ভারতের লোকসভায় ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ স্লোগান নিয়ে উত্তেজনা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২৪, ২১: ৪৫
Thumbnail image

নির্বাচনের পর গত সোমবার শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। টানা ১০ দিনের এই অধিবেশনের প্রথম দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। তবে এসব স্লোগানের কিছু ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। বিজেপির সংসদ সদস্যদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিপরীতে বিরোধীরা বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতাসহ বিভিন্ন স্লোগান দেন। এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্যের মুখে ‘আল্লাহু আকবার’ ধ্বনিও উচ্চারিত হয়। গতকাল মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি।

আজ বুধবার ভারতীয় বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল অষ্টাদশ লোকসভার অধিবেশনে নিজের শপথ গ্রহণ শেষ করে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি স্লোগান দেন, ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় ফিলিস্তিন।’

ওয়াইসির স্লোগানের শেষ অংশে অপ্রত্যাশিতভাবে ‘জয় ফিলিস্তিন’ শব্দটি ব্যবহারের আপত্তি জানিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করা বিজেপির রাধা মোহন সিং ঘোষণা করেন, ওয়াইসির স্লোগানটি সরকারি রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। বিষয়টি নিয়ে কয়েক মিনিটের উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থবিরতাও দেখা দেয়। পরে অবশ্য যথারীতি অনুষ্ঠান চলতে থাকে।

বিতর্কের সময় মতপ্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে হায়দরাবাদ থেকে পঞ্চমবারের মতো বিজয়ী সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির আপত্তির কারণ জানতে চান। পরবর্তীকালে তিনি সাংবাদিকদের কাছেও দাবি করেন, তাঁর স্লোগান ‘জয় ভিম, জয় মিম, জয় তেলিঙ্গানা, জয় প্যালেস্টাইন’-এর মধ্যে ভুল কিছু ছিল না। ওই স্লোগানের মধ্যে ভারতের সংবিধান পরিপন্থী কিছু ছিল না বলে উল্লেখ করেন তিনি। একটি নিপীড়িত জাতি হিসেবে ফিলিস্তিনিদের প্রসঙ্গ টেনেছেন তিনি। ফিলিস্তিন প্রসঙ্গে মহাত্মা গান্ধী কী বলেছিলেন, সেই বিষয়টিও পড়ে দেখার আহ্বান জানান এআইএমআইএম নেতা।

জানা যায়, ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের প্রতি রাষ্ট্রীয় সহমর্মিতা ও সমর্থন পোষণ করে ভারত। তবে প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত কারণে গত তিন দশকে ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে দেশটির। এর ফলে দেশটির ক্ষমতাসীন সরকারগুলো সব সময়ই ইসরায়েলের সঙ্গে প্রয়োজনীয় সম্পর্ক এবং ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন, এই দুটি বিষয়ের মধ্যে সতর্কভাবে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত