়ে অপর হাতের ১০০ রুপির নোট দেখিয়ে বলছে ভাড়া হয়েছে ৩২০ রুপি।’
ফিজ ভিডিওতে আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছে, আমিই হয়তো প্রথমে ৫০০ রুপির নোট মনে করে ১০০ রুপির নোট দিয়েছি। তাই পরে আরও একটি ৫০০ রুপির নোট দিয়েছি।’ এ সময় তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়ি না নেওয়ার জন্যও আক্ষেপ করেন।
এদিকে, মৃত্যুঞ্জয় তাঁর ভিডিওতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করার পরপরই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সেই অটোচালককে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই অটোচালককে সদাশিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক অটোচালকের প্রতারণার ফাঁদে পড়েছিলেন এক বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী। বিষয়টি ফিজের বুক পকেটে রাখা ক্যামেরায় ধরা পড়ে। পরে পশ্চিমবঙ্গের এক ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে তা বেঙ্গালুরু পুলিশের নজরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের কলকাতার ভ্লগার মৃত্যুঞ্জয় এক্সে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ভ্লগার ও তাঁর বান্ধবী বেঙ্গালুরু প্যালেসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক অটোচালক তাঁদের সঙ্গে প্রতারণা করেন। আমরা কী এভাবেই বিদেশিদের সঙ্গে ব্যবহার করি?’
ভিডিও থেকে জানা যায়, মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ওই ভ্লগার ও তাঁর বান্ধবী অটোরিকশায় বেঙ্গালুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা দুজনে ওই অটোচালকের সঙ্গে কথা বলে ঠিক করেন যে, তাঁরা মিটারে যা ভাড়া আসবে তা-ই দেবেন। অটোচালকও রাজি হয়ে যান। গন্তব্যে পৌঁছার পর দেখা যায়, মিটারে ভাড়া এসেছে ৩২০ রুপি।
ভাড়া পরিশোধ করতে গিয়ে ফিজ অটোচালককে ৫০০ রুপির নোট দেন। এ সময় অটোচালক তাঁর জামার আস্তিনে সেই ৫০০ রুপির নোট লুকিয়ে রেখে দাবি করেন যে, ফিজ তাঁকে ১০০ রুপি দিয়েছেন। পরে ফিজ তাঁকে আবারও একটি ৫০০ রুপির নোট দিয়ে ভাড়া মেটান। পরে ফিজ যখন তাঁর ভিডিও এডিট করতে যান, তখন দেখতে পান যে, অটোচালক তাঁকে ঠকিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ফিজকে বলতে শোনা যায়, ‘ভালো করে দেখুন, অটোচালকের অপর হাতে আগে থেকেই ১০০ রুপির একটি নোট ছিল। এমনকি আমার ওয়ালেট বের করার আগেও তাঁর হাতে সেই টাকা ছিল।’ ফিজ আরও বলেন, ‘দেখুন, সে আমার ৫০০ রুপির নোট নিয়ে তাঁর আস্তিনে লুকিয়ে অপর হাতের ১০০ রুপির নোট দেখিয়ে বলছে ভাড়া হয়েছে ৩২০ রুপি।’
ফিজ ভিডিওতে আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছে, আমিই হয়তো প্রথমে ৫০০ রুপির নোট মনে করে ১০০ রুপির নোট দিয়েছি। তাই পরে আরও একটি ৫০০ রুপির নোট দিয়েছি।’ এ সময় তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়ি না নেওয়ার জন্যও আক্ষেপ করেন।
এদিকে, মৃত্যুঞ্জয় তাঁর ভিডিওতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করার পরপরই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সেই অটোচালককে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই অটোচালককে সদাশিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন।
৩ ঘণ্টা আগে‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনকে প্রভাবিত করেছিল, তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। ইনগা আরভাদ নামে একজন
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে