অনলাইন ডেস্ক
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্থলবন্দরটির বেশির ভাগ এক্সচেঞ্জ কাউন্টার খালি দেখা গেছে। ফুলবাড়ী বন্দর থেকে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চলে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ এএনআইকে বলেছেন, তাদের খাতের পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ, আগে যেসব ভারতীয়রা বাংলাদেশে যেতেন, তারা ছিলেন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।
সঞ্জয় ঘোষণ বলেন, ‘এখন লোকজনকে বাংলাদেশের ভিসা দেওয়া হয় না। তাই আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড মহামারির আগে অনেক ব্যবসা ছিল। কোভিড পরবর্তী সময়ে একটু কমেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর, ব্যবসা পুরোপুরি থেমে গেছে...আমরা চাই দেশটি ভালো অবস্থায় আসুক, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সেখানকার মানুষও ভালো থাকতে পারে।’
অপর এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রদীপ সিংহ বলেন, ‘এখন আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ তারা আমাদের ভিসা দিচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন মানুষ ভারত আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের ব্যবসা কেমন চলছে...পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই পরিস্থিতি আগের মতো হোক।’
চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশি সাকলায়েন আহমেদ এএনআইকে বলেছেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় হাসপাতালগুলো নিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ‘আমার নাম সাকলায়েন আহমেদ। আমি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত এসেছি। এখানে চিকিৎসা খুব ভালো। অনেক স্থানে—যেমন বেঙ্গালুরু—বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত।’
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানে তিনি বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। স্থলবন্দরটির বেশির ভাগ এক্সচেঞ্জ কাউন্টার খালি দেখা গেছে। ফুলবাড়ী বন্দর থেকে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চলে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফুলবাড়ির মানি এক্সচেঞ্জ কাউন্টার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ এএনআইকে বলেছেন, তাদের খাতের পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ, আগে যেসব ভারতীয়রা বাংলাদেশে যেতেন, তারা ছিলেন তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন।
সঞ্জয় ঘোষণ বলেন, ‘এখন লোকজনকে বাংলাদেশের ভিসা দেওয়া হয় না। তাই আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিড মহামারির আগে অনেক ব্যবসা ছিল। কোভিড পরবর্তী সময়ে একটু কমেছে। কিন্তু শেখ হাসিনার পতনের পর, ব্যবসা পুরোপুরি থেমে গেছে...আমরা চাই দেশটি ভালো অবস্থায় আসুক, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সেখানকার মানুষও ভালো থাকতে পারে।’
অপর এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী প্রদীপ সিংহ বলেন, ‘এখন আমাদের অবস্থা খুবই খারাপ। কারণ তারা আমাদের ভিসা দিচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন মানুষ ভারত আসছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের ব্যবসা কেমন চলছে...পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই পরিস্থিতি আগের মতো হোক।’
চিকিৎসার জন্য ভারত যাওয়া বাংলাদেশি সাকলায়েন আহমেদ এএনআইকে বলেছেন, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় হাসপাতালগুলো নিয়েছে তা যেন প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ‘আমার নাম সাকলায়েন আহমেদ। আমি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারত এসেছি। এখানে চিকিৎসা খুব ভালো। অনেক স্থানে—যেমন বেঙ্গালুরু—বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি হওয়া উচিত নয়। আমি বলতে চাই যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত।’
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন এবং সেখানে তিনি বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত-বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
৩ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
৫ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
৬ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
৬ ঘণ্টা আগে