বাংলাদেশ-ভারত উত্তেজনার জেরে ফুলবাড়ি-বাংলাবান্ধা হয়ে স্থলবাণিজ্য প্রায় বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ০১
ফুলবাড়ি বন্দরে ফাঁকা পড়ে আছে এক্সচেঞ্জ কাউন্টার। ছবি: এএনআই

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্থলবন্দরটির বেশির ভাগ এক্সচেঞ্জ কাউন্টার খালি দেখা গেছে। ফুলবাড়ী বন্দর থেকে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চলে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ এএনআইকে বলেছেন, তাদের খাতের পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ, আগে যেসব ভারতীয়রা বাংলাদেশে যেতেন, তারা ছিলেন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।

সঞ্জয় ঘোষণ বলেন, ‘এখন লোকজনকে বাংলাদেশের ভিসা দেওয়া হয় না। তাই আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড মহামারির আগে অনেক ব্যবসা ছিল। কোভিড পরবর্তী সময়ে একটু কমেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর, ব্যবসা পুরোপুরি থেমে গেছে...আমরা চাই দেশটি ভালো অবস্থায় আসুক, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সেখানকার মানুষও ভালো থাকতে পারে।’

অপর এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রদীপ সিংহ বলেন, ‘এখন আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ তারা আমাদের ভিসা দিচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন মানুষ ভারত আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের ব্যবসা কেমন চলছে...পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই পরিস্থিতি আগের মতো হোক।’

চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশি সাকলায়েন আহমেদ এএনআইকে বলেছেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় হাসপাতালগুলো নিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ‘আমার নাম সাকলায়েন আহমেদ। আমি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত এসেছি। এখানে চিকিৎসা খুব ভালো। অনেক স্থানে—যেমন বেঙ্গালুরু—বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত।’

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানে তিনি বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত