অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি করেছেন একজন প্যারালাইজড রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়া ওই ব্যক্তির নাম দুলারচাঁদ মুণ্ডা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের সালগাইধ গ্রামের বাসিন্দা।
দুলারচাঁদ মুণ্ডার আত্মীয়রা জানান, চার বছর আগে একটি দুর্ঘটনায় দুলারচাঁদ প্যারালাইজড হন। এরপর থেকে হাঁটাচলা ও কথা বলতে পারতেন না তিনি।
দুলারচাঁদ মুণ্ডা জানান, গত ৪ জানুয়ারি কোভিশিল্ডের করোনার টিকা নিয়েছেন তিনি। এর পরদিন থেকেই তিনি হাঁটাচলা ও কথা বলতে পারছেন।
সুস্থ হওয়ার বিষয়ে দুলারচাঁদ গতকাল শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘টিকা নিতে পেরে আনন্দিত। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর আমি আমার পা নাড়াতে পারছি।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি একটি গবেষণার বিষয়।
ঝাড়খণ্ডের বোকারো জেলার ডা. জিতেন্দ্র কুমার এ ঘটনায় বিস্মিত হয়েছেন। এ ঘটনা বিশ্লেষণের জন্য একটি মেডিকেল টিম গঠনের দাবি জানিয়েছেন তিনি।
ডা. জিতেন্দ্র কুমার বলেন, এটা দেখে অবাক। তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা দরকার।
ঝাড়খণ্ডের পেটারওয়ার হেলথ সেন্টারের কর্মকর্তা আলবেল কেরকেতা বলেন, দুলারচাঁদ মুণ্ডার অসুস্থতা এবং তাঁর সুস্থতা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করবেন, তখন সঠিক তথ্য ও উত্তর পাওয়া যাবে।
সালগাইধ গ্রামের শিক্ষক রাজু মুণ্ডা বলেন, অবাক করার মতো ঘটনা এটি। প্যারালাইজড হওয়ার পর দুলারচাঁদ প্রায় চার লাখ রুপি ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন সেরে ওঠার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। একটি ভ্যাকসিন কীভাবে তাঁকে সারিয়ে তুলল?
করোনাভাইরাসের টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি করেছেন একজন প্যারালাইজড রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়া ওই ব্যক্তির নাম দুলারচাঁদ মুণ্ডা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের সালগাইধ গ্রামের বাসিন্দা।
দুলারচাঁদ মুণ্ডার আত্মীয়রা জানান, চার বছর আগে একটি দুর্ঘটনায় দুলারচাঁদ প্যারালাইজড হন। এরপর থেকে হাঁটাচলা ও কথা বলতে পারতেন না তিনি।
দুলারচাঁদ মুণ্ডা জানান, গত ৪ জানুয়ারি কোভিশিল্ডের করোনার টিকা নিয়েছেন তিনি। এর পরদিন থেকেই তিনি হাঁটাচলা ও কথা বলতে পারছেন।
সুস্থ হওয়ার বিষয়ে দুলারচাঁদ গতকাল শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘টিকা নিতে পেরে আনন্দিত। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর আমি আমার পা নাড়াতে পারছি।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি একটি গবেষণার বিষয়।
ঝাড়খণ্ডের বোকারো জেলার ডা. জিতেন্দ্র কুমার এ ঘটনায় বিস্মিত হয়েছেন। এ ঘটনা বিশ্লেষণের জন্য একটি মেডিকেল টিম গঠনের দাবি জানিয়েছেন তিনি।
ডা. জিতেন্দ্র কুমার বলেন, এটা দেখে অবাক। তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা দরকার।
ঝাড়খণ্ডের পেটারওয়ার হেলথ সেন্টারের কর্মকর্তা আলবেল কেরকেতা বলেন, দুলারচাঁদ মুণ্ডার অসুস্থতা এবং তাঁর সুস্থতা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করবেন, তখন সঠিক তথ্য ও উত্তর পাওয়া যাবে।
সালগাইধ গ্রামের শিক্ষক রাজু মুণ্ডা বলেন, অবাক করার মতো ঘটনা এটি। প্যারালাইজড হওয়ার পর দুলারচাঁদ প্রায় চার লাখ রুপি ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন সেরে ওঠার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। একটি ভ্যাকসিন কীভাবে তাঁকে সারিয়ে তুলল?
একজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২৬ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে