জার্মানি থেকে ফিরেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি মিত্র প্রোজ্বল রেভান্না

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২৪, ০৯: ৩৬
Thumbnail image

যৌন নিপীড়ন তথা ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে জার্মানি গিয়েছিলেন বিজেপির মিত্র জনতা দলের (সেকুলার) বহিষ্কৃত নেতা ও লোকসভার সদস্য প্রোজ্বল রেভান্না। সেখান থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তিনি। ভারতের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটির একটি দল তাঁকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। 

প্রোজ্বল রেভান্নাকে বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাঁকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আইনি আনুষ্ঠানিকতা শেষে এসআইটি তাঁকে তাদের হেফাজতে নিয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে উপস্থিত করা হবে। 

প্রোজ্বল রেভান্না কর্ণাটকের হাসান লোকসভা আসনের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এবারও নির্বাচনে লড়ছেন নরেন্দ্র মোদির দল বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সঙ্গে জোট বেঁধে। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হওয়া এক ভিডিওতে রেভান্নাকে দেখা যায় যৌন ‘নির্যাতনমূলক’ কাজে জড়িত থাকতে। 

এই অভিযোগ তুলে গত রোববার প্রোজ্বলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়। সেখানে এক নারী অভিযোগ করেন, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিযোগে ওই নারী জানিয়েছেন, প্রোজ্বলের বাবা এইচ ডি রেভান্না ও প্রোজ্বল তাঁদের বাড়িতে মহিলা কর্মীদের যৌন হেনস্তা করতেন। তবে প্রোজ্বল এই ভিডিওকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত